সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবাসরীয় ভোরে মর্মান্তিক এক দুর্ঘটনার (Accident) সাক্ষী হল ঝাড়খণ্ড (Jharkhand)। রাজ্যের গিরিডিতে গাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। আহত ৫। গাড়িটি বিয়েবাড়ি থেকে ফিরছিল বলে জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গিরিডির টিকোদির এক বিয়েবাড়ি থেকে ফিরছিল স্করপিও গাড়িটি। ভোর ৩টে নাগাদ বাঘমারা গ্রামে গাড়িটি গিয়ে ধাক্কা মারে গাছে। গাড়িটির গতি খুব বেশি থাকায় তা একেবারে দুমড়ে মুচড়ে যায়।
[আরও পড়ুন: ফাইনালের আগে তুমুল নাটক পিচ নিয়ে, চর্চায় অশ্বিনও]
অত সকালেই ঘটনাস্থলে দ্রুত হাজির হন স্থানীয় বাসিন্দারা। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। কিন্তু দেখা যায়, পাঁচজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। গিরিডির এসডিপিও অনিল সিং জানিয়েছেন, খোঁজ মেলেনি গাড়ির চালকের। তবে তিনি পলাতক বলেই সন্দেহ করা হচ্ছে। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: অধিনায়কের সঙ্গে বোঝাপড়ার কারণেই ভয়ংকর শামি, বললেন রায়না]
Source: Sangbad Pratidin