মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। এই সন্দেহের বশে বধূকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অ্যাসিড আক্রান্ত মহিলা।
জানা গিয়েছে, ওই বধূর নাম সুস্মিতা বাগ। তাঁর স্বামী অনুপ বাগ। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্ভুক্ত মুন্সিরহাট নরেন্দ্রপুর ধর্মতলা এলাকার বাসিন্দা তাঁরা। অনুপ পেশায় এক কারখানার শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অনুপের অনুমান ছিল, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। তা নিয়ে তাঁদের মধ্যে প্রবল অশান্তিও হত। রবিবার সকালে সেই অশান্তি চরম আকার নেয়। অভিযোগ, সেই সময় আচমকা স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অনুপ। স্বাভাবিকভাবেই ঝলসে যান বধূ। যন্ত্রণায় আর্তনাদ শুরু করেন।
[আরও পড়ুন: ত্রাণ নিয়ে গ্রামে ফের ঢুকতে ‘বাধা’, বাম প্রতিনিধি দল ও পুলিশের ধস্তাধস্তিতে উত্তপ্ত দলুয়াখাঁকি]
তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জগৎবল্লভপুর হাসপাতালে। তাঁর মাথা ও শরীরের একাংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। প্রসঙ্গত, এ বিষয়ে বধূর শাশুড়ির দাবি, বউমা নাকি এক যুবকের সঙ্গে লুকিয়ে দেখা করতেন। তিনি তা দেখেছিলেন। তবে কাউকে কিছু জানাননি। তবে কোনওভাবে ছেলে তা জেনে যায়। যা নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত।
[আরও পড়ুন: পুলিশ সুপারের নকল ফেসবুক আইডি তৈরি করে প্রতারণায় আন্ত:রাজ্য যোগ, গ্রেপ্তার ২]
Source: Sangbad Pratidin