কথা বলেন ঝরঝরে বাংলায়! শিলিগুড়িতে ধৃত পাকিস্তানি মহিলাকে নিয়ে ঘনাচ্ছে রহস্য

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত পাকিস্তানি মহিলাকে নিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ধৃত শায়েস্তা হানিফ। যা ভাবাচ্ছে তদন্তকারীদের।
আদতে পাকিস্তানের করাচির বাসিন্দা শায়েস্তা হানিফ একসময় অসমের শিলচরে থাকতেন। এমনকী বাংলায় তাঁর যাওয়াআসা ছিল। মুম্বইয়ে পাকিস্তানের করাচির বাসিন্দা মহম্মদ হানিফের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় ক্রমে প্রেমে পরিণত হয়। দুই পরিবারের মতে তাঁদের বিয়েও হয়। বিয়ের পর হানিফের সঙ্গে কর্মসূত্রে সৌদি আরবের জেড্ডায় চলে যান তিনি। মহিলার স্বামী সেখানে স্বর্ণ অলঙ্কার শিল্পী হিসেবে কাজ করতেন। কলকাতার সোদপুরে তাঁর ছোট বোন থাকেন।
[আরও পড়ুন: মেয়ের বিয়ের ১০ দিন আগে উদ্ধার বাবার ঝুলন্ত দেহ! গয়না কিনতে না পারায় চরম সিদ্ধান্ত?]
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ওই পাকিস্তানি মহিলা নিজের ছেলেকে সঙ্গে নিয়ে সৌদি আরব থেকে বিমানে দিল্লি হয়ে নেপালের কাঠমান্ডুতে পৌঁছন। পরে নেপালের কয়েকজনের মাধ্যমে শায়েস্তা জানতে পারেন সেখান থেকে ভারতে প্রবেশ করতে ভিসার প্রয়োজন নেই। সে কথা শোনার পর ছেলেকে নিয়ে নেপালের কাঁকরভিটা দিয়ে পায়ে হেঁটে সীমান্তের মেচি সেতু পেরিয়ে ভারতের পানিট্যাঙ্কিতে প্রবেশের সময় এসএসবি জওয়ানরা তাঁকে আটক করে। পরে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয় তাঁদের।
বৃহস্পতিবার দুপুরে ধৃতদের মধ্য মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে ও নাবালক ছেলেকে দার্জিলিং জুভেনাইল আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে মহিলাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, নাবালক ছেলেকে হোমে পাঠানো হয়েছে। দার্জিলিং পুলিশ জেলার সুপার প্রবীণ প্রকাশ বলেন, “ওই ঘটনার তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।” এদিন খড়িবাড়ি থানা থেকে আদালতে যাওয়ার সময় ওই পাকিস্তানি মহিলা জানিয়েছে, কলকাতায় বোনের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। ভিসা না মেলায় নেপাল হয়ে এদেশে ঢুকেছিলেন। মহিলার দেওয়া তথ্যের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: জামুড়িয়ার খনিগর্ভে অগ্নিকাণ্ড, বন্ধ কয়লা উত্তোলন, নিরাপত্তা নিয়ে তরজায় বাম-তৃণমূল]

Source: Sangbad Pratidin

Related News
রণবীর সেরা,তবুও দুর্বল চিত্রনাট্যের চাপে সেরা ছবি হতে পারল না ‘শমশেরা’
রণবীর সেরা,তবুও দুর্বল চিত্রনাট্যের চাপে সেরা ছবি হতে পারল না ‘শমশেরা’

আকাশ মিশ্র: আলিয়ার মতো ভাল বউ তো জুটল। খুব তাড়াতাড়ি সন্তানের বাবাও হবেন। তবে ছবির ক্ষেত্রে যে রণবীর কাপুরের (Ranbir Read more

‘অযোগ্য রাজ্যপালকে ফিরিয়ে নিন’, এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে আরজি স্ট্যালিনের
‘অযোগ্য রাজ্যপালকে ফিরিয়ে নিন’, এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে আরজি স্ট্যালিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন অবিজেপি রাজ্যে রাজ্যপালদের ভূমিকা যে ক্রমশ ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘ন্যক্কারজনক’ হয়ে উঠছে, তা নিয়ে ফের সরব Read more

আবাসনের পুজোয় সেরার স্বীকৃতি কোন পুজোগুলির দখলে?
আবাসনের পুজোয় সেরার স্বীকৃতি কোন পুজোগুলির দখলে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মহাষ্টমীর দিন সংবাদ প্রতিদিন নিবেদিত স্কিপার পাইপস ‘আবাসনে আবাহন’-এর বিজয়ীদের নাম ঘোষণা হওয়া মাত্র Read more

‘আমায় মুক্ত করো’, বিছানায় উন্মুক্ত শরীরে বাংলা আওড়াচ্ছেন আয়ুষ্মান, সৌরভের বায়োপিকের প্রস্তুতি?
‘আমায় মুক্ত করো’, বিছানায় উন্মুক্ত শরীরে বাংলা আওড়াচ্ছেন আয়ুষ্মান, সৌরভের বায়োপিকের প্রস্তুতি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জুতোতে পা গলাতে চলেছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকে ‘পাঞ্জাব দি Read more

শুরু হবে মেট্রোর কাজ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিয়ালদহ এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তা! ভোগান্তির আশঙ্কা
শুরু হবে মেট্রোর কাজ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিয়ালদহ এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তা! ভোগান্তির আশঙ্কা

অর্ণব আইচ: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য এবার বন্ধ রাখা হচ্ছে ওয়েলিংটন সংলগ্ন নির্মলচন্দ্র স্ট্রিটের (Nirmal Chandra Street) একটা অংশ। ব্যস্ততম Read more

আচমকাই নাম পালটে ফেললেন প্রতীক বাব্বর, কী হল তাঁর নতুন নাম?
আচমকাই নাম পালটে ফেললেন প্রতীক বাব্বর, কী হল তাঁর নতুন নাম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই নিজের নাম পালটে ফেললেন প্রতীক বাব্বর। সাধারণত এই কাজ জ্যোতিষ মেনে করা হয়। তবে প্রতীকের Read more