‘সত্যের জয়’, শর্তসাপেক্ষে জামিনের পর মন্তব্য নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের

চঞ্চল প্রধান, হলদিয়া: আদালতে জামিন পেলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের। ৬৩ দিন সংশোধনাগার কাটানোর পর শুক্রবার হলদিয়া মহকুমা আদালত তাকে শর্তাধীন জামিন দিয়েছে। ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিনি বাড়িতে থাকতে পারবেন। তারপর ২০ নভেম্বরের পর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আদালত তাকে পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকার নির্দেশ দিয়েছেন।
তবে আদালত থেকে বেরিয়ে “সত্যের জয়” বলে উচ্ছ্বাস প্রকাশ করেন আবু তাহের। তিনি আরও বলেন, “বিধানসভা ভোট পরবর্তী হিংসার বিজেপির চক্রান্তে মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছিল। কিন্তু আমার বিরুদ্ধে আনা অভিযোগ ধোপে টিকল না। আদালতের উপর আমরা আস্থা- ভরসা বিশ্বাস সবটাই রয়েছে। আমি সঠিক বিচার পেয়েছি। আমি খুশি।”
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি, মমতার ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার]
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল ছিল ২মে। ৩মে নন্দীগ্রাম ১নম্বর ব্লকের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হামলার শিকার হন। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ১৩মে দেবব্রত মাইতির মৃত্যু হয়। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মৃত ব্যক্তির ভাইপো সুশান্ত মাইতি মামলা করে। সেই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দিকে। ২০২১ সালের ৩০ আগস্ট কলকাতা হাই কোর্ট এই মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ কয়েক মাস ধরে সিবিআই আধিকারিকরা তদন্ত চালায় চিল্লগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায়‌।
ধৃত ব্যক্তিদের দফায় দফায় জেরা করা হয়। ২০ জনের নাম উঠে আসে তদন্তকারী সংস্থার চার্জশিটে। দুদফায় প্রিলিমিনারি চার্জশিটে প্রথমে ৩ জন এবং পরে ১১ জনের নাম উঠে আসে। পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে ৬ জনের নাম যোগ হয়। তাতেই রয়েছে আবু তাহেরের নাম। তার বিরুদ্ধে ও ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুনের) ধারা দেওয়া হয়। এর পর গ্রেপ্তার হন তিনি।
[আরও পড়ুন: রাম মন্দিরের পর দিঘার জগন্নাথ মন্দির, উদ্বোধনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Source: Sangbad Pratidin

Related News
‘অধিকারের দোহাই দিয়ে স্কুলে কি মিনি স্কার্ট পরা যায়?’ হিজাব মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের
‘অধিকারের দোহাই দিয়ে স্কুলে কি মিনি স্কার্ট পরা যায়?’ হিজাব মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মাচরণের অধিকার সকলেরই আছে। কিন্তু বিদ্যালয়ে কি সেই অধিকার দেখানো যায়? কর্ণাটকের হিজাব বিতর্কে (Hijab row) Read more

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মনখারাপ ইউটিউবার ক্যারি মিনাতির, দিলেন ১৩ লক্ষ টাকা অনুদান
ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মনখারাপ ইউটিউবার ক্যারি মিনাতির, দিলেন ১৩ লক্ষ টাকা অনুদান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালেশ্বরে ভয়ংকর ট্রেন দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ ক্যারি মিনাতির। ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ Read more

বাসন মাজা নিয়ে বাকবিতণ্ডা, এবার র‌্যাগিংয়ের ‘শিকার’ নবোদয় স্কুলের ছাত্র
বাসন মাজা নিয়ে বাকবিতণ্ডা, এবার র‌্যাগিংয়ের ‘শিকার’ নবোদয় স্কুলের ছাত্র

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের র‌্যাগিংয়ের (Ragging) অভিযোগ কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ে। এবারের ঘটনাস্থল উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলা। অভিযোগ, অষ্টম Read more

বুদ্ধপূর্ণিমায় নেপালে মোদি, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে দেউবার সঙ্গে স্বাক্ষরিত ছ’টি মউ
বুদ্ধপূর্ণিমায় নেপালে মোদি, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে দেউবার সঙ্গে স্বাক্ষরিত ছ’টি মউ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে জোর। সোমবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নেপাল ((Nepal) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চারদিনের এই সফরের Read more

কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে কাঁটা হয়ে রইল বিজেপির উত্থান
কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে কাঁটা হয়ে রইল বিজেপির উত্থান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের পুরসভার উপনির্বাচনে (Kerala Civic body Polls) বামেদের জয়ের মাঝেই কাঁটা বিজেপির উত্থান। সে রাজ্যের বিভিন্ন Read more

Panchayat Election 2023: তৃণমূল সমর্থক পড়ুয়াকে বোমা মেরে ‘খুন’, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, রণক্ষেত্র দেগঙ্গা
Panchayat Election 2023: তৃণমূল সমর্থক পড়ুয়াকে বোমা মেরে ‘খুন’, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, রণক্ষেত্র দেগঙ্গা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের বলি আরও ১। এবার দেগঙ্গায় বোমা মেরে তৃণমূল সমর্থক স্কুলছাত্রকে খুনের অভিযোগ বাম ও Read more