যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মদ-মাদক-বাজি-বহিরাগতে নিষেধাজ্ঞা

দিপালী সেন: যাদবপুর ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা হয়েছে। বিগ স্ক্রিনে ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথ দেখার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা এবং কর্মীরা। তবে এই আয়োজনের আগে আয়োজকদের ‘মুচলেকা’ স্বাক্ষর করতে হয়েছে। কর্তৃপক্ষের তরফে একগুচ্ছ শর্ত চাপানো হয়েছে আয়োজকদের উপর। বলা হয়েছে, জমায়েত করা পড়ুয়ারা মদ, মাদক সেবন করতে পারবেন না। পোড়ানো যাবে না বাজি। বহিরাগতদের এই আয়োজনে ডাকা যাবে না। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। 
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা পড়ুয়াদের কথা ভেবে এবার ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিউয়ের সামনে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাচ্ছে জেনারেল বডি। সায়েন্স আর্টস মোড়ে ব্যবস্থা করেছে এসএফএসইউ। ইঞ্জিনিয়ারিং স্ডুডেন্টস ইউনিয়ন রুমে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে ফেটসু। তবে এই আয়োজনের অনুমতি চাইতে গিয়ে ‘মুচলেকা’য় স্বাক্ষর করতে হয় আয়োজকদের।
যেখানে বলা হয়েছে,

মদ এবং মাদক সেবন চলবে না।
ওয়ার্ল্ড ভিউয়ের কাছে রাস্তা বন্ধ করা যাবে না।
নিরাপত্তাকর্মীদের কাজে বাধা দেওয়া যাবে না। 
খেলা শেষের ২০ মিনিটের মধ্যে ওয়ার্ল্ড ভিউয়ের সামনের রাস্তা ফাঁকা রাখতে হবে। 
বাজি পোড়ানো যাবে না। 
মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। 
বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। 
পাশাপাশি বলা হয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী থাকবেন মুচলেকায় স্বাক্ষরকারীরা। 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “বিশ্ববিদ্যালয় চাই শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার জন্যই এটা করা হয়েছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকলে ওঁরা সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করে। আমাদের দুঃশ্চিন্তা থাকে না। কিন্তু, এখন তো নির্বাচিত ছাত্র প্রতিনিধি নেই। তাই নিরাপত্তারক্ষীরা যাতে প্রয়োজন পড়লে সহজেই কারও সঙ্গে যোগাযোগ করতে পারে, তার জন্যই এটা করা হয়েছে।”

Source: Sangbad Pratidin

Related News
লোকালয়ে বাঘের হানা! সুন্দরবনের কাছে ধনচি ফরেস্টের আশপাশ জাল দিয়ে ঘিরল বনদপ্তর
লোকালয়ে বাঘের হানা! সুন্দরবনের কাছে ধনচি ফরেস্টের আশপাশ জাল দিয়ে ঘিরল বনদপ্তর

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: লোকালয়ে বাঘের আনাগোনা! পায়ের ছাপ ঘিরে তুঙ্গে জল্পনা। আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরে রামগঙ্গা রেঞ্জের Read more

ডেবিট কার্ড নেই? সুখবর! এবার আধার নম্বর দিয়েই অ্যাকটিভ করতে পারবেন Google Pay
ডেবিট কার্ড নেই? সুখবর! এবার আধার নম্বর দিয়েই অ্যাকটিভ করতে পারবেন Google Pay

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা লেনদেন এখন এক নিমেষের কাজ। মোবাইলে একটা ক্লিক করলেই এক মুহূর্তে যে কোনও প্রান্তে পাঠানো Read more

জামদানির উপর রেশম দিয়ে তৈরি হল দ্রৌপদী মুর্মুর প্রতিচ্ছবি, তাক লাগালেন বাংলার তাঁতশিল্পী
জামদানির উপর রেশম দিয়ে তৈরি হল দ্রৌপদী মুর্মুর প্রতিচ্ছবি, তাক লাগালেন বাংলার তাঁতশিল্পী

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: জামদানির উপর রেশম দিয়ে দ্রৌপদী মুর্মুর অবয়ব তৈরি করে তাক লাগালেন পদ্মশ্রী প্রাপক বিখ্যাত তাঁতশিল্পী বীরেন কুমার Read more

আজ ডার্বিতে নজর সোনি নর্ডির, হাইতিয়ান স্ট্রাইকারের ‘স্টেনগান শট’ মিস করছেন ভক্তরা
আজ ডার্বিতে নজর সোনি নর্ডির, হাইতিয়ান স্ট্রাইকারের ‘স্টেনগান শট’ মিস করছেন ভক্তরা

সুলয়া সিংহ: মরশুমের প্রথম ডার্বির ২৪ ঘণ্টাও বাকি নেই। ঠিক তখন সোনি নর্ডির ইনস্টাগ্রাম পেজে ঢুঁ মারতেই দেখা গেল একাধিক Read more

Panchayat Poll: ‘পঞ্চায়েত ভোট কি হচ্ছে?’, ৮১ ISF প্রার্থীর মনোনয়ন বাতিল মামলায় প্রশ্ন হাই কোর্টের
Panchayat Poll: ‘পঞ্চায়েত ভোট কি হচ্ছে?’, ৮১ ISF প্রার্থীর মনোনয়ন বাতিল মামলায় প্রশ্ন হাই কোর্টের

গোবিন্দ রায়: ফের কলকাতা হাই কোর্টের স্ক্যানারে রাজ্য নির্বাচন কমিশন! বিচারপতি অমৃতা সিনহার সোজাসাপ্টা প্রশ্ন, “পঞ্চায়েত ভোট (Panchayat Poll) কি Read more

গভীর অরণ্যে তাড়া করল ভাল্লুক, বিয়ার গ্রিলসের শোয়ে গিয়ে এ কী হাল হল রণবীর সিংয়ের?
গভীর অরণ্যে তাড়া করল ভাল্লুক, বিয়ার গ্রিলসের শোয়ে গিয়ে এ কী হাল হল রণবীর সিংয়ের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বিন্দাস থাকেন। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন। পাপারাজ্জির সামনে হাসিমুখে পোজ দেন। এহেন Read more