ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে থাকবেন মোদি, পালটা তোপ তৃণমূলের

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আগামী মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। আরএসএস ঘনিষ্ঠ ওই ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিভিন্ন মঠ ও মন্দিরের মহারাজদের নিয়ে শুক্রবার দিল্লি গিয়ে তাঁকে আমন্ত্রণ জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে অনুষ্ঠিত ওই গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন।

মোদিকে আমন্ত্রণ জানাতে শুক্রবার সকালেই দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি। ব্রিগেডের ওই অনুষ্ঠানের আয়োজক সংগঠন অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে সন্ন‌্যাসীদের নিয়ে সুকান্ত দেখা করেন নরেন্দ্র মোদির সঙ্গে। দেখা করার পর সুকান্ত জানান, ”সন্ন‌্যাসীরা এসেছিলেন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে। সেই টিমে আমিও ছিলাম। প্রধানমন্ত্রী ওইদিন ব্রিগেডে আসবেন বলে কথা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গীতাপাঠ হবে। ইতিমধ্যে ওইদিন উপস্থিত থাকার জন‌্য ১ লক্ষ ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছেন।’’
[আরও পড়ুন: ‘ভারতীয় দলের প্র্যাকটিসে গেরুয়া জার্সি কেন?’, গৈরিকীকরণ নিয়ে সরব মমতা]
২৪ ডিসেম্বর ব্রিগেডে উপস্থিত থাকার জন‌্য রাষ্ট্রপতি, রাজ্যের মুখ‌্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদ, বিধায়ককে আমন্ত্রণ জানানো হবে বলেও সুকান্ত জানিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে পদ্মশিবির হিন্দুত্ববাদী আবহ তৈরি করে নিজেদের পালে হাওয়া তোলার কৌশল নিয়েছে। বিজেপির এই ধরনের ধর্মীয় রানীতির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব‌্য, ‘‘যাদের হাতে উন্নয়ন নেই, তারা এই ধর্মের রাজনীতি করবে। আর গীতা বিক্রির দায়িত্ব বিজেপিকে দেয়নি। গীতা আমরাও পড়ি। গীতা নিয়ে রাজনীতি ব‌্যর্থ হবে। যাদের রুটি-কাপড় দেওয়ার ক্ষমতা নেই, তারা এসব করছেন।’’
[আরও পড়ুন: পরিবারে বিয়ের সানাই, পাহাড়ি মেয়েকে ঘরে আনতে বরযাত্রী নিয়ে যাচ্ছেন মমতা]
জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ‌্যায় পাঠ করা হবে। অন্তত ১ লক্ষ সমবেত কণ্ঠে গীতাপাঠ হবে। ব্রিগেডে এই ধর্মীয় সমাবেশ গেরুয়া পন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ করলেও পিছনে পুরোপুরিভাবে রয়েছে বিজেপি ও সংঘ পরিবার। এদিকে, আয়োজক সংগঠনের দাবি, মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে। ওইদিন ব্রিগেডে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতীর উপস্থিত থাকার কথা।

Source: Sangbad Pratidin

Related News
‘বাচ্চাগুলোর মুখ দেখেই ঝাঁপিয়ে পড়ি’, মালদহের বন্দুকবাজকে ধরে ‘নায়ক’ আজহার
‘বাচ্চাগুলোর মুখ দেখেই ঝাঁপিয়ে পড়ি’, মালদহের বন্দুকবাজকে ধরে ‘নায়ক’ আজহার

বাবুল হক, মালদহ: ক্লাসরুমে বন্দুক হাতে নিয়ে অনর্গল ভয় দেখিয়ে যাচ্ছে এক বন্দুকবাজ। ভয়ে সিটিয়ে গিয়েছে ৭০টি বাচ্চা। বাইরে পুলিশের Read more

‘এশিয়ান গেমসে অংশ নেব যদি…’, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি প্রতিবাদী কুস্তিগিরদের
‘এশিয়ান গেমসে অংশ নেব যদি…’, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি প্রতিবাদী কুস্তিগিরদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই সেপ্টেম্বরে শুরু এশিয়ান গেমস। কিন্তু শরীরচর্চা, অনুশীলন ছেড়ে দিনের পর দিন প্রতিবাদ মঞ্চেই কাটিয়েছেন Read more

ফের আদালতে কাঁদলেন পার্থ, এসএসসি দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রীই, দাবি সিবিআইয়ের
ফের আদালতে কাঁদলেন পার্থ, এসএসসি দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রীই, দাবি সিবিআইয়ের

অর্ণব আইচ: এসএসসি নিয়োগ দু্র্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার আলিপুরে আদালতে এমনটাই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। এদিকে অসুস্থতার Read more

‘জওয়ান’-এ পর্দা কাঁপিয়েছেন, জানেন নয়নতারার চাবুক ফিগারের ডায়েট রহস্য?
‘জওয়ান’-এ পর্দা কাঁপিয়েছেন, জানেন নয়নতারার চাবুক ফিগারের ডায়েট রহস্য?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সুপারস্টার নয়নতারা এখন সংবাদের শিরোনামে। IMdb রিপোর্ট বলছে, এই নায়িকার ক্রেজ নাকি এখন শাহরুখ খানকেও Read more

আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, মৃত অন্তত ৪, পলাতক হামলাকারী
আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, মৃত অন্তত ৪, পলাতক হামলাকারী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) ফের বন্দুকবাজের হামলা (Shootout)। ওহিওর বাটলার শহরে একাধিক এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালিয়ে পলাতক Read more

পদক্ষেপ করতে হবে রাজ্যপালকে, আজ থেকেই রাজভবনের সামনে লাগাতার ধরনায় তৃণমূল
পদক্ষেপ করতে হবে রাজ্যপালকে, আজ থেকেই রাজভবনের সামনে লাগাতার ধরনায় তৃণমূল

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ১০০ দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য আদায়ের দাবিতে বৃহস্পতিবার থেকে রাজভবনের (Raj Bhavan) সামনে লাগাতার ধরনা কর্মসূচি শুরু Read more