ঘুচল না ঠোঁট আর কাপের দূরত্ব, ধোনি হওয়া হল না, কোহলির মতোই ট্র্যাজিক নায়ক রোহিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ, পরিস্থিতি, পরিসংখ্যান, মেজাজ, আবেগ, উন্মাদনা- সবই ছিল রোহিত শর্মার পক্ষে। ঠিক যেমনটা ছিল ২০১১ সালে। ১৩৫ কোটির ভারতবর্ষ যেন তাই ধরেই নিয়েছিল, এবার মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠার পালা শর্মাজির। যে ক্যাপ্টেন কুলের অনুপ্রেরণায় তাঁকে অধিনায়কত্ব সামলানো, ঠান্ডা মাথায় দলের অভিভাবক হয়ে ওঠা, সেই ধোনিকে স্পর্শ করা থেকে মাত্র একধাপ দূরে থেকে গেলেন হিটম্যান। ঠোঁট আর কাপের সে দূরত্ব মিটল না। বরং ক্যাপ্টেন কোহলির মতো ব্যর্থতাই জুটল তাঁর কপালে।
সব পাওয়ার দেশে বাস করেন এমএস ধোনি। তাঁর দুনিয়ায় রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু কোহলি? আইসিসি টুর্নামেন্টে বারবার ব্যর্থতার গ্লানি গ্রাস করেছে তাঁকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- সব ক্ষেত্রেই অধরা সাফল্যের মাধুরী। রোহিতেরও যেন খানিক সেই দশাই হল। তীরে এসে ডুবল তরী। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করল টিম ইন্ডিয়া। লিগ পর্বের সব ম্যাচ জয়ের পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটেছিল দল। দশে দশ করার পর এক বালতি দুধে একফোঁটা চোনার মতোই ফাইনালে হেরে সব স্বপ্নের জলাঞ্জলি দিতে হল। কোহলির মতোই রোহিতও হয়ে রইলেন ট্র্যাজিক নায়ক।
[আরও পড়ুন: বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরা, পর্দার আড়ালেই থেকে অস্তাচলে গেলেন রাহুল দ্রাবিড়]
১৯৮৩ সালের পর ২০১১ সালে ট্রফি খরা কাটিয়েছিলেন ধোনি। কোটি কোটি দেশবাসীর মুখে হাসি ফুটিয়ে চোখের মণি হয়ে উঠেছিলেন মাহি। রোহিতও তো সে পথেই হেঁটেছিলেন। প্রতিটা ম্যাচে ওপেনার হিসেবে দুরন্ত শুরু করে খেলার মুড বানিয়ে দেওয়া হয়েছে, ড্রেসিংরুমে সতীর্থদের মধ্যে যাবতীয় দূরত্ব মুছে দেওয়া। ব্যক্তিগত রেকর্ডের কথা না ভেবে নিঃশর্তভাবে দলের মোমেন্টাম তৈরির জন্য পারফর্ম করা। সবটাই করেছিলেন নিঁখুত হাতে। ম্যাচ শেষে কোচ রাহুল দ্রাবিড়ও বলছিলেন, সতীর্থদের উৎসাহ দেওয়া থেকে পারফর্ম করা, সব ক্ষেত্রেই নিজের সেরাটা উজার করে দিয়েছিলেন রোহিত। গোটা টুর্নামেন্টে খুব ভালো নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ওই যে, সবসময় ভাগ্য সহায় হয় না।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা সফল ক্যাপ্টেন রোহিত। এমনকী তাঁর নেতৃত্বে এশিয়া কাপও ঘরে তুলেছিল ভারত। কিন্তু এক যুগ পর যে ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ ছিল আসমুদ্র হিমাচল, তা এনে দিতে পারলেন না তিনি। এবারের মতো রোহিতের আর ধোনি হয়ে ওঠা হল না।
[আরও পড়ুন: তিনের বদলা নেওয়া হল না তেইশে, অধরাই থেকে গেল রোহিতের বিশ্বজয়ের স্বপ্ন]

Source: Sangbad Pratidin

Related News
নাটকে রাষ্ট্রীয় সন্ত্রাস তুলে ধরার চেষ্টা, রানঘাটে নাট্যকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নাটকে রাষ্ট্রীয় সন্ত্রাস তুলে ধরার চেষ্টা, রানঘাটে নাট্যকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিপ্লব চন্দ্র দত্ত, কৃষ্ণনগর: নদিয়ার রানাঘাটের (Ranaghat) একটি নাট্য সংস্থার কর্ণধারকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। নিরুপম ভট্টাচার্য নামের ওই Read more

এ আর রহমানকে বিশেষ সম্মান কানাডার, সংগীত পরিচালকের নামে রাস্তার নামকরণ
এ আর রহমানকে বিশেষ সম্মান কানাডার, সংগীত পরিচালকের নামে রাস্তার নামকরণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত পরিচালক এ আর রহমানের সুরে মুগ্ধ গোটা বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো গোটা Read more

মোদিকে মানবাধিকার খোঁচা মার্কিন মিডিয়ার, ‘গণতন্ত্র আমাদের রক্তে’, পালটা প্রধানমন্ত্রীর
মোদিকে মানবাধিকার খোঁচা মার্কিন মিডিয়ার, ‘গণতন্ত্র আমাদের রক্তে’, পালটা প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মার্কিন সফরে ফের ‘কাঁটা’ মানবাধিকার প্রসঙ্গ। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের Read more

১০০ কোটি টাকায় রাম মন্দির গড়ছে কর্ণাটক সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিতর্ক
১০০ কোটি টাকায় রাম মন্দির গড়ছে কর্ণাটক সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কর্ণাটকেও (Karnataka) তৈরি হবে বিশাল রামমন্দির (Ram Mandir)। শুক্রবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘোষণা করেন, Read more

রাজস্থানে তীর্থযাত্রীদের পিষে দিল ট্রাক, মৃত অন্তত ৫
রাজস্থানে তীর্থযাত্রীদের পিষে দিল ট্রাক, মৃত অন্তত ৫

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের ট্র্যাক্টরকে প্রবল বেগে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে ঘটনাস্থলেই Read more

২০২৪ সালে ছুটির তালিকা প্রকাশ নবান্নের, কদিন অফিস যেতে হবে না জানেন?
২০২৪ সালে ছুটির তালিকা প্রকাশ নবান্নের, কদিন অফিস যেতে হবে না জানেন?

গৌতম ব্রহ্ম: আর একমাস পরই ২০২৩ সাল বিদায় নেবে। শুরু হবে নতুন বছর। আর তার আগে ২০২৪ সালের ছুটির তালিকা Read more