দেব গোস্বামী, বোলপুর: মাথার উপর ঝুলছে পাঁচ-পাঁচটি মামলার খাঁড়া। মেয়াদ ফুরনোর পরও সরকারি বাংলো ‘জবরদখল’। জিজ্ঞাসাবাদ করতে সোমবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর (Vishva Bharati) প্রাক্তন উপাচার্যের বাংলোয় গেল পুলিশ। তিনটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং হবে। কলকাতা হাই কোর্টের (Calcutta HC) নির্দেশেই এই পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ। সোমবার শান্তিনিকেতন (Santiniketan) থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়-সহ ৬ জন পুলিশ আধিকারিক তাঁর বাংলোয় ‘পূর্বিতা’য় পৌঁছন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর ধরে উপাচার্য থাকাকালীন নানা ইস্যুতে বিতর্ক বাঁধিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। সম্প্রতি শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ইস্যুতে মোট পাঁচটি অভিযোগ জমা পড়ে। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তিতে স্বয়ং রবীন্দ্রনাথকে অবমাননা করে ফলক বসানো থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কটূক্তির জেরে অভিযোগ দায়ের হয়। বাঙালি কাঁকড়ার জাত-সহ দুর্গাপুজো (Durga Puja) প্রসঙ্গেও স্পর্শকাতর মন্তব্য করেছিলেন বিদ্যুৎ। এই পাঁচটি মামলার শান্তিনিকেতন থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরানো হয়। কিন্তু শরীর ও মনের অবস্থা ভালো নেই বলে হাজিরা এড়িয়ে যান বিদ্যুৎ। এফআইআর (FIR) খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। সেই মামলায় কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে স্বস্তিও পান তিনি। আদালত নির্দেশ দেয়, গ্রেপ্তারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ করা যাবে।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ হারার সব দায় আপনার!’, ইঙ্গিতপূর্ণ টুইটের পর ফের নোংরা আক্রমণের শিকার অমিতাভ]
হাই কোর্টের নির্দেশে মেনে সোমবার বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার জন্য শান্তিনিকেতনের ‘পূর্বিতা’ অর্থাৎ মেয়াদ শেষের পরও যে বাংলোয় রয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, সেখানে পৌঁছন থানার পুলিশ। তথ্য-প্রমাণ রাখার জন্য ভিডিও রেকর্ডিং (Video Recording) করা হবে জিজ্ঞাসাবাদ পর্ব। তিন ঘণ্টা ধরে চলতে পারে জিজ্ঞাসাবাদ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ তারিখ তাঁকে বাকি দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।
[আরও পড়ুন: ফাইনালে খেলানো উচিত ছিল অশ্বিনকে: মনোজ তিওয়ারি]
শান্তিনিকেতন থানার জারি করা নোটিসের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত অবশ্য সাময়িক আইনি স্বস্তি দিলেও ২০শে নভেম্বর ৩টি মামলা এবং ২২শে নভেম্বর ২টি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে প্রতিটি মামলায় করা যাবে ১ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও নির্দেশিকা দেওয়া হয়। আর হাই কোর্টের নির্দেশিকার পরেই পাঁচটি মামলায় শান্তিনিকেতনের ‘পূর্বিতা’য় প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বেলা ১১ টা নাগাদ সেখানে পৌঁছয় তদন্তকারীদের দল।
জেলা পুলিশ জানিয়েছে, “পাঁচটি মামলায় চারজন তদন্তকারী অফিসার রয়েছেন। আজ তিনটি মামলার জন্য তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। সমস্ত জিজ্ঞাসাবাদ পর্বটি ভিডিও রেকর্ডিং করবে শান্তিনিকেতন থানা। পাশাপাশি বয়ানও রেকর্ড করা হবে। সেগুলি আদালতের কাছে রিপোর্ট আকারে তুলেও দেওয়া হবে।” এখন জিজ্ঞাসাবাদে প্রাক্তন উপাচার্য পুলিশকে সহযোগিতা করেন কিনা। কলকাতা হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ২৯ নভেম্বর।
Source: Sangbad Pratidin