নজরে ৩ জেলা, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে চিঠি কেন্দ্রের

গৌতম ব্রহ্ম:  প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)প্রকল্পের অর্থ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে ফের ‘পত্রবোমা’। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে নবান্নে চিঠি পাঠিয়ে প্রকল্পের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (ATR) চাওয়া হয়েছে। প্রকল্পের কাজ দেখতে কেন্দ্রের প্রতিনিধি দলের রাজ্য সফরের ভিত্তিতে কয়েকটি জেলায় অসংগতির কথা উল্লেখ করা হয়েছে। চলতি মাসের মধ্যেই সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠাতে হবে। সূত্রের খবর, রাজ্যের তরফে মঙ্গলবারই জবাবি চিঠি পাঠানো হবে।

কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পগুলির টাকা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে সুর সপ্তমে চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো জনকল্যাণে যৌথ প্রকল্পগুলি নিয়ে বাংলাকে আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে। দিল্লিতে পর্যন্ত সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল। তার আগে সংশ্লিষ্ট মন্ত্রক-দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা আলোচনার টেবিলেও বসেন। তবু কাটেনি জট।
[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের পর এলাকায় অগ্নিসংযোগ, দলুয়াখাঁকিতে সাতদিন পর গ্রেপ্তার ৩]
এর আগে গত মার্চ মাসে এ রাজ্যে আবাস যোজনা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পের কাজে তাঁরা অসংগতি পেয়েছেন বলে রিপোর্ট দেন। রাজ্য এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছিল মন্ত্রক। আগে যতবারই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজ্য সরব হয়েছে, ততবারই কেন্দ্রকে সাফাই দিতে শোনা গিয়েছে, অর্থ অনুযায়ী কাজের হিসেবে গরমিল রয়েছে। তাই অর্থ দেওয়া যাচ্ছে না। কেন্দ্রে এই দাবি সত্যি নয়, জানিয়ে রাজ্যের তরফে পঞ্চায়েত দপ্তরের (Panchayat Department) মন্ত্রী প্রদীপ মজুমদার সমস্ত রিপোর্ট পাঠিয়েছেন। তার পরও বকেয়া মেটেনি।
[আরও পড়ুন: থাকবে না রাজনৈতিক রং, দলুইখাঁকি গ্রামে ত্রাণ বিলি করতে পারবে বামেরা, অনুমতি হাই কোর্টের]
এবার গত ১৫ তারিখ ফের নবান্নে চিঠি পাঠাল গ্রামোন্নয়ন মন্ত্রক। তাতে তিন জেলা – কালিম্পং, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবাস যোজনার কাজে বেশ কিছু অসংগতির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রাজ্যের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ কী, তা জানতে চেয়েছে দিল্লি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের ৮ মাস পর এল এই চিঠি। ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের রিপোর্ট পাঠাতে হবে মন্ত্রকে। নবান্ন সূত্রে খবর, ৩০ তারিখ নয়, মঙ্গলবারই পালটা চিঠি দিতে পারে রাজ্যের পঞ্চায়েত দপ্তর।

Source: Sangbad Pratidin

Related News
রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, প্রতিবাদ করায় দাদাকে কোপ বাগুইআটিতে
রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, প্রতিবাদ করায় দাদাকে কোপ বাগুইআটিতে

বিধান নস্কর, লেকটাউন: ভরসন্ধেয় বাগুইআটিতে যুবতীর শ্লীলতাহানি। প্রতিবাদ করায় দাদাকে ছুরি মারল অভিযুক্ত। এই ঘটনায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন Read more

অভিষেকের কর্মসূচির মাঝে কুড়মি বিক্ষোভে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আটক অন্তত ৪
অভিষেকের কর্মসূচির মাঝে কুড়মি বিক্ষোভে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আটক অন্তত ৪

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি চলাকালীন কুড়মি বিক্ষোভে গড় শালবনিতে ধুন্ধুমার। এই ঘটনার পর তৎপর প্রশাসন। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত Read more

টমেটো কিনতে গিয়ে পকেটে ছ্যাঁকা সুনীল শেট্টিরও! বলছেন, ‘হেঁশেলে টান, খাচ্ছিও কম’
টমেটো কিনতে গিয়ে পকেটে ছ্যাঁকা সুনীল শেট্টিরও! বলছেন, ‘হেঁশেলে টান, খাচ্ছিও কম’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে টমেটো কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা। হু হু করে দাম বেড়ে চলেছে। পকেট থেকে টাকা Read more

গোয়ায় বিজেপির বিরুদ্ধে মহাজোটের পথে তৃণমূল? তুঙ্গে জল্পনা
গোয়ায় বিজেপির বিরুদ্ধে মহাজোটের পথে তৃণমূল? তুঙ্গে জল্পনা

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আচমকা রাজনৈতিক ছবির বদল গোয়ায় (Goa)। গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাত ধরে Read more

গ্রামের রাস্তায় শুধু জল আর কাদা, ঢোকে না অ্যাম্বুল্যান্সও, ভেঙে যাচ্ছে বিয়ে!
গ্রামের রাস্তায় শুধু জল আর কাদা, ঢোকে না অ্যাম্বুল্যান্সও, ভেঙে যাচ্ছে বিয়ে!

বাবুল হক, মালদহ: যতদূর নজর যায়, শুধুই জল-কাদা। রাস্তা না জলাশয় বোঝা দায়! সেই পথ ধরেই নিত্য ব্যাংক, স্কুল, হাসপাতাল Read more

Asia Cup Final 2023: ট্রফি হাতে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু, মন জিতে নিল রোহিতের টিম ইন্ডিয়া
Asia Cup Final 2023: ট্রফি হাতে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু, মন জিতে নিল রোহিতের টিম ইন্ডিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ সিরাজের দাপটে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে এশিয়া কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। আর রেকর্ড গড়ে Read more