অজিদের বিরুদ্ধে ফাইনালে প্রথম একাদশে অশ্বিন? কী বললেন রোহিত?

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, আহমেদাবাদ: টুর্নামেন্টে এ পর্যন্ত মোটে একটি ম্যাচ খেলেছেন তিনি। যে ভাবে ভারতের পেস আক্রমণ বিপক্ষকে প্রতি ম্যাচে ছিন্নভিন্ন করে দিচ্ছে, তাতে তাঁর বিশেষ দরকারও পড়েনি। অথচ আহমেদাবাদের মেগা ফাইনালের কয়েক ঘণ্টা আগে ভারতীয় শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক ৩৭ বছর বয়সী ভদ্রলোক। যার কিনা বিশ্বকাপের দলে থাকারই কথা নয়। কথা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের (Ravi Ashwin)। আলোচনা হচ্ছে, রবিবারের মেগা ফাইনালে তাঁকে ভারত খেলাবে কিনা তাই নিয়ে।
আসলে গত দুই ম্যাচে দেখা গিয়েছে মহম্মদ সিরাজ (Mohammad Siraj) গুরুত্বপূর্ণ সময়ে রান দিয়ে ফেলছেন। বলে সেই ঝাঁজও চোখে পড়ছে না। তাছাড়া আহমেদাবাদে যে পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নামবে, সেই পিচও নাকি স্পিনারদের কমবেশি সাহায্য করবে। স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসছেন অশ্বিন। তাছাড়া অজিদের বিরুদ্ধে তাঁর যা রেকর্ড, তাতে অশ্বিনকে খেলানো হলে তিনি যে ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন, সেটাও বলার অপেক্ষা রাখে না।
[আরও পড়ুন: ‘শামির ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়া!’ মেগা ফাইনালের আগে স্বীকার করে নিলেন প্যাট কামিন্স]
কিন্তু এখন প্রশ্ন হল, টিম ম্যানেজমেন্ট কী ফাইনালে এসে টিম কম্বিনেশন বদলানোর ঝুঁকিটা নেবে? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এসে বলে গেলেন, তিন স্পিনার খেলানো হবে কিনা, সেটা আমরা এখনও ঠিক করিনি। আমরা পিচটা ভালো করে দেখব, এখনও ঠিক করিনি প্রথম একাদশে কারা থাকবেন। অর্থাৎ অশ্বিনের খেলার সম্ভাবনা উড়িয়ে দিতে চাইছেন না ভারত অধিনায়ক। পিচের পরিস্থিতি যে অশ্বিনকে খেলানোর মতোই, সেটাও ইঙ্গিতে বুঝিয়েছেন রোহিত। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে যে পিচটাই খেলা হয়েছিল, সেই পিচে কোনও ঘাস ছিল না। এটাতে ঘাস আছে। আগের পিচটা অনেকটা শুকনো ছিল। এই পিচটা একটু স্লো হবে।
[আরও পড়ুন: ভারত বিশ্বকাপ জিতলেই ১০০ কোটি উপহার! বিরাট ঘোষণা ব্যবসায়ীর]
এখন প্রশ্ন হল, উইকেট যদি স্লো হয়, তাতে অশ্বিনের মতো ম্যাচ উইনারকে না খেলানোটা বোকামো হবে না তো? যেমন বোকামো ভারত শুরুতে করেছিল মহম্মদ শামিকে চার ম্যাচ বসিয়ে রেখে। রোহিত এদিন মেনে নিয়েছেন, শামিকে বসানোটা কঠিন সিদ্ধান্ত ছিল। তবে ভুল সিদ্ধান্ত ছিল কিনা, তা নিয়ে মুখ খোলেননি তিনি। ভারত অধিনায়ক বলছেন, শামিকে না খেলানোটা কঠিন সিদ্ধান্ত ছিল।

Source: Sangbad Pratidin

Related News
জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করল আদালত
জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করল আদালত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদীদের মদত এবং অর্থসাহায্য মামলায় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করল দিল্লির বিশেষ এনআইএ (NIA) Read more

‘কোহলির কাছ থেকে অনেককিছু শিখেছি’, মহারণের আগে বিরাট বন্দনায় বাবর আজম
‘কোহলির কাছ থেকে অনেককিছু শিখেছি’, মহারণের আগে বিরাট বন্দনায় বাবর আজম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) উদ্বোধনী ম্যাচেই বাবর আজমের (Babar Azam) ধামাকা। ১৩১ বলে ঝকঝকে ১৫১ Read more

খালি গায়েই বৈঠকে, শৃঙ্খলাভঙ্গের দায়ে সাসপেন্ড যোগীরাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক
খালি গায়েই বৈঠকে, শৃঙ্খলাভঙ্গের দায়ে সাসপেন্ড যোগীরাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামা না পরেই বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শিক্ষা দপ্তরের (Education Department) এক আধিকারিক। শৃঙ্খলাভঙ্গের Read more

রক্ষাকারীদের জন্য ‘রক্ষাবন্ধন’! সীমান্তে জওয়ানদের জন্য ৫০০০ রাখি পাঠালেন বীরভূমের ‘বোন’রা
রক্ষাকারীদের জন্য ‘রক্ষাবন্ধন’! সীমান্তে জওয়ানদের জন্য ৫০০০ রাখি পাঠালেন বীরভূমের ‘বোন’রা

নন্দন দত্ত, সিউড়ি: রক্ষার জন্য রাখি। নিজেদের হাতে তৈরি করে সেই রাখি ‘সীমান্তের প্রহরী’দের কাছে পাঠালেন বীরভূমের (Birbhum) মহিলারা। গত Read more

‘ক্লোজড চ্যাপ্টার’, নেত্রীর বার্তা মেনে সংযম তৃণমূলে
‘ক্লোজড চ্যাপ্টার’, নেত্রীর বার্তা মেনে সংযম তৃণমূলে

স্টাফ রিপোর্টার: ‘ডায়মন্ডহারবার মডেল’ নিয়ে চলতি বিতর্কে খানিকটা ইতি টেনে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। গত দু’দিন এনিয়ে বিবৃতির লড়াইয়ের পর Read more

নাড্ডার সফরের মাঝে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, দলীয় বৈঠকে ‘ব্রাত্য’ রাজু
নাড্ডার সফরের মাঝে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, দলীয় বৈঠকে ‘ব্রাত্য’ রাজু

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরের মাঝে ফের প্রকাশ্যে অন্তর্কলহ। রাজ্য কার্যনির্বাহী বৈঠকে ডাক পাননি বলেই দাবি রাজু Read more