শ্রমিকদের বাঁচাতে উত্তরকাশীর সুড়ঙ্গে ‘অউগার ড্রিল’, কীভাবে কাজ করে এই যন্ত্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৬ ঘণ্টা ধরে উত্তরকাশীর (Uttarkashi) টানেলে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ফলে উদ্ধারকাজে গতি আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। রবিবার সকাল থেকেই উদ্ধারকারীরা ধসে নামা মাটি ও পাথর ভেদ করতে বিভিন্ন ধরনের ড্রিল মেশিন ব্যবহার করছেন। স্টিলের পাইপের মাধ্যমে শ্রমিকদের জন্য সুড়ঙ্গে পাঠানো হচ্ছে অক্সিজেনও। এর মধ্যেই রাজধানী দিল্লি (Delhi) থেকে আরও বেশ কয়েকটি বড় আকারের ড্রিল মেশিন আনা হচ্ছে বলে খবর।
বিরাটাকার ড্রিল মাটির পাশাপাশি পাথর ফুটো করতে কাজে লাগানো হয়ে থাকে। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রতি ঘণ্টায় ৫ মিটার ধ্বংসাবশেষ সরাতে সক্ষম এই ড্রিল। ১ থেকে ৩০ মিটার গভীর গর্ত করতে পারে। যে কাজে একজন শ্রমিকের ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়, সেই কাজ নিমেষে করতে পারে এই ড্রিল। এতে রয়েছে বিশেষ ধরনের ব্লেড। যাকে বলা হয় ‘অউগার’।
 
[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]
উত্তরাখণ্ডে ইতিমধ্যে তিনটি অউগর ব্লেডযুক্ত বড় ড্রিল মেশিন কাজে লাগানো হয়েছে। আরও ৩টি একই ধরনের ড্রিল আনা হচ্ছে দিল্লি থেকে। যদিও দুঃস্বপ্নের চারদিন কেটে গিয়েছে, তার পরেও বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, আমরা আত্মবিশ্বাসী, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করবই।
 
[আরও পড়ুন: ভক্ত-সেবায়েতের পান, গুটখায় নিষেধাজ্ঞা, নয়া নিয়মের বাঁধনে পুরীর জগন্নাথ মন্দির] 
উল্লেখ‌্য, সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল সুড়ঙ্গটি। রবিবার ভোরে সেখানে ধস নামে। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল শুরু করে উদ্ধারকাজ।

Source: Sangbad Pratidin

Related News
বছর ঘুরে শেষকৃত্য, ‘মেয়ের দেহাংশটুকু দিন’, আদালতের দ্বারস্থ শ্রদ্ধা ওয়ালকরের বাবা
বছর ঘুরে শেষকৃত্য, ‘মেয়ের দেহাংশটুকু দিন’, আদালতের দ্বারস্থ শ্রদ্ধা ওয়ালকরের বাবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক হতে চলল নির্মম মৃত্যু হয়েছে মেয়ের। যে নৃশংসতায় চমকে উঠেছিল গোটা দেশ। শনিবার সেই Read more

ফুটবলাররা আলাদা করে ভোট দিতে পারবেন না, জানিয়ে দিল ফিফা-এএফসি
ফুটবলাররা আলাদা করে ভোট দিতে পারবেন না, জানিয়ে দিল ফিফা-এএফসি

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির আগেই অ্যাডমিনিস্ট্রেটরদের প্রস্তাবিত খসড়ায় বেশ কিছু পয়েন্টে আপত্তি জানিয়ে ফেডারেশনের কার্যকরী সচিব সুনন্দ Read more

Panchayat Election 2023: বাম-কংগ্রেস জোট নাকি তৃণমূল, ‘মডেল’ সাগরদিঘিতে জিতল কারা?
Panchayat Election 2023: বাম-কংগ্রেস জোট নাকি তৃণমূল, ‘মডেল’ সাগরদিঘিতে জিতল কারা?

শাহাজাদ হোসেন ও অতুল চন্দ্র নাগ: সাগরদিঘি মডেল। যে মডেলকে সামনে রেখে মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল Read more

ICC World Cup 2023: ‘জিতেগা তো ইন্ডিয়া’, ফাইনালে মাঠে বল পড়ার আগেই ‘ঘোষণা’ রোহিতের!
ICC World Cup 2023: ‘জিতেগা তো ইন্ডিয়া’, ফাইনালে মাঠে বল পড়ার আগেই ‘ঘোষণা’ রোহিতের!

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, আহমেদাবাদ: দুবছর আগে থেকেই বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট Read more

পাহাড়ে শুরুতেই ধাক্কা বিরোধী জোটে, মোর্চার ডাকা বৈঠকে গরহাজির ঘিসিংয়ের GNLF
পাহাড়ে শুরুতেই ধাক্কা বিরোধী জোটে, মোর্চার ডাকা বৈঠকে গরহাজির ঘিসিংয়ের GNLF

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে জোট করা নিয়ে প্রথমেই ধাক্কা বিরোধীদের। রবিবার দার্জিলিংয়ের জিডিএনএস প্রেক্ষাগৃহে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা Read more

প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্যই নয় অর্জুন! বিস্ফোরক মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ
প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্যই নয় অর্জুন! বিস্ফোরক মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় বছর দুয়েক ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য তিনি। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবারের আইপিএলে Read more