যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মদ-মাদক-বাজি-বহিরাগতে নিষেধাজ্ঞা

দিপালী সেন: যাদবপুর ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা হয়েছে। বিগ স্ক্রিনে ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথ দেখার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা এবং কর্মীরা। তবে এই আয়োজনের আগে আয়োজকদের ‘মুচলেকা’ স্বাক্ষর করতে হয়েছে। কর্তৃপক্ষের তরফে একগুচ্ছ শর্ত চাপানো হয়েছে আয়োজকদের উপর। বলা হয়েছে, জমায়েত করা পড়ুয়ারা মদ, মাদক সেবন করতে পারবেন না। পোড়ানো যাবে না বাজি। বহিরাগতদের এই আয়োজনে ডাকা যাবে না। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। 
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা পড়ুয়াদের কথা ভেবে এবার ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিউয়ের সামনে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাচ্ছে জেনারেল বডি। সায়েন্স আর্টস মোড়ে ব্যবস্থা করেছে এসএফএসইউ। ইঞ্জিনিয়ারিং স্ডুডেন্টস ইউনিয়ন রুমে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে ফেটসু। তবে এই আয়োজনের অনুমতি চাইতে গিয়ে ‘মুচলেকা’য় স্বাক্ষর করতে হয় আয়োজকদের।
যেখানে বলা হয়েছে,

মদ এবং মাদক সেবন চলবে না।
ওয়ার্ল্ড ভিউয়ের কাছে রাস্তা বন্ধ করা যাবে না।
নিরাপত্তাকর্মীদের কাজে বাধা দেওয়া যাবে না। 
খেলা শেষের ২০ মিনিটের মধ্যে ওয়ার্ল্ড ভিউয়ের সামনের রাস্তা ফাঁকা রাখতে হবে। 
বাজি পোড়ানো যাবে না। 
মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। 
বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। 
পাশাপাশি বলা হয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী থাকবেন মুচলেকায় স্বাক্ষরকারীরা। 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “বিশ্ববিদ্যালয় চাই শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার জন্যই এটা করা হয়েছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকলে ওঁরা সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করে। আমাদের দুঃশ্চিন্তা থাকে না। কিন্তু, এখন তো নির্বাচিত ছাত্র প্রতিনিধি নেই। তাই নিরাপত্তারক্ষীরা যাতে প্রয়োজন পড়লে সহজেই কারও সঙ্গে যোগাযোগ করতে পারে, তার জন্যই এটা করা হয়েছে।”

Source: Sangbad Pratidin

Related News
ICC ODI World Cup 2023: প্রতিপক্ষের রাতের ঘুম কেড়েছেন শামি-বুমরাহ-সিরাজ, ‘থ্রি মাস্কেটিয়ার্স’-কে নিয়ে কী বললেন শ্রেয়স?
ICC ODI World Cup 2023: প্রতিপক্ষের রাতের ঘুম কেড়েছেন শামি-বুমরাহ-সিরাজ, ‘থ্রি মাস্কেটিয়ার্স’-কে নিয়ে কী বললেন শ্রেয়স?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫৭ রান চেজ করতে গিয়ে শ্রীলঙ্কা (Sri Lanka) শেষ মাত্র ৫৫ রানে। মূলত তিন পেসারের জন্যই Read more

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!
নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের সঙ্গে বাংলার সংঘাত কি আরও তীব্রতর? আগামী ২৭ মে রাজধানী দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে Read more

Panchayat Vote 2023: আউশগ্রামে সিপিএম কর্মী খুনে জারি ধরপাকড়, গ্রেপ্তার তৃণমূলের ২
Panchayat Vote 2023: আউশগ্রামে সিপিএম কর্মী খুনে জারি ধরপাকড়, গ্রেপ্তার তৃণমূলের ২

ধীমান রায়, আউশগ্রাম: পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে সিপিএম কর্মী শেখ রাজিবুলের খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতেরা হল Read more

চিঠি চাপাটিতে খুলল না জোট, আজ ডার্বিতে গরহাজির থাকতে পারে মোহনবাগান
চিঠি চাপাটিতে খুলল না জোট, আজ ডার্বিতে গরহাজির থাকতে পারে মোহনবাগান

স্টাফ রিপোর্টার: দিনভর চিঠি-চাপাটির পর পরিস্থিতি যে দিকে গিয়েছে তাতে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে নৈহাটি স্টেডিয়ামে রেফারি উপস্থিত থাকবেন। বড় ম্যাচ Read more

‘দাবি শোনেন না জনপ্রতিনিধিরা’, পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সমর্থন না করার সিদ্ধান্ত কুড়মিদের
‘দাবি শোনেন না জনপ্রতিনিধিরা’, পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সমর্থন না করার সিদ্ধান্ত কুড়মিদের

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: দাবিদাওয়া শোনেন না জনপ্রতিনিধিরা। এই অভিযোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে সমর্থন না করার সিদ্ধান্তে কুড়মিরা। নিজেদের অধিকার Read more

মাত্র ১২ টাকায় ভরপেট খাবার! শ্রমজীবী ক্যান্টিনের আদলে দিল্লিতেও পরিষেবা চালু সিপিএমের
মাত্র ১২ টাকায় ভরপেট খাবার! শ্রমজীবী ক্যান্টিনের আদলে দিল্লিতেও পরিষেবা চালু সিপিএমের

সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘কেউ খাবে, কেউ খাবে না/তা হবে না, তা হবে না’। করোনা (Corona Virus) কালে এই স্লোগান তুলেই Read more