যুদ্ধ থামলেও ফেরা হবে না ‘বাড়ি’, পণবন্দি হয়েই মৃত্যু ইজরায়েলি বৃদ্ধার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পের ফটিক বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত বাড়ি আর ফেরা হয়নি তার। ইজরায়েল বুধবার যুদ্ধবিরতির পথে হাঁটতে রাজি হওয়ায় পণবন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস ও তার শাখা গোষ্ঠীগুলো। কিন্তু তার পরই মৃত্যু হয়েছে পণবন্দি ৭৬ বর্ষীয় ইজরায়েলি বৃদ্ধা হানা কাৎজিরের। মারা গিয়েছেন তাঁর প্রাপ্তবয়স্ক পুত্র এলাদও। তাঁদেরও আর বাড়ি ফেরা হল না।
গত ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলার সময়ই তাঁদের অপহরণ করেছিল হামাস (Hamas)। যদিও তার পর থেকে পণবন্দি হিসেবেই ছিলেন কাৎজির। যদিও হামাসের দাবি, তারা আগেই ওই বৃদ্ধাকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ইজরায়েলের তরফে সাড়া মেলেনি। হামাস-সঙ্গী আল কাদস ব্রিগেডস নামের জঙ্গি গোষ্ঠীর তরফে তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, ‘আমরা আগেই ওঁকে মুক্তি দিতে চেয়েছিলাম মানবিকতার কারণে। কিন্তু শত্রুরা বধির ছিল। আর এর ফলে ওঁকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে।’ সেই সঙ্গে তাদের দাবি, ওই বৃদ্ধা ও অন্যান্য বন্দিদের দেখভাল করেছে হামাস।
[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]
প্রসঙ্গত, এমাসের শুরুতে কাৎজিরের একটি ভিডিও শেয়ার করেছিল ইসলামিক জেহাদ। সেখানে বলা হয়েছিল, তারা ওই বৃদ্ধাকে ও তাঁর ১২ বছরের ছেলেকে মানবিক ও চিকিৎসাগত প্রয়োজনীয়তার কারণে মুক্তি দিতে প্রস্তুত।
বুধবার সকালে ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। ইতিমধ্যে এই সংঘর্ষে মধ্যস্থতাকারী দেশ কাতারের তরফে টুইট করে জানানো হয়েছে যুদ্ধবিরতির কথা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির সময় জানানো হবে। এবং তা থাকবে চার দিন। কিন্তু তার আগেই মৃত্যু হল কাৎজিরের। আর ‘বাড়ি’ ফেরা হল না তাঁর।
[আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা গাজায়! হামাসের সঙ্গে চুক্তি ইজরায়েলের]

Source: Sangbad Pratidin

Related News
বাড়ির সামনেই কামড়ে, খুবলে হত্যা! এবার পথ কুকুরের শিকার অটিজমে আক্রান্ত কিশোর
বাড়ির সামনেই কামড়ে, খুবলে হত্যা! এবার পথ কুকুরের শিকার অটিজমে আক্রান্ত কিশোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকেলে বাড়ির কাছেই খেলতে বেরিয়ে ছিল বিশেষভাবে সক্ষম ১১ বছরের কিশোর। সেই সময় একদল পথ কুকুর Read more

দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বাড়ি থেকে উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের (Durgapur) Read more

ODI World Cup 2023: ‘মনে হচ্ছিল মাঠে ঢুকে বলি অনেক হয়েছে’, শাকিবের উলটো মেরুতে ডোনাল্ড
ODI World Cup 2023: ‘মনে হচ্ছিল মাঠে ঢুকে বলি অনেক হয়েছে’, শাকিবের উলটো মেরুতে ডোনাল্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan) আবেদনের ভিত্তিতে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (Angelo Read more

কোরিয়ান ছবির ‘অন্ধ’ অনুকরণ, তবে মন্দ নয় সোনমের ‘ব্লাইন্ড’ পারফরম্যান্স
কোরিয়ান ছবির ‘অন্ধ’ অনুকরণ, তবে মন্দ নয় সোনমের ‘ব্লাইন্ড’ পারফরম্যান্স

সন্দীপ্তা ভঞ্জ: ‘ব্লাইন্ড’ ২০১১ সালের কোরিয়ান ছবি। সেই সিনেমারই ‘অন্ধ’ অনুকরণ বলিউড ছবি ‘ব্লাইন্ড’। মুখ্য ভূমিকায় সোনম কাপুর। সদ্য মুক্তি Read more

ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো
ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো

নব্যেন্দু হাজরা: কথায় আছে, মঙ্গলে ঊষা, বুধে পা। যথা ইচ্ছে তথা যা। সেই বুধেই সফলভাবে গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো। Read more

সারদা ও নারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত, দিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় CBI
সারদা ও নারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত, দিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় CBI

স্টাফ রিপোর্টার: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সারদা ও নারদা মামলায় তদন্ত শুরুর জন‌্য দিল্লির সবুজ সংকেত চাইল সিবিআই-এর পূর্বাঞ্চলীয় Read more