জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কানে হেডফোন। উচ্চস্বরে চলছে গান। আর ওই অবস্থায় রেললাইন পারাপার করতে গিয়ে অঘটন। কলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু তরুণীর। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার নাগাদ এই ঘটনাটি ঘটে বনগাঁ-শিয়ালদহ শাখার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রেলচলাচল ব্যাহত হয়।
মৃত বছর সাতাশের শর্মিলা পরমাণিক, উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার ঢাকুরিয়ার বাসিন্দা। তরুণী স্থানীয় একটি প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে রক্ত সংগ্রহের কাজে বেরিয়েছিলেন। ঠাকুরনগর স্টেশন এলাকায় ডাউন লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন৷ সে সময় ডাউন লাইনে ট্রেন চলে আসায় আপ লাইনের উপর উঠে পড়েন৷ তখনই আপ লাইনে আসা বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি।
[আরও পড়ুন: ডায়মন্ড হারবারে শুটআউট, ভাইফোঁটায় দিদির শ্বশুরবাড়িতে গিয়ে খুন ভাই]
জানা গিয়েছে, হেডফোন কানে দিয়ে রেললাইন পারাপার করছিলেন। সেই সময় অনেকেই চিৎকার করেন। তবে সে শব্দ শুনতে পাননি তরুণী। উল্লেখ্য, দুর্ঘটনা রুখতে রেললাইনের আশেপাশের বাসিন্দা ও রেললাইন পারাপারকারী যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালায়৷ তার পরেও মানুষ সচেতন না হওয়ায় একাধিক দুর্ঘটনা ঘটেই চলেছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: কোলে বসিয়ে মোবাইল চার্জ, বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ]
Source: Sangbad Pratidin