নজরে তিস্তা চুক্তি, নির্বাচনের দিন ঘোষণা হতেই ভারত সফরে বাংলাদেশের বিদেশ সচিব

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ভারত সফরে আসছেন সেদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। দিল্লিতে বৈঠক করবেন ভারতের বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রার সঙ্গে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে বিভিন্ন দেশ। কয়েকদিন আগেই এই নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। সে বিষয়ে ভারতের মনোভাব আরও স্পষ্টভাবে জানা বিদেশ সচিবের সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে। 
শুক্রবার এই ভারত সফর নিয়ে মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দিল্লিতে (Delhi) যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে নির্বাচনের আগে এটাই দু দেশের বিদেশ সচিবদের মধ্যে শেষ বৈঠক হতে পারে। সেই কারণে বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি, বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষা-সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। আগামী ২৩ নভেম্বর ভারতে পা রাখার কথা মোমেনের। ২৪ নভেম্বর বৈঠক হবে দুই মন্ত্রীর মধ্যে। 
[আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, ‘ভোট হতে দেব না’, হুঁশিয়ারি বিএনপির]
বলে রাখা ভালো, আসন্ন নির্বাচন ঘিরে এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) সরকার ভেঙে দেওয়ার দাবিতে গত এক মাস ধরে বিএনপি ও তাদের ইসলামপন্থী সমমনা দলগুলো বনধ-অবরোধ জারি রেখেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে হাসিনার সরকারের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলো। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও (UN)। এই আবহে নির্বাচন নিয়ে ‘বন্ধু’ দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ফলে নির্বাচনের আগে দুই দেশের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। দুই দেশের এই বৈঠকে নজর রাখবে পশ্চিমের দেশগুলোও।  
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং সেদেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। আমরা অন্য কোনও দেশের নীতি নিয়ে মন্তব্য করতে চাই না।” বাগচি আরও বলেন, “ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসাবে, আমরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি গঠনে ঢাকার লক্ষ্যে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।” এই বক্তব্যের মাধ্যমে হাসিনা সরকারের ‘পাশে দাঁড়িয়ে’কৌশলী বার্তা দেয় দিল্লি। 
[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের মানবাধিকার বাণ, ভোটমুখী বাংলাদেশে চাপের মুখে হাসিনা সরকার!] 

Source: Sangbad Pratidin

Related News
সুগম বনসবুজের দেশ, পাথরপ্রতিমার প্রত্যন্ত দ্বীপে চালু হচ্ছে রো রো পরিষেবা
সুগম বনসবুজের দেশ, পাথরপ্রতিমার প্রত্যন্ত দ্বীপে চালু হচ্ছে রো রো পরিষেবা

নব্যেন্দু হাজরা ও সুরজিৎ দেব: সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলির সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। পাথরপ্রতিমার দুটি নদীপথে Read more

সন্দেহ হলেই মোবাইলে নজরদারি চালাতে পারবে পুলিশ! ফ্রান্সে পাশ হল নয়া বিল
সন্দেহ হলেই মোবাইলে নজরদারি চালাতে পারবে পুলিশ! ফ্রান্সে পাশ হল নয়া বিল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত থাকবে না আর কোনও কিছুই। প্রত্যেকের মোবাইল ফোনেই চলবে তীক্ষ্ণ নজরদারি। এমনই এক আইন আনছে Read more

‘দেশের জনবিন্যাস বদলে গেলে সংবিধানের অস্তিত্বই থাকবে না’, আশঙ্কা মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির
‘দেশের জনবিন্যাস বদলে গেলে সংবিধানের অস্তিত্বই থাকবে না’, আশঙ্কা মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনবিন্যাস (Demography) যদি বদলে দেওয়া হয়, তাহলে ভারতীয় সংবিধানও তার অস্তিত্ব হারিয়ে ফলবে। এমনই আশঙ্কা Read more

ঢাল আইনি মারপ্যাঁচ, মমতার বিরুদ্ধে অমিত শাহকে ‘ফোন’ করার প্রমাণ নিয়ে ঢোঁক গিললেন শুভেন্দু!
ঢাল আইনি মারপ্যাঁচ, মমতার বিরুদ্ধে অমিত শাহকে ‘ফোন’ করার প্রমাণ নিয়ে ঢোঁক গিললেন শুভেন্দু!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল (TMC)জাতীয় দলের তকমা হারানোর পর অমিত শাহকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ফোন করেছিলেন বলে বিস্ফোরক দাবি Read more

মাত্র ন’টি হলে একটি করে শো পেয়েছে ‘ভটভটি’, ক্ষোভ উগরে দিলেন তথাগত-দেবলীনা-বিবৃতি
মাত্র ন’টি হলে একটি করে শো পেয়েছে ‘ভটভটি’, ক্ষোভ উগরে দিলেন তথাগত-দেবলীনা-বিবৃতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ন’টি সিনেমা হলে শো পেয়েছে তাঁদের সিনেমা ‘ভটভটি’ (Bhotbhoti)। সেখানেও পেয়েছে মাত্র একটি করে শো। Read more

Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন ও রাজ্য
Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন ও রাজ্য

গোবিন্দ রায়: রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার প্রধান বিচারপতির Read more