সুপর্ণা মজুমদার: সাল ১৯৮৪। ডিসেম্বরের কনকনে শীতের শান্ত জীবন। আচমকা সমস্ত কিছু পালটে গেল। বিষাক্ত গ্যাসের গ্রাসে ইউনিয়ন কার্বাইডের আশেপাশের বিস্তীর্ণ এলাকা। যেদিকে চোখ যায় মানুষের হাহাকার, কান্না, যন্ত্রণা। যেন কোনও এক অভিশপ্ত মৃত্যু উপত্যকা। যেখানে কালের তাণ্ডব চলছে। ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) সেই ভয়াবহ স্মৃতি ফিরল ‘দ্য রেলওয়ে মেন’ (The Railway Men) সিরিজে।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় চার এপিসোডের সিরিজটি তৈরি করেছেন নবাগত পরিচালক শিব রাওয়াল। চিত্রনাট্য আয়ুষ গুপ্তর। ভোপাল গ্যাস দুর্ঘটনার বাস্তব নায়কদের কথা বলতে চেয়েছেন দুজনে। বিষয়বস্তু ভালো, অভিনেতারা তার থেকেও ভালো। কিন্তু আরও ভালো হতে পারতো। কারণ যেখানে আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু শর্মার মতো অভিনেতারা থাকেন, সেখানে এই দর্শকের প্রত্যাশা একটু বেশিই থাকে।
[আরও পড়ুন: গোয়া ফিল্ম ফেস্টিভ্য়ালে মাধুরী দীক্ষিতকে বিশেষ সম্মান, উৎসবের মঞ্চে চোখে জল অভিনেত্রীর]
চারটি এপিসোডকে সময়ের নানা স্তরে সাজিয়েছেন পরিচালক। গ্যাস দুর্ঘটনার আগে ভোপালবাসীর জীবন, তার পরবর্তী সময়ের যন্ত্রণা, দুর্ঘটনার আগে ও পরে ঠিক কী হয়েছিল, এর প্রভাবে মানুষের জীবনে কীভাবে পড়েছিল, আবার কীভাবে কিছু মানুষ পরিণামের কথা না চিন্তা করে আমজনতার প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। এত কিছু দেখাতে গিয়ে নবাগত পরিচালক মাঝে মধ্যেই খেই হারিয়েছেন। আবার এর মধ্যে শিখ দাঙ্গার মতো বিষয়ও যুক্ত করেছেন।
এ সিরিজের সম্পদ কে কে মেননের (Kay Kay Menon) দুরন্ত অভিনয়। অভিনেতা যেন একাই একশো। তবে গ্যাস দুর্ঘটনার আগের সময়ে মেননের মেকআপ একটু বেশি মনে হয়েছে। দিব্যেন্দু শর্মা ‘চোর’ হয়েও মন জয় করেছেন। অবহেলিত হওয়ার বেদনা তাঁর চোখে মুখে দেখা গিয়েছে। বাবিল খান সাবলীল অভিনেতা। অতিরিক্ত কোনও মেদ তাঁর অভিনয়ে নেই। আর মাধবনকে গতানুগতিক মনে হয়েছে। ‘রেলওয়ে মেন’দের প্রতি তাঁর ভাষণের অংশটিও বেশ দুর্বল। জুহি চাওলা, মন্দিরা বেদীর মতো বলিষ্ঠ অভিনেত্রী কোনও সুযোগই পাননি। রঘুবীর যাদব যেটুকু সুযোগ পেয়েছেন নিজের সেরা দিয়েছেন।
এছাড়া সাংবাদিকের চরিত্রে সানি হিন্দুজার প্রশংসা প্রাপ্য। ইউনিয়ন কার্বাইডের ফোরম্যান হিসেবে অল্প সময়ের অভিনয়ে মন কেড়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য। সিরিজে বেশ কিছু জায়গা প্রশংসনীয়। বিশেষ করে বাস্তবের ছবির সঙ্গে রিল লাইফের পরিস্থিতি মিলিয়ে দেওয়ার বিষয়টি। গণ কবরের পাশে গণ চিতার দৃশ্যটি গায়ে কাঁটা দেয়। তবে কিছু সাব প্লট না থাকলেও কোনও ক্ষতি হতো না। সবমিলিয়ে বলতে গেলে এই নেটফ্লিক্সের সিরিজ শুধুমাত্র অভিনেতাদের জন্যই দেখা যায়।
ওয়েব সিরিজ – দ্য রেলওয়ে মেন
অভিনয়ে – কে কে মেনন, আর মাধবন, দিব্যেন্দু শর্মা, বাবিল খান, জুহি চাওলা, মন্দিরা বেদী, রঘুবীর যাদব, সানি হিন্দুজা, দিব্যেন্দু ভট্টাচার্য
পরিচালনা – শিব রাওয়াল
[আরও পড়ুন: ‘কিছুতেই কথা বলতে পারছি না’, আচমকা কী হল অদিতি মুন্সির?]
Source: Sangbad Pratidin