সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক তিনি। অথচ সেই অধিনায়কই ব্রাত্য থেকে গেলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কপিলদেব নিখাঞ্জকে (Kapil Dev) বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণই জানানো হল না। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কপিলদেব বলেছেন, ”আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমাকে কেউ ফোনই করেনি। তাই আমি আর যাইনি। আমি চেয়েছিলাম ৮৩-র গোটা দলটা যেন সেখানে উপস্থিত হয়। তবে এটা বড় একটা যজ্ঞ। বিভিন্ন ইভেন্ট সামাল দিতে ব্যস্ত সবাই। কখনও কখনও ভুল হয়ে যায়।”
১৯৮৩ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল কপিলের নেতৃত্বে। ভারতীয় ক্রিকেট সাবালকত্বের পথে পা বাড়ায়। সেই কপিলের কথা কীভাবে ভুলে গেল, সেটাই বুঝে উঠতে পারছে না দেশের ক্রীড়ামহল।
এদিনের ফাইনালে ট্রাভিস হেড দুরন্ত ক্যাচ ধরে রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান। সেই ক্যাচ দেখে অনেকেই বলতে শুরু করেন, তিরাশির কপিলকে মনে করিয়ে দিলেন হেড।
[আরও পড়ুন: ফাইনালের চাপ! অজি বোলিংয়ের সামনে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং, সব দায়িত্ব শামিদের কাঁধে]
তিরাশির ফাইনালে কপিল অনেকটা ছুটে তালুবন্দি করেছিলেন স্যর ভিভকে। কপিলের ওই ক্যাচের প্রভাব ছিল অনেকটাই। ভিভ ফিরতেই ভারত ম্যাচের উপরে জাঁকিয়ে বসে। সেই কপিলদেবকেই ভুলে যাওয়া হল। আমন্ত্রণই জানানো হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে।
[আরও পড়ুন: World Cup 2023: বিধ্বস্ত দল, অধরা সেঞ্চুরি, ড্রেসিংরুমে বসে চোখে জল কোহলির, ভাইরাল ছবি]
Source: Sangbad Pratidin