ত্রাণ নিয়ে গ্রামে ফের ঢুকতে ‘বাধা’, বাম প্রতিনিধি দল ও পুলিশের ধস্তাধস্তিতে উত্তপ্ত দলুয়াখাঁকি

দেবব্রত মণ্ডল, বারুইপুর: গত মঙ্গলবারের পর রবিবার। পাঁচদিন পরেও ত্রাণ নিয়ে দলুয়াখাঁকি গ্রামে ফের বামেদের ঢুকতে বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা। নতুন করে অশান্তি রুখতে গ্রামে বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই দাবি পুলিশের।
রবিবার সকালে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ত্রাণ নিয়ে গ্রামে ঢোকার চেষ্টা করা হয়। গ্রামে ঢোকার আগে গুদামেরহাট বাম প্রতিনিধি দলকে আটকানো হয়। বাম নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রাণ নিয়ে এসেছি। ১৪৪ ধারা জারি নেই তা সত্ত্বেও আমাদের আটকাচ্ছে পুলিশ।”
[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা জানতেনই না! তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে সন্তান প্রসব যুবতীর]
অন্যদিকে, মহিলা সমিতির নেত্রী মোনালিসা সিনহাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। জানান, “দলুয়াখাঁকির মহিলাদের পরিস্থিতি খুব কঠিন। তাঁদের এবং এলাকার শিশুদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা গ্রামে যাওয়ার চেষ্টা করি। আমাদের বাধা দেয় পুলিশ। ওরা শাসকদলের তাবেদারি করছে।” তাঁর আরও অভিযোগ, সিভিক ভলান্টিয়ার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। যদিও বামেদের অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস। তিনি বলেন, “গ্রামের লোক ছাড়া অন্য কাউকেই দলুয়াখাঁকিতে ঢুকতে দেওয়া সম্ভব নয়। আর সিভিক ভলান্টিয়ার নয়, পুলিশকর্মীরাই আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছেন।”
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সাতসকালে শুটআউটে খুন হন জয়নগরের স্থানীয় তৃণমূল নেতা সইফউদ্দিন লস্কর। পালটা নেতা খুনে যুক্ত সন্দেহে এক দুষ্কৃতীকেও পিটিয়ে খুন করা হয়। এই ঘটনার পরই দলুয়াখাঁকিতে একের পর এক সিপিএম নেতা-কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে কার্যত পুরুষশূন্য হয়ে যায় গোটা গ্রাম। তবে ঘটনার দিনকয়েক আগে থেকেই ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করেন মহিলারা। নিঃস্ব গ্রামবাসীদের ত্রাণ পৌঁছে দিতে গিয়েই বারবার পুলিশি বাধার মুখে সিপিএম। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং কংগ্রেস প্রতিনিধি দলও পুলিশি বাধার মুখে পড়ে।
[আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের চাপ শ্বশুরবাড়ির! মেয়ের আত্মহত্যার বিচার না পেয়ে আত্মঘাতী মা’ও]

Source: Sangbad Pratidin

Related News
ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে, বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ জনের মৃত্যু
ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে, বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ জনের মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। মৃত্যু হল এক BJP বিধায়কের ছেলে-সহ ৭ জন ডাক্তারি পড়ুয়ার। একটি Read more

প্রসবের সময় থাকতে পারবেন প্রসূতির আত্মীয়, রাজ্যে চালু নয়া প্রকল্প ‘প্রসব সাথী’
প্রসবের সময় থাকতে পারবেন প্রসূতির আত্মীয়, রাজ্যে চালু নয়া প্রকল্প ‘প্রসব সাথী’

ক্ষীরোদ ভট্টাচার্য: অভিনব মানবিক উদ্যোগ রাজ্যের। এবার থেকে প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন তাঁর মা কিংবা স্বামী।  এই মর্মে Read more

WB Panchayat Poll: ‘আর কতদিন এসব চলবে?’, ভোটে হিংসায় ‘ক্ষুব্ধ’ প্রাক্তন IPS-বিধায়ক হুমায়ুন কবীর
WB Panchayat Poll: ‘আর কতদিন এসব চলবে?’, ভোটে হিংসায় ‘ক্ষুব্ধ’ প্রাক্তন IPS-বিধায়ক হুমায়ুন কবীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ রাজ্যের নির্বাচনগুলিতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নতুন কিছু নয়। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের (Panchayat Election Read more

আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ, দর্শকের সঙ্গে ইডেনে থাকছে নানা পরীক্ষাও
আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ, দর্শকের সঙ্গে ইডেনে থাকছে নানা পরীক্ষাও

স্টাফ রিপোর্টার: সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া শুক্রবার রাতে ঘুমিয়েছেন মাত্র দু’ঘণ্টা। দু’দণ্ড বসার সময় নেই, কথা বলার সময় নেই, কাপের Read more

ছেলেবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নকল করতেন বনশ্রী সেনগুপ্ত, রইল সে স্মৃতিকথার পুনর্মুদ্রণ
ছেলেবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নকল করতেন বনশ্রী সেনগুপ্ত, রইল সে স্মৃতিকথার পুনর্মুদ্রণ

ছেলেবেলায় ভেবেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় হবেন। নকল করে গাইতেন তাঁর গান। বড় হয়ে তাঁকেই পেয়েছিলেন বড় দিদি হিসেবে। একদা এক স্মৃতিচারণায় Read more

একটানা ৮০০ দিন রাস্তায়, মুখে কালি, রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদে বঞ্চিত চাকরিপ্রার্থীরা
একটানা ৮০০ দিন রাস্তায়, মুখে কালি, রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদে বঞ্চিত চাকরিপ্রার্থীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জার ৮০০ দিন! যন্ত্রণার ৮০০ দিন! টানা ৮০০ দিন ধরে রাস্তায় যোগ্য় চাকরিপ্রার্থীরা। লাগাতার আন্দোলন চালাচ্ছেন তাঁরা। Read more