জমি বিবাদের মীমাংসার পরও রাগে খুন! আমডাঙা হত্যাকাণ্ডে অভিযোগ পরিবারের

অর্ণব দাস, বারাসত: ভরা হাটের মাঝে বোমাবাজিতে নিহত হয়েছেন আমডাঙার তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল। বৃহস্পতিবার রাতের ঘটনায় নিমেষেই আতঙ্ক গ্রাস করেছে আমডাঙার (Amdanga) কামদেবপুর হাট এলাকা। শুক্রবার সকালেও সেখানে রাজনৈতিক উত্তেজনার পরিবেশ। নিহত রূপচাঁদের বাড়িতে ঘনঘন নেতা-মন্ত্রীদের যাতায়াত চলছে। প্রত্যেকেই দাবি তুলেছেন, দোষীদের কঠোর শাস্তি চাই। কিন্তু তাঁর উপর এই হামলার কারণ কী? পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিবাদ (Land Dispute) চলছিল দলেরই একজনের সঙ্গে। সেই রাগ থেকে পরিকল্পনা করে রূপচাঁদকে হত্যা করা হয়েছে। এছাড়া এলাকার উন্নয়নে তিনি অনেক কাজ করেছিলেন। সেই হিংসা থেকেও খুন করা হতে পারে বলে মনে করছেন নিহতের বাবা, ভাই।
সদ্য ছেলেকে হারিয়েছেন বৃদ্ধ মহম্মদ আলি মণ্ডল। তবু শোকে পাথর হয়ে যাননি। বরং এমন ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের হাতে তুলে দিতে বদ্ধপরিকর তিনি। চোখের জল মুছে কঠিন গলায় তিনি জানালেন, সন্দেহভাজন কারা। মহম্মদ আলি মণ্ডলের কথায়, ”এখানকার আবু তাহেরের সঙ্গে একটা জমি নিয়ে ছেলের বিবাদ ছিল। আবু তাহেরও তৃণমূলেরই লোক। ওই জমিতে ছেলে পার্টি অফিস করেছে। কিন্তু তার ভাগ চাইত আবু তাহের। ছেলে আপত্তি জানায়। বলে যে, কোনও কাজ না করে কেন ভাগ চাইছে? তাতেই ও রেগে যায়। কিন্তু পরে পার্টি অফিসে ডেকে বিষয়টা নিয়ে কথাবার্তা হয়, মীমাংসাও হয়। কিন্তু তার পরও ওদের রাগ ছিল। তাই টার্গেট করে ওকে খুন করেছে।” এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে আনোয়ার নামে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, সে এই আবু তাহেরের ছেলে। অর্থাৎ বাবার সঙ্গে রূপচাঁদের জমি বিবাদের প্রতিশোধ নিতে ছেলে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।
[আরও পড়ুন: মসজিদ থেকে ইটবৃষ্টি, মন্দিরে যাওয়ার পথে আক্রান্ত মহিলারা, উত্তপ্ত হরিয়ানার নুহ]
দাদাকে হারিয়ে কিছুটা বিভ্রান্ত রূপচাঁদের ভাই মীরাচাঁদ মণ্ডল। ভালো করে কথাও বলতে পারছেন না তিনি। তার মাঝেই বললেন, ”দাদা এখানকার অনেক কাজ করেছিল। রাস্তাঘাট করছিল। উন্নয়ন হচ্ছিল এখানকার। তা লোকের সহ্য হয়নি। রাগ ছিল কারও কারও। তাই খুন করে দিয়েছে।” পরিকল্পনা করেই কি খুন করা হয়েছে? মীরাচাঁদের দাবি, ”দাদাকে সর্বক্ষণ নজরে রাখা হয়েছিল। নাহলে ওই সময়ে যে ও হাটে যাবে, কীভাবে জানবে ওরা?” এখন প্রশ্ন, এই ‘ওরা’ কে? আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তর খুঁজছে পুলিশ। এদিকে, শুক্রবার নিহত রূপচাঁদ মণ্ডলের দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা।
[আরও পড়ুন: আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আর কারা থাকবেন?]

Source: Sangbad Pratidin

Related News
Orissa Train Accident: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬২, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
Orissa Train Accident: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬২, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় (Orissa Train Accident) পশ্চিমবঙ্গ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। তাঁদের সকলকে শনাক্ত Read more

‘কেরিয়ার ধ্বংস করে দেব’, শাহরুখকে হুমকি বলিউডের বিতর্কিত অভিনেতার!
‘কেরিয়ার ধ্বংস করে দেব’, শাহরুখকে হুমকি বলিউডের বিতর্কিত অভিনেতার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী কাণ্ড, কী কাণ্ড! শেষমেশ শাহরুখকে টার্গেট বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক ও অভিনেতা কমল আর খানের। Read more

ভোট কিনতে টাকা-মদ বিলি বিজেপির, বুথে দাঁড়িয়ে বিস্ফোরক কমল নাথ
ভোট কিনতে টাকা-মদ বিলি বিজেপির, বুথে দাঁড়িয়ে বিস্ফোরক কমল নাথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন শুরু হতেই একের পর এক অভিযোগের তীর বিজেপির (BJP) দিকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Read more

অমরনাথ বিপর্যয়: বাংলার তীর্থযাত্রীদের ফেরাতে সক্রিয় নবান্ন, চালু হেল্পলাইন নম্বর
অমরনাথ বিপর্যয়: বাংলার তীর্থযাত্রীদের ফেরাতে সক্রিয় নবান্ন, চালু হেল্পলাইন নম্বর

গৌতম ব্রহ্ম: হঠাৎ বিপত্তি। অমরনাথ গুহার (Amarnath Cloud Burst) কাছে মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড তীর্থযাত্রা। খোঁজ নেই বহু তীর্থযাত্রীর চরম প্রাকৃতিক Read more

নিমেষে জল ঢালবে শত্রুর হামলায়, ব্যালেস্টিক মিশাইল ইন্টারসেপ্টরের সফল উৎক্ষেপণ DRDO’র
নিমেষে জল ঢালবে শত্রুর হামলায়, ব্যালেস্টিক মিশাইল ইন্টারসেপ্টরের সফল উৎক্ষেপণ DRDO’র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যেমন একের পর এক দূরপাল্লার এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাচ্ছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড Read more

Panchayat Election 2023: জেলাপ্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম রায়ের পর সিদ্ধান্ত কমিশনের
Panchayat Election 2023: জেলাপ্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম রায়ের পর সিদ্ধান্ত কমিশনের

সুদীপ রায়চৌধুরী: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরই পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বাহিনী মোতায়েন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন Read more