একযুগ বাদে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। মেগা ফাইনালে শক্ত গাঁট অস্ট্রেলিয়া। ওয়ার্নার, কামিন্সদের হারিয়ে ২০০৩-এর বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা রোহিতদেরই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা। পালটা তাল ঠুকছে অস্ট্রেলিয়াও। ফাইনালের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন।
দুপুর ১টা ৫ মিনিট: ইতিমধ্যেই স্টেডিয়ামে গা ঘামানো শুরু করেছেন বিরাট কোহলিরা। নেমে গিয়েছে অস্ট্রেলিয়া দলও।
দুপুর ১টা: খেলা শুরুর এক ঘণ্টা আগেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষ।
দুপুর ১২টা ৩০: ইতিমধ্যেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কপিলদেবরা।
দুপুর ১২টা: হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল।
The pressure on team India is massive today….!!!
– Go well, boys! pic.twitter.com/iyLz6Z7lyB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023
Source: Sangbad Pratidin