সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনম কাপুরের বাড়ির পর বলিউড বাদশার বাড়িতে ডেভিড বেকহ্যাম। দুই তারকার সাক্ষাতে মন্নতে যেন ফের দিওয়ালি। এমনিতেই মুম্বইয়ে পা দিয়ে বলিউডের জৌলুসে মেতেছেন বেকহ্য়াম। সোনম কাপুরের বাড়িতে বলি ডিভাদের সঙ্গে দেখা করে বেকহ্যামকে আর দেখে কে! অর্জুন, শাহিদ, অনিল কাপুরদের পাশাপাশি তিনিও যেন বলি নায়ক। অন্তত, সূত্রের খবর সোনমের দিওয়ালি পার্টিতে নাকি ফিল্মি আদবকায়দাও শিখেছেন বেকহ্য়াম। আর এবার বলিউড বাদশার বাড়িতে পার্টি করে এলেন বেকহ্যাম। কী কী ঘটল?
বাদশার রাজপাটে ইংলিশ ফুটবল তারকা। সাহেবি পোশাক পরে ঠিক সময়ই মন্নতে হাজির বেকহ্য়াম। শাহরুখের রাজপ্রাসাদের ঢোকার আগে পাপারাজ্জিদের হাতও দেখালেন বেকহ্যাম। তার পর বাড়ির ভিতর যা চলল তা একেবারেই ব্যক্তিগত।
শাহরুখ আগেই জানিয়ে ছিলেন, বেকহ্য়াম আর তাঁর সাক্ষাৎ একেবারেই প্রাইভেট। এখানে ক্য়ামেরা বা সাংবাদিকদের ঢোকা মানা। তবুও অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিল দুই তারকাকে মুখোমুখি দেখার জন্য। রাত বাড়তেই সোশাল মিডিয়ায় ফাঁস হল পার্টির ছবি। যেখানে দেখা গেল শুধুই তারকাদের পাদুকা!
[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]
হ্যাঁ,শাহরুখের এই গোপন পার্টিতে হাজির ছিলেন সোনম কাপুর ও আনন্দ আহুজাও। তিনি ইনস্টাগ্রামে ফাঁস করলেন একটি ছবি। যে ছবিতে দেখা গেল তারকাদের পা। তবে অনুরাগীরা কিন্তু পা দেখেই ঠিক চিনতে পেরেছে শাহরুখ ও বেকহ্যামকে। সঙ্গে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান, সুহানা ও গৌরী খানও।
View this post on Instagram
A post shared by anand s ahuja (@anandahuja)
এই ছবি দেখে নেটিজেনরা বলছেন, সাদা স্নিকার পরা পা-টি হল শাহরুখের। অন্যদিকে রুপোলি জুতো আরিয়ানের। কালো প্যান্টের সঙ্গে কালো ফরম্যাল শু পরেছেন বেকহ্য়াম। সুহানা নীল রঙের পোশাক এবং গৌরী কালো পোশাকে। তবে পুরোটাই অনুরাগীদের জল্পনা।
বুধবারের ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন বেকহ্যাম। ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন্য ভারত (India) সফরে এসেছেন তিনি। মুম্বইয়ের সেমিফাইনাল উপভোগ করেছেন তিনি। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে একান্ত আলোচনায় মেতে উঠতে দেখা গিয়েছে বেকহ্যামকে।
ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলারের পাশে বসে খেলা দেখেছেন বলিসুন্দরী কিয়ারা আডবানি। বুধবার খেলা দেখার পরে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে বেকহ্যামকে। সোনমের পার্টিতে হাজির ছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুর, করিশ্মা কাপুরের মতো বলিউড বিগিজরা। সেই পার্টিতে অবশ্য দেখা যায়নি শাহরুখকে। বৃহস্পতিবার মন্নতেই দেখা গেল শাহরুখ ও বেকহ্যামের।
[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]
Source: Sangbad Pratidin