সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধতে গিয়ে তাঁর ‘বাবা’কেও আক্রমণ করে বসলেন কংগ্রেস সভাপতি। ভোটের প্রচার পর্বে মোদির পরিবার তুলে আক্রমণ, চাপে ফেলতে পারে কংগ্রেসকে।
দিন কয়েক বাদেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। শুক্রবার হায়দরাবাদে প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে। জনসভা থেকে মোদিকে তোপ দাগেন তিনি। বলে দেন, মোদি (Narendra Modi) মিথ্যাবাদী। তিনি প্রতিশ্রুতি দিয়ে রাখেন না। সেটা বলতে গিয়েই বিপাকে পড়ে যান কংগ্রেস সভাপতি। বিতর্কিত মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রীর ‘বাবা’কে নিয়ে। যদিও বাবা বলতে এখানে প্রধানমন্ত্রীর স্বর্গীয় বাবা দামোদরদাস মোদিকে বোঝাতে চাননি খাড়গে। তিনি বোঝাতে চেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে।
[আরও পড়ুন: মন্দিরের পাম্প থেকে জলের বদলে বেরচ্ছে দুধ! ব্যাপারটা কী?]
খাড়গে বলেন, “প্রধানমন্ত্রী স্বভাবগত মিথ্যুক, কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি। মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো হবে। কারওর অ্যাকাউন্টে সেই টাকা এসেছে? তাহলে কে মিথ্যাবাদী হল, কংগ্রেস নাকি মোদি? কৃষকদেরও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের উপার্জন দ্বিগুণ হয়ে যাবে। আপনারাই বলুন উপার্জন কি দ্বিগুণ হয়েছে? শুধু প্রধানমন্ত্রীই নন, প্রধানমন্ত্রীর বাবাও (পড়ুন কেসিআর) এখানে আছেন। তিনিও মিথ্যাবাদী। উনিও বলেন, আমি এই করেছি, ওই করেছি।” খাড়গের ওই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসাবেই দেখছে বিজেপি।
[আরও পড়ুন: ভুয়ো ‘হালাল’ পণ্যের রমরমা উত্তরপ্রদেশে, কড়া পদক্ষেপ যোগী প্রশাসনের]
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কংগ্রেসের (Congress) একাধিক নেতা মোদিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। প্রতিবারই বিপাকে পড়তে হয়েছে কংগ্রেসকে। সেই কটাক্ষকে হাতিয়ার করে পরে আত্মপ্রচার করেছেন মোদি। যা ভোটবাক্সে ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে। এবারেও কি তেমনই হবে?
Source: Sangbad Pratidin