সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট জীবন অন্তিম লগ্নে। ২০২৫ সালে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আর তার আগে এবার রাজনীতির আঙিনায় প্রবেশ করতে চলেছেন তিনি। ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। তাতেই লড়াই করতে পারেন শাকিব। সূত্রের খবর, ইতিমধ্যে প্রতিনিধি পাঠিয়ে নির্বাচনের ফর্ম কিনেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
নির্বাচনে লড়াই করার জন্য বিশেষ ফর্ম তুলতে হয় বাংলাদেশে। শাসকদল আওয়ামী লিগ কাউন্টার খুলেছে। সূত্রের খবর, শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সেই বিশেষ কাউন্টার থেকে ফর্ম কিনেছেন শাকিবের প্রতিনিধি। আওয়ামী দল সূত্রে খবর, মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০-এই তিন আসনে আওয়ামী লিগে প্রার্থী হতে চেয়ে ফর্ম তুলেছেন তিনি। শাকিব নিজে আপাতত দেশের বাইরে রয়েছেন তাই প্রতিনিধি পাঠিয়ে ফর্ম তুলেছেন।
[আরও পড়ুন: ‘জয়ের অপেক্ষায় গোটা দেশ’, ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মমতা-সোনিয়ার]
উল্লেখ্য, গতবারের ভোটে আওয়ামী লিগের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন আরেক ক্রিকেটার মাশরাফি মর্তুজা। এবার সেই পথে হাঁটতে চাইছেন শাকিবও। তবে এই প্রথম নয়, গতবারের নির্বাচনেও শাসকদলের হয়ে লড়তে চেয়েছিলেন একসময় আইসিসির নম্বর ওয়ান অলরাউন্ডার। কিন্তু অনুমতি দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটে তাঁর প্রয়োজন রয়েছে।
২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক ছিলেন শাকিব আল হাসান। কিন্তু তাঁর দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। অধিকাংশ ম্যাচে জঘন্যভাবে হারতে হয় তাদের। ব্যাটে বলে হতাশাজনক পারফর্ম করেন শাকিবও। এমনকী, তামিম ইকবালকে দল থেকে বাদ দিয়ে দেশের কাছে কার্যত ‘খলনায়কে’ পরিণত হন তিনি। এমন পরিস্থিতিতে এবার রাজনীতিতে হাত পাকাতে চাইছেল অলরাউন্ডার শাকিব আল হাসান।
[আরও পড়ুন: রাজ্যপালের ফেরানো ১০ বিল পাশ স্ট্যালিনের, তামিলনাড়ুতে সংঘাত অব্যাহত]
Source: Sangbad Pratidin