স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: রক্ষাকবচ না পেলেও কয়লাপাচার সংক্রান্ত ইডির মামলায় কিছুটা স্বস্তি পেলেন মলয় ঘটক। কলকাতায় পূর্ণাঙ্গ অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, এই উল্লেখ করেই আদালতের দ্বারস্থ হন রাজ্যের আইনমন্ত্রী। আবেদনে হাতিয়ার করেন এই সংক্রান্ত অন্য এক মামলায় দিল্লি হাই কোর্টের নির্দেশ ও তাঁর বয়সের বিষয়টি। ইডির তরফে বলা হয় ১২ বার সমন পাঠানো হলেও ১১ বারই তা এড়িয়ে গিয়েছেন মলয়।
এই সময় পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, তাঁরা বিস্মিত। তবে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদে সবুজ সংকেত দিয়েছে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ। বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের ২৪ ঘন্টা আগে দিতে হবে নোটিস। কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকেও জানাতে হবে সমনের সময় ও স্থান, যাতে ইডি আধিকারিকদের তদন্তে কোনও বাধা না আসে।
[আরও পড়ুন: ইস্তফা দিয়েই রাজ্যকে নিশানা প্রাক্তন AG সৌমেন্দ্রর]
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। উল্লেখ্য, বেশ কয়েকজন ইসিএল আধিকারিকের গ্রেপ্তারির পর মলয়ে ঘটকের বিরুদ্ধে কয়লা পাচার তদন্তে নামে সিবিআই। একই সঙ্গে এই মামলায় ইডির স্ক্যানারেও মলয় ঘটক। তবে আপাতত খানিকটা স্বস্তিতে রাজ্যের আইনমন্ত্রী।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি, মমতার ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার]
Source: Sangbad Pratidin