সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটপুজো উপলক্ষে বাড়ি ফেরার তাড়ায় প্ল্যাটফর্মে প্রবল ভিড়ের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিহারগামী ট্রেনে মৃত্যুও হয়েছে এক বছর চল্লিশেকের ব্যক্তির। এহেন অবস্থায় রেলের এক সূত্রের আশ্বাস, ২০২৭ সালের মধ্যেই এদেশে সকলের টিকিট কনফার্মড হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের সঙ্গে কথা বলার সময় এক সূত্রের দাবি, আগামী কয়েক বছরে রেলে নানা পরিবর্তন আসবে। ৩-৪ বছরের মধ্যে নতুন ৩ হাজার ট্রেন (Train) আসবে। বর্তমানে দেশে প্রতিদিন ১০ হাজার ৭৪৮টি ট্রেন চলে। তা বেড়ে ১৩ হাজারেরও বেশি হবে। এর ফলে রেলযাত্রীর বার্ষিক সংখ্যা ৮০০ কোটি থেকে বেড়ে ১ হাজার কোটি হবে। প্রতি বছরই ৪ থেকে ৫ হাজার কিমির রেললাইন (Rail track) নতুন করে পাতা হবে। এমনই আশার কথা শোনাচ্ছে ওই সূত্র।
[আরও পড়ুন: কপালে সাঁটা কয়েন! শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী মোদি]
এখানেই শেষ নয়। সফরের সময় আরও কমাতে মরিয়া রেল। সূত্রের আশ্বাস, প্রচুর রেললাইন পাতার পাশাপাশি ট্রেনের গতি বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। ট্রেন যাতে থামতে কম সময় নেয় এবং দ্রুত গতি বাড়াতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। দাবি সেরকমই। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কলকাতা ও দিল্লির মধ্যে চলাচলকারী ট্রেনের কথা। দাবি, এর ফলে ২ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত সময় বাঁচানো সম্ভব।
[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]
Source: Sangbad Pratidin