রেশন দুর্নীতি: কৃষি সমবায়ের ‘পাসওয়ার্ড’ বাকিবুরের হাতেই! চাঞ্চল্যকর তথ‌্য ইডির

অর্ণব আইচ: রাজ্যের একাধিক সমবায় কৃষি উন্নয়ন সমিতির চাবিকাঠি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব‌্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) হাতে। সমিতিগুলির আইডি ও পাসওয়ার্ড জানতেন বাকিবুর! এমনকী সেগুলির নিয়ন্ত্রণও ছিল এই ব‌্যবসায়ীর হাতে। সেই সুবিধা নিয়ে নিজেদের ইচ্ছামতো ভুয়ো কৃষকদের নাম ঢোকানো হত সমবায় কৃষি উন্নয়ন সমিতির (Co-operative society) তালিকায়। এই পদ্ধতিতে রেশন বণ্টনের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছেন বাকিবুর ও তাঁর সঙ্গীরা, এমনই অভিযোগ ইডির (ED)। এই ব‌্যাপারে বেশ কিছু তথ‌্য ইডির পক্ষ থেকে আদালতে পেশ করা হয়েছে। কাদের মদতে বাকিবুর এত ক্ষমতার অধিকারী, তা জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা। এই দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ‌্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও জেরা করা হচ্ছে।
ইডির সূত্র জানিয়েছে, ব‌্যবসায়ী বাকিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তাঁর একাধিক চালকল ও গমকলে তল্লাশি চালানো হয়। তদন্তের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা নিশ্চিত যে, বাকিবুরের প্রত্যেকটি চালকলই রাজ‌্য সরকারের নথিভুক্ত (Registration) ছিল। এই মিলগুলিতে আসত রেশনের চাল। বিপুল পরিমাণের সেই চাল সরিয়ে বাজারে প‌্যাকেটজাত করে বিক্রি করা হত। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বাকিবুরের একটি চালকলে তল্লাশি চালিয়ে ১০৯টি স্ট‌্যাম্প ও সিল উদ্ধার হয়। সেগুলির মধ্যে যেমন খাদ‌্য দপ্তরের সঙ্গে যুক্ত কয়েকটি সরকারি সংস্থার আধিকারিকদের স্ট‌্যাম্প রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন জেলার বেশ কয়েকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির স্ট‌্যাম্প আর সিল। ওই সমিতিগুলি নিয়ে ইডি তদন্তে নামে।
[আরও পড়ুন: কেন এবারেও অধরা থেকে গেল বিশ্বকাপের মাধুরী? ফাইনালে ভারতের হারের পাঁচ কারণ] 
ইডি সূত্রে জানা গিয়েছে, এই ব‌্যাপারে সমিতির কয়েকজন কর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের পর ইডির গোয়েন্দারা নিশ্চিত হন যে, রাজ্যের বেশ কয়েকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব আইডি ও পাসওয়ার্ড বাকিবুর রহমানের দখলে ছিল। বাকিবুর নিজের প্রয়োজনে ইচ্ছামতো তাঁর কর্মচারীদের দিয়ে সমিতিগুলির কম্পিউটার ব‌্যবহার করতেন। সেই সূত্রেই ইচ্ছামতো ওই সব সমিতির ফাইলে ভুয়ো কৃষকদের তালিকা তৈরি করা হতো। ইডির তদন্তে প্রকাশ, বহু কৃষক নিজেদের ফলানো শস‌্য সরাসরি সরকার পরিচালিত সমবায়কে না দিয়ে বাধ‌্য হতেন এজেন্টদের হাতে তুলে দিতেন। সরাসরি অথবা লোক মারফত এই এজেন্টদের পরিচালনা করতেন বাকিবুর রহমানই। এমনই অভিযোগ ইডির।
[আরও পড়ুন: মুর্শিদাবাদে এসটিএফের হাতে গ্রেপ্তার দুই মাও নেতা, উদ্ধার পিস্তল ও বুলেট]
যদিও সমবায়ের রেকর্ডে দেখানো হত, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হয়েছে। এই ক্ষেত্রেই ভুয়ো কৃষকদের নামের তালিকা তৈরি করা হত। কোন কৃষকের নামে ধান বিক্রির কত টাকা অ‌্যাকাউন্টে জমা করা হয়েছে, সেই তথ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকত সেই বাকিবুরের হাতেই। একই সঙ্গে ইডির গোয়েন্দারা এও খতিয়ে দেখছেন যে, বাকিবুরের ‘সহযোগী’ বলে পরিচিত চন্দক ভাইদেরও এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির আইডি বা পাসওয়ার্ডও বাকিবুরের কবজায় ছিল কি না। ইতিমধ্যেই এজেসি বোস রোডে চন্দক পরিবারের সংস্থা অঙ্কিত ইন্ডিয়ায় তল্লাশি চালিয়ে ইডি ১ কোটি ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে।

Source: Sangbad Pratidin

Related News
অবশেষে মুক্তি, পুলিশের হস্তক্ষেপে প্রায় ৮০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার
অবশেষে মুক্তি, পুলিশের হস্তক্ষেপে প্রায় ৮০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: অবশেষে শান্তি ফিরল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University)। প্রায় ৮০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের Read more

Union Budget 2022: ফের বঞ্চিত বাংলা! ইস্ট-ওয়েস্ট বাদে রাজ্যের সব মেট্রো প্রকল্পেই কমল বরাদ্দ
Union Budget 2022: ফের বঞ্চিত বাংলা! ইস্ট-ওয়েস্ট বাদে রাজ্যের সব মেট্রো প্রকল্পেই কমল বরাদ্দ

নব্যেন্দু হাজরা: ইস্ট-ওয়েস্ট বাদ দিলে বাকি সব মেট্রো (Kolkata Metro) প্রকল্পে এবার বরাদ্দ কমাল কেন্দ্র। গতবারের তুলনায় ২০০ কোটি টাকা Read more

নিহত অঞ্চল সভাপতির পরিবারের পাশে তৃণমূল, জয়নগর যাচ্ছেন ফিরহাদ হাকিম
নিহত অঞ্চল সভাপতির পরিবারের পাশে তৃণমূল, জয়নগর যাচ্ছেন ফিরহাদ হাকিম

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জয়নগরের নিহত অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্করের পরিবারের পাশে তৃণমূল। আগামী রবিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন ফিরহাদ Read more

Panchayat Election 2023: কাঁথি থানার পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ! ভোটের আগে ফের কলকাতা হাই কোর্টে শুভেন্দু
Panchayat Election 2023: কাঁথি থানার পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ! ভোটের আগে ফের কলকাতা হাই কোর্টে শুভেন্দু

গোবিন্দ রায়: পুলিশি নোটিসকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের (Panchayat Election) আগে Read more

রবিবারই স্বস্তির বৃষ্টি বাংলায়? গরম থেকে মুক্তির আশায় মহা শান্তি যজ্ঞের আয়োজন নদিয়ায়
রবিবারই স্বস্তির বৃষ্টি বাংলায়? গরম থেকে মুক্তির আশায় মহা শান্তি যজ্ঞের আয়োজন নদিয়ায়

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: প্রবল তাপপ্রবাহে নাজেহাল রাজ্যবাসী। তবে রবিবার বৃষ্টির দেখা মিলতে পারে বলে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছে আগেই। যদিও Read more

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব অব্যাহত, ফাইল ফেরত নিয়ে ধনকড়কে বিঁধলেন বিধানসভার অধ্যক্ষ
রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব অব্যাহত, ফাইল ফেরত নিয়ে ধনকড়কে বিঁধলেন বিধানসভার অধ্যক্ষ

বুদ্ধদেব সেনগুপ্ত:  রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। রাজ্যপালকে কড়া জবাব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। ওঁর কথার উত্তর দিতে দিতে ক্লান্ত বলে জানান Read more