সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ অক্টোবর দিনটিকে বাদ দিলে ইজরায়েল-হামাস যুদ্ধ একপেশে। ফলে গাজা এখন নেতনিয়াহু বাহিনীর দখলে। পালিয়ে বেড়াচ্ছে বেঁচেবর্তে থাকা হামাস নেতারা। শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফাও ‘মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে। হামাস ‘ইঁদুর’ মারতে হাসপাতালে ধ্বংসলীলা চালাবে ইজরায়েলি ফৌজ। ফলে রোগীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, হাসপাতাল ছেড়ে পালাচ্ছেন অসংখ্য রোগী ও সাধারণ মানুষ। যদিও নেতনিয়াহুর সেনার দাবি, রোগী বা সাধারণ মানুষকে বেরিয়ে যেতে বলা হয়নি।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin