সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনালেও হামাস-ইজরায়েল দ্বন্দ্বের ছায়া দেখা গিয়েছে। ম্যাচ চলাকালীন আচমকাই মাঠে ঢুকে পড়ে এক প্যালেস্তিনীয় সমর্থক। মুখে তাঁর স্বদেশের পতাকা আঁকা মাস্ক। পরনে টি শার্টে লেখা- প্যালেস্টাইনে বোমাবাজি বন্ধ হোক। বিরাট কোহলির কাঁধে হাত রেখে কথা বলতে দেখা যায় ওই ব্যক্তিকে। মিনিট খানেকের সেই মুহূর্ত নিয়ে নেটপাড়ায় চর্চা নিরন্তর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘অনাহুত’ সেই প্যালেস্তিনীয় সমর্থকের কথা এবার দুই টলিউড তারকার মুখে।
বিশ্বকাপের ময়দানে দেশের ব্যর্থতার থেকেও ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তীদের নজরে ফাইনাল ম্যাচে হাজির হওয়া ওই প্যালেস্তিনীয় সমর্থকের দিকে। বিরাট কোহলির কাঁধে হাত রাখা এই ব্যক্তির ছবি দিয়ে ঋদ্ধির মন্তব্য, “ঠিক এরকমই জাতীয়তাবোধ দরকার আমাদের। ভারত অস্ট্রেলিয়া দুটো টিমই ভালো খেলেছে!” অন্যদিকে, ভারতের বিশ্বকাপ হারের কথা উল্লেখ না করেই ঋত্বিক লিখলেন, “যা হয়েছে তা হয়েছে, ঠিক আছে। আমি এই ছবি দুটো রাখলাম।” দূরদেশের ময়দানে নিজের দেশের হয়ে প্রতিবাদী সুর চড়ানো ওই ব্যক্তিই যে তাঁদের নজর কেড়েছেন, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ হারার সব দায় আপনার!’, ইঙ্গিতপূর্ণ টুইটের পর ফের নোংরা আক্রমণের শিকার অমিতাভ]
প্রসঙ্গত, রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ফাইনাল চলাকালীন নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে পড়ে ওই ব্যক্তি। মাঠে ঢুকে সোজা বিরাটের দিকে এগিয়ে যান ওই ব্যক্তি। বিরাটকে জড়িয়েও ধরেন তিনি। আচমকা এমন ঘটনায় হতভম্ব হয়ে যান খোদ কোহলিও। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা এসে বের করে দেন ওই ব্যক্তিকে। তবে মাঠের কড়া নিরাপত্তা ভেঙে কী করে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঢুকে পড়লেন তিনি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, এবারের বিশ্বকাপের মরশুমে ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচেও প্যালেস্টাইনের পতাকা উড়তে দেখা গিয়েছিল।
[আরও পড়ুন: ব্যর্থতার পর অনুষ্কার বাহুডোরে বিরাট, প্রতিবেশী দম্পতিকে সান্ত্বনা ক্যাটরিনার! কী বললেন?]
Source: Sangbad Pratidin