ODI World Cup 2023: ওঁরা খলনায়ক নন, ওঁদের বাড়িতে পাথর ছুড়বেন না প্লিজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন ভাঙল দেশের। স্বপ্নভঙ্গ হল ভারত অধিনায়ক রোহিত শর্মারও। ১৪০ কোটির ভারত স্বপ্নের জাল বুনছিল। কিন্তু আহমেদাবাদে এসে বিপর্যয় ঘটল টিম ইন্ডিয়ার। তীরে এসে তরী ডুবল ভারতের। চোখের জলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়লেন দর্শকরা। রোহিত ব্রিগেডকেও গ্রাস করল হতাশা। তাঁদের মুখচ্ছবিই বলে দিচ্ছিল, কতটা হতাশ ভারতের তারকারা। তবে এই হারের জন্য দয়া করে রোহিতদের ধিক্কার দেবেন না। তাঁদের বাড়িতে দয়া করে পাথর ছুড়বেন না। রোহিত-বিরাটরাই আমাদের জাতীয় নায়ক। ভিলেন তাঁরা কোনওমতেই নন।  
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই স্বপ্নের দৌড় শুরু হয়েছিল টিম ইন্ডিয়ার। প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন রোহিত শর্মারা। রোহিত শর্মাকে দেখে সেই মিডাস রাজার কথাই মনে পড়ছিল অনেকের। যা ধরেছেন, তাতেই সোনা ফলাচ্ছিলেন। গ্রপের সবকটি ম্যাচ জিতে শেষ চারের ছাড়পত্র জোগাড় করেছিল ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে মাটি ধরিয়ে ভারত ফাইনালে পৌঁছয়। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হার মানলেও রোহিতদের এই বিশ্বকাপ অভিযানকে কোনওমতেই খর্ব করা যাবে না।
বিশ্ব ক্রিকেটের অন্যতম পাওয়ার হাউজ ভারত। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও গ্রুপের খেলায় মাটি ধরিয়েছিল ভারত। দুর্দান্তমানের ক্রিকেট তুলে ধরেছিল রোহিতের দল। রবিবারের ফাইনাল সব অর্থেই ব্যতিক্রমী একটা দিন। ক্রিকেটে এমনও দিন আসতেই পারে, যেদিন সব ঠিকঠাক যায় না। 
 
[আরও পড়ুন: ICC World Cup 2023: এবারেও ভাঙল না মিথ, অস্ট্রেলিয়া বোঝাল, বিশ্বকাপের রাজা তারাই]
 

এদিনের ভারতীয় দলের সঙ্গে অন্যান্য দিনের টিম ইন্ডিয়ার মধ্যে হয়তো বিস্তর পার্থক্য। যে ব্যাটারদের জন্য প্রতিটি ম্যাচে ভারত পাহাড়প্রমাণ রান করে এসেছে, সেই ব্যাটারদের অনেকেই এদিন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বোলাররাও শুরুতে আগুন জ্বালিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে যান। ফাইনালের অব্যবহিত পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা বলে গেলেন, ”ছেলেরা প্রথম দিন থেকেই দুর্দান্ত ক্রিকেট তুলে ধরেছে।” ২৪০ রানের পুঁজি অবলম্বন করে জিততে হলে শুরু থেকেই আঘাত হানতে হতো ভারতীয় বোলারদের। সেটাই করেছিলেন তাঁরা। কিন্তু ট্রাভিস হেড ও লাবুশেন ভাঙনের মুখে রুখে দাঁড়ান। দুই অজি ক্রিকেটারের বড় পার্টনারশিপ ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিল। রোহিত বলছেন, ”আরও ২০-৩০ রান বেশি করাই যেত। বিরাট আর রাহুল যখন ব্যাট করছিল, তখনও আশা ছিল। কিন্তু আমরা পরপর কয়েকটি উইকেট হারাই। ফলে রান আর বাড়ানো যায়নি।” যন্ত্রণাকাতর হৃদয়ে রবি শাস্ত্রীকে কথাগুলো বললেন রোহিত। খেলার মাঠে একেকটা দিন সব ঠিকঠাক চলে না। ফাইনালও সেরকমই একটা দিন ছিল। গোটা টুর্নামেন্ট জুড়ে আলো ছড়ালেও আসল দিনে ব্যর্থ হল ভারত। চ্যাম্পিয়ন্স লাকও সঙ্গে ছিল না। 
 শেষ ল্যাপে এসে ছন্দ হারালেও উচ্চমানের ক্রিকেটই গোটা টুর্নামেন্টে খেলে এসেছে ভারত। এতকিছুর পরেও নিন্দুকরা নখ-দাঁত বের করবেন। তীব্র সমালোচনায় দেশের নায়কদের রক্তাক্ত করবেন। ক্রিকেটারদের শাপশাপান্ত করবেন। একবার ভেবে দেখবেন প্লিজ, এই সমালোচনা কি আদৌ প্রাপ্য রোহিতদের।
ফাইনালের অব্যবহিত পরে রোহিত-বিরাট কোহলির মুখ দেখে সহজেই অনুমেয় কতটা যন্ত্রণাকাতর তাঁরা। তাঁদের এই হারের ক্ষতে প্রলেপ পড়বে না কোনওদিন। আজ থেকে বহু বছর পরেও স্মৃতিরোমন্থন করে বসলে রোহিত শর্মার চোখ দিয়ে জলের ধারা বইতে পারে। আবেগের বাষ্প গলায় জড়িয়ে কোহলিও হতাশা প্রকাশ করতে পারেন। তার জন্য উগ্রতা-উন্মত্ততা দেখানোর কি খুব দরকার? 
 
[আরও পড়ুন: কেন এবারেও অধরা থেকে গেল বিশ্বকাপের মাধুরী? ফাইনালে ভারতের হারের পাঁচ কারণ]
 

Source: Sangbad Pratidin

Related News
বাগদানে ‘হবু জামাই’ রাঘবের কপালে তিলক কাটলেন দিদি প্রিয়াঙ্কা, কাঁদলেন পরিণীতি
বাগদানে ‘হবু জামাই’ রাঘবের কপালে তিলক কাটলেন দিদি প্রিয়াঙ্কা, কাঁদলেন পরিণীতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের বাগদান বলে কথা, আর মিমি দিদি আসবেন না? ১৩মে সকালেই পরিণীতি চোপড়ার বাগদান অনুষ্ঠানে যোগ Read more

‘খোকাবাবুর তথ্যেই গ্রেপ্তার একের পর এক নেতা’, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর
‘খোকাবাবুর তথ্যেই গ্রেপ্তার একের পর এক নেতা’, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। Read more

অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা জিতলেন বঙ্গতনয়া হিনা, তবু কেন আক্ষেপ?
অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা জিতলেন বঙ্গতনয়া হিনা, তবু কেন আক্ষেপ?

স্টাফ রিপোর্টার: দৌড় শেষে জায়েন্ট স্ক্রিনের দিকে তাকিয়েই হতাশায় মাথায় হাত দিলেন। দেখে মনে হতেই পারে যে একটুর জন্য হয়তো Read more

শহরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রচার, সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে মুখ খুললেন আলিয়া
শহরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রচার, সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে মুখ খুললেন আলিয়া

সুপর্ণা মজুমদার: কামাথিপুরার ক্যুইন ছিলেন গাঙ্গুবাই। সেই চরিত্রই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ছবিতে ফুটিয়ে তুলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ছবির Read more

রবীন্দ্র সংগীত বিকৃত করে বিপাকে হিরো আলম, পাঠানো হল আইনি নোটিস
রবীন্দ্র সংগীত বিকৃত করে বিপাকে হিরো আলম, পাঠানো হল আইনি নোটিস

সুকুমার সরকার, ঢাকা: ফের সমালোচনার মুখে আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুধু তাই নয়, এবার বিকৃতভাবে রবীন্দ্র সংগীত গাওয়ায় হিরো Read more

করোনার পর এবার নয়া আতঙ্ক মাঙ্কিপক্স! ভয়ানক ছোঁয়াচে অসুখের লক্ষ্মণগুলি জানেন?
করোনার পর এবার নয়া আতঙ্ক মাঙ্কিপক্স! ভয়ানক ছোঁয়াচে অসুখের লক্ষ্মণগুলি জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপ, কানাডার পর এবার আমেরিকায় (America) হানা দিল মাঙ্কিপক্স (Monkeypox)। ইউরোপে এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন Read more