ICC ODI World Cup 2023: বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরা, পর্দার আড়ালেই থেকে অস্তাচলে গেলেন রাহুল দ্রাবিড়

সব্যসাচী বাগচী: ৪৭ রানে বিপক্ষের ৩ উইকেট চলে যাওয়ার পর তাঁকে একবার টেলিভিশন স্ক্রিনে দেখা গেল। চিন্তিত মুখে এক চিলতে হাসি। তবে কালের নিয়মে সেই হাসি বিলীন হয়ে গেল। ট্রাভিস হেডের (Travis Head) মারমুখী শতরান দেখে বিচলিত হয়ে গিয়েছিলেন। গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) উইনিং শটের পর দেখা গেল টুপি খুলে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এক ও অদ্বিতীয় রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যিনি ১৯ নভেম্বরের রাতে নীরব যোদ্ধা থেকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’, ২০ বছর পর বিশ্বজয়ী হতেই পারতেন। তবে সেটা হল না। পর্দার আড়ালেই থেকে অস্তাচলে গেলেন ‘দ্য ওয়াল’।
ইয়ান চ্যাপেল (Ian Chappell) একবার বলেছিলেন, ‘দল বিপদে পড়েছে? কার দিকে তাকাবে? রাহুল দ্রাবিড়।’ ঠিকই বলেছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট। ভারতীয় ক্রিকেটের একজন নীরব যোদ্ধা, একজন ভাবলেশহীন সাধককে তো এভাবেই বিশ্লেষণ করা উচিত। ক্রিকেটার হিসাবে প্রচারের আলোর বাইরে থাকতেন। হাই প্রোফাইল টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ হয়েও নিজেকে বদলাতে পারেননি। তবুও ক্রিকেট দেবতা তাঁকে বিশ্বজয়ী হওয়ার সুযোগ দিল না।
ক্রিকেট জীবনের পুরোটা সময় মহাতারকাদের গ্ল্যামারের ছটায় পর্দার পিছনেই থেকে গেলেন। অনেকটা সেই ‘মেঘে ঢাকা তারা’ মতো। কেরিয়ারের শুরুতে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পরবর্তী সময় বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), যুবরাজ সিং-দের (Yuvraj Singh) প্রভাবে দ্রাবিড় যেন স্কুলের সেই ‘ মিডিওকার ছাত্র’-এর মতো। যার কাজ শুধু নীরবে পারফর্ম করে যাওয়া। কোচ হিসাবেও তো রাহুলের বায়োডাটা তেমনই। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) তারকাখচিত ড্রেসিংরুমে, রাহুল শুধুই একজন ‘মাস্টার মশাই’। তবুও সেই দ্রাবিড় বিশ্বজয়ী কোচদের তালিকায় নাম লেখাতে পারলেন না। হল না তাঁর প্রতি পোয়েটিক জাস্টিস।
[আরও পড়ুন: কুড়ি বছরের কাটা ঘা পেল না বদলার মলম, তৃপ্তির হাসি হাসা হল না সৌরভের]
২০ বছর আগের কথা। ২০০৩ সালের ২৩ মার্চ। জোহেনেসবার্গের সেই রাতটা রাহুল জীবনে ভুলতে পারবেন না। রিকি পন্টিংয়ের ১২১ বলে ১৪০ রানের সেই অপরাজিত বিধ্বংসী ইনিংস এখনও রাহুলের মনকে নাড়া দিয়ে যায়! সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডেপুটি হিসাবে কাপ জেতা তাঁর অধরা রয়ে গিয়েছিল। ২০০৭ সালের ১৭ মার্চেও সেই একই ছবি। সেই কলঙ্কিত বিশ্বকাপে রাহুল আবার ছিলেন অধিনায়ক। বাংলাদেশের কাছে হেরে সেই কাপযুদ্ধ থেকে তাঁর দলকে বিদায় নিতে হয়েছিল। আর এবার কোচ হিসাবেও খালি হাতে ফিরলেন তিনি।
বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া তো অনেক দূরের কথা, খেলোয়াড় জীবনে তিনি যেন মহাভারতের কর্ণের মত আখ্যা পেয়েছিলেন। যাঁর কাজ শুধু উপরতলার লোকজনদের কথা শুনে যুদ্ধক্ষেত্রে গিয়ে স্রেফ অর্ডার পালন করা। সেটাই বছরের পর বছর ধরে করেছেন পেশাদারিত্বের সঙ্গে। তবে এবার ব্যাট হতে নয়, সাজঘরে বসে মাথা খাটিয়ে দেশকে কাপ জেতার দোরগোড়ায় এনে দিয়েছিলেন। কিন্তু চায়ের কাপ ঠোঁটের মধ্যে তফাৎ থেকেই গেল।
তবে তাঁর মতো ব্যাক্তিত্বের নতুনভাবে প্রমাণ করার কিছুই নেই। তবুও রাহুলকে বারবার কেরিয়ারের বিভিন্ন ধাপে নিন্দুকদের সামনে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। একগাদা অখ্যাত জুনিয়রকে নিয়ে কোচ হিসাবে জিতেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সামলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব। তবুও তিনি কটাক্ষের শিকার হয়েছেন। গত বছর রোহিতের নেতৃত্বে টি-টিয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হার হজম করে। চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট ফাইনালে ২০৯ রানে হারতে হয়েছিল। সিনিয়র দলে রাহুলের কোচিং সত্ত্বা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। এবার অজিদের হারিয়েই তাঁর কোচ হিসাবে ‘কুলীন’ হওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হল না। ২০০৩ সালের ২৩ মার্চ থেকে ২০২৩ সালের ১৯ নভেম্বর। পুরো ৭৫৪৬ দিন লেগে গেল। ক্রিকেটার থেকে কোচ রাহুলের স্বপ্ন পূরণ হল না।
‘ইন্দিরানগর কা গুন্ডা’ পর্দার আড়ালেই থেকে অস্তাচলে গেলেন। গত ২০ বছর ধরে রাহুলের ঘরের ট্রফি ক্যাবিনেটে একটি রুপোর মেডেল একা থাকত। এবারও সেই মেডেল একাই রয়ে গেল।
[আরও পড়ুন: হৃদয়ে দেশ! বিশ্বজয় না হলেও দ্বেষের মোকাবিলা করেই মন জয় মহম্মদ শামির]

Source: Sangbad Pratidin

Related News
টিকা নেওয়ার পর সংকটজনক কিশোরী, বাঁচিয়ে দিল কলকাতা মেডিক্যাল কলেজ
টিকা নেওয়ার পর সংকটজনক কিশোরী, বাঁচিয়ে দিল কলকাতা মেডিক্যাল কলেজ

গৌতম ব্রহ্ম: টিকা (Covid Vaccination) নেওয়ার পর হাত-পা অসাড় হয়ে গিয়েছিল মেয়েটির। উলুবেড়িয়া হাসপাতাল থেকে যখন কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে Read more

তিনমাসেই দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে পাকিস্তানে, আশঙ্কা রাষ্ট্রসংঘের রিপোর্টে
তিনমাসেই দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে পাকিস্তানে, আশঙ্কা রাষ্ট্রসংঘের রিপোর্টে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাসেই ব্যাপক খাদ্য সংকট দেখা দেবে পাকিস্তানে (Pakistan)। শুধু পাকিস্তান নয়, একই সমস্যা হবে আফগানিস্তানেও Read more

অলরাউন্ডার হিসাবে নজির, আইপিএলে রাসেল-পোলার্ডদের কীর্তি ছুঁলেন হার্দিক
অলরাউন্ডার হিসাবে নজির, আইপিএলে রাসেল-পোলার্ডদের কীর্তি ছুঁলেন হার্দিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ভারতীয় হিসাবে আইপিএলের (IPL) নয়া মাইলস্টোন ছুঁলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। রবিবার ঘরের মাঠে খেলতে Read more

বিদ্রোহী নেতাদের সুরে অসন্তোষ বহু বিধায়কেরও, তড়িঘড়ি বৈঠক ডাকল বঙ্গ বিজেপি
বিদ্রোহী নেতাদের সুরে অসন্তোষ বহু বিধায়কেরও, তড়িঘড়ি বৈঠক ডাকল বঙ্গ বিজেপি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এতদিন ধরে বঙ্গ বিজেপিতে বিক্ষুব্ধ শিবির যেসব অভিযোগ তুলে আসছে দলের ক্ষমতাসীন শিবিরের বিরুদ্ধে। কার্যত সেই একই অভিযোগে Read more

ক্যানিংয়ে নিহত ৩ নেতা-কর্মীর পরিবারের পাশে TMC প্রতিনিধিরা, ঘোষিত আর্থিক সাহায্যও
ক্যানিংয়ে নিহত ৩ নেতা-কর্মীর পরিবারের পাশে TMC প্রতিনিধিরা, ঘোষিত আর্থিক সাহায্যও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানিংয়ে (Canning) নিহত তিন নেতা-কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধি দলের। প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা Read more

এশীয় অ্যাথলেটিক্সে নজির বাংলার রেজওয়ানার, টেনিসে জোড়া পদক বঙ্গকন্যা আকাঙ্খার
এশীয় অ্যাথলেটিক্সে নজির বাংলার রেজওয়ানার, টেনিসে জোড়া পদক বঙ্গকন্যা আকাঙ্খার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের নাম উজ্জ্বল করলেন দুই বঙ্গতনয়া। দেশের জন্য পদক জয়ের পাশাপাশি ইতিহাসও গড়েছেন Read more