উত্তরকাশী সুড়ঙ্গ বিপর্যয়: ৫ বিকল্প পথে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা, দীর্ঘ হচ্ছে অপেক্ষা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই অন্ধকার ঘনাচ্ছে উত্তরকাশীর (Uttar Kashi Tunnel) সুড়ঙ্গে! ক্ষীণ হচ্ছে ৪১ শ্রমিকের ঘরে ফেরার আশা! যদিও প্রশাসন বলছে, সকলেই সুস্থ আছেন। তবে তাঁদের উদ্ধার করতে আরও ৪-৫দিন সময় লাগবে। আর এই তথ্যই উদ্বেগ বাড়াচ্ছে।
উত্তরকাশীর সুড়ঙ্গে ধস নামার পর ইতিমধ্যে আটদিন অর্থাৎ প্রায় ১৭০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। এবার তাঁদের উদ্ধার করতে বিকল্প পরিকল্পনার দ্বারস্থ হচ্ছে উদ্ধারকারী দল। এতদিন শ্রমিকদের উদ্ধার করতে সুড়ঙ্গে সামনে থেকে ধ্বংসস্তূপ কেটে ঢোকার চেষ্টা করছিলেন উদ্ধারকারীরা। কিন্তু গত শুক্রবার আচমকাই তীব্র শব্দ শুনতে পান তাঁরা। বোঝা যায়, সুড়ঙ্গের ভিতরে ফের ধস নেমেছে। ফলে সঙ্গে সঙ্গে সুড়ঙ্গ কাটার কাজ বন্ধ করে দেওয়া হয় বলে খবর। তাই এবার ভিতরে ঢুকতে উপর থেকে লম্বালম্বিভাবে সুড়ঙ্গ কাটার পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা। অথবা নিচ থেকে একটি বিশেষ কোণ করে খোঁড়া হতে পারে রাস্তা। আবার ভিতরে পাইপ ঢুকিয়ে শ্রমিকদেক উদ্ধার করা যায় কি না তা নিয়েও ভাবনাচিন্তা করছেন আধিকারিকরা। তবে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে আরও অন্তত ৪-৫দিন লাগতে পারে বলেই মত আধিকারিকদের। ইতিমধ্যে সিল্কইয়ার পর্যন্ত বিকল্প একটি রাস্তা তৈরি করে ফেলেছে বর্ডার রোড অর্গানাইজেশন। আজ অর্থাৎ রবিবার থেকে সেই রাস্তা খুলে দেওয়া হবে।
[আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের চাপ শ্বশুরবাড়ির! মেয়ের আত্মহত্যার বিচার না পেয়ে আত্মঘাতী মা’ও]
৪১ শ্রমিককে কীভাবে উদ্ধার করা যায়, তা ঠিক করতে ঘটনাস্থলে রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের একটি বিশেষ দল। তাঁরাই উদ্ধারের বিকল্প পথ নিয়ে আলোচনা করছেন। এ প্রসঙ্গে দলের অন্যতম সদস্য তথা প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে জানান, “একটা নয়, আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে একাধিক নীল নক্সা তৈরি হয়েছে। অন্তত পাঁচটি বিকল্প পথে দ্রুত তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে। ঈশ্বর যদি সহায় হন তবে আগেই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে।”
প্রসঙ্গত, সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল উত্তরকাশীর ওই সুড়ঙ্গটি। গত রবিবার ভোরে সেখানে ধস নামে। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। সেখানেই আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক।
[আরও পড়ুন: ফের রেফার রোগ! ৪ হাসপাতাল ঘুরে মৃত্যু হুগলির যুবকের]

Source: Sangbad Pratidin

Related News
দেওয়াল কথা বলে! অন্দরসজ্জায় রং বাছুন আপনার ব্যক্তিত্ব অনুযায়ী
দেওয়াল কথা বলে! অন্দরসজ্জায় রং বাছুন আপনার ব্যক্তিত্ব অনুযায়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের রঙেই ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব। আপনার বসার ঘর কিংবা শোওয়ার ঘরের দেওয়াল আপনি কোন রঙে Read more

Goa Election 2022: গোয়ায় তৃণমূলকেও কংগ্রেসের মতোই গুরুত্ব দিচ্ছে বিজেপি! আক্রমণের ঝাঁজ বাড়ালেন ফড়নবিশ
Goa Election 2022: গোয়ায় তৃণমূলকেও কংগ্রেসের মতোই গুরুত্ব দিচ্ছে বিজেপি! আক্রমণের ঝাঁজ বাড়ালেন ফড়নবিশ

নন্দিতা রায়: বৃহস্পতিবার গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। তবে ৪০টি আসনের মধ্যে Read more

নিজের দুধ খাইয়ে মাতৃহারা বিড়ালছানাকে বড় করছে সারমেয় মা, মুগ্ধ ভাতারের বাসিন্দারা
নিজের দুধ খাইয়ে মাতৃহারা বিড়ালছানাকে বড় করছে সারমেয় মা, মুগ্ধ ভাতারের বাসিন্দারা

ধীমান রায়, কাটোয়া: ভিন্ন গোত্রের দুই প্রাণী। একজন জন্মের পর থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত। আর একজনের সন্তান জন্মানোর পর Read more

দলের আস্থা হারিয়েছেন, ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত সুবল ভৌমিক
দলের আস্থা হারিয়েছেন, ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত সুবল ভৌমিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটবার দলবদল। তৃণমূলে থাকাকালীন নতুন করে বিজেপি যোগের সম্ভাবনা। সবমিলিয়ে সুবল ভৌমিকের কাজে এবং ভূমিকায় অসন্তুষ্ট Read more

‘বিশ্বের প্রথম’ হিজাব পরিহিত মূর্তি বসছে ব্রিটেনে!
‘বিশ্বের প্রথম’ হিজাব পরিহিত মূর্তি বসছে ব্রিটেনে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল: ব্রিটেনের (UK) দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে বসতে চলেছে এক অতিকায় ব্রোঞ্জের মূর্তি। সেই মূর্তির বিশেষত্ব হল, সম্ভবত Read more

ঝড় উপেক্ষা করে ভাতারে রোড শো, দুর্যোগের মাঝেই রোগীকে বাড়ি ফেরার ব্যবস্থা অভিষেকের
ঝড় উপেক্ষা করে ভাতারে রোড শো, দুর্যোগের মাঝেই রোগীকে বাড়ি ফেরার ব্যবস্থা অভিষেকের

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমানের ভাতারে রোড শো চলছে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের (Abhishek Banerjee)। তুমুল ঝড়-বৃষ্টি তখনই। গাড়ি থামিয়ে অভিষেক প্রস্তুতি Read more