অর্ক দে, বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই শিরোনামে বর্ধমান বিশ্ববিদ্যালয়। গোলাপবাগ ক্যাম্পাসের লহর থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ। মৃতার নাম, পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মীরাই গোলাপবাগ ক্যাম্পাসের লহরে তরুণীর পচাগলা দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে তরুণীর দেহ লহরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার ভূয়সী প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা]
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্নের ভিড়। ওই তরুণী এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নাকি বাইরে থেকে কেউ খুন করে দেহ ওই লহরীতে ফেলে গিয়েছে কিনা, সে সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। কীভাবে সকলের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়।
[আরও পড়ুন: ‘মানসিকভাবে বাণিজ্য সম্মেলনেই আছি’, BGBS নিয়ে মন্তব্য রাজ্যপালের]
Source: Sangbad Pratidin