১৯৯২, ১৯৯৯, ২০০৭ এবং ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনও বারই ফাইনালের টিকিট পায়নি তারা। এর মধ্যে দু’বারই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এবার চোকার্স তকমা ঘোচাতে মরিয়া প্রোটিয়ারা। সেই সঙ্গে অজিদের বিরুদ্ধে ১৯৯৯ এবং ২০০৭ সালে হারের বদলা নেওয়ার ব্যাপারটা তো আছেই। ১৯৯৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। তবে পয়েন্ট টেবলে এগিয়ে থাকায়, ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া। এদিকে অজিরা এবার শুরুটা খারাপ করলেও, তারা ঘুরে দাঁড়ায়। এবং টানা সাত ম্যাচ জিতে তারা সেমিফাইনালের রাস্তা পাকা করেছে। প্যাট কামিন্সদের লক্ষ্য ষষ্ঠবার ট্রফি জয়। সেই সঙ্গে লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের বদলা নিতেও মরিয়া হয়ে রয়েছে তারা। লিগ পর্বে প্রোটিয়াদের কাছে ১৩৪ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। ইডেনের দ্বিতীয় সেমিফাইনালে সব আপডেট পেতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন.ইন-এ।
১:৩০ মিনিট- টসের জন্য ইডেনের বাইশ গজে দুই দলের অধিনায়ক প্যাট কামিন্স ও টেম্বা বাভুমা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন টেম্বা বাভুমা, দেখে নিন দুই দলের প্রথম একাদশ।
বৃষ্টিতে পণ্ড হবে মেগা সেমিফাইনাল?
কলকাতায় দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাসে অনুযায়ী, নিম্নচাপের জেরে কলকাতা-সহ রাজ্যের ৯ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ম্যাচ আদৌ দেখা যাবে তো, দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। এদিন সকাল থেকেই মুখভার আকাশের। আলিপুর আবহাওয়া দপ্তর মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে ইডেনের সেমিফাইনাল বৃষ্টিতে আজ পণ্ড হলে, শুক্রবার রিজার্ভ ডে রয়েছে। আর দু’দিনই কোনও ভাবে খেলা না হলে, তবে দক্ষিণ আফ্রিকা লিগ টেবলে অজিদের থেকে এক ধাপ উপরে দুই নম্বরে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে।
বিশ্বকাপে দুই পক্ষের লড়াই
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা- এই দুই দল বিশ্বকাপে ৭বার মুখোমুখি হয়েছে। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবলে এগিয়ে থাকায়, ম্যাচ টাই হলেও ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার লিগ পর্বের পারফরম্যান্স
বিশ্বকাপের শুরুতেই নিজেদের প্রথম দুই ম্যাচ পরপর হেরে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরেছিল। দু’টি হারের পর যখন সকলে ধরেই নিয়েছিল, এই বিশ্বকাপে অজিরা খারাপভাবে লিগ পর্ব থেকেই ছিটকে যাবে, তখন তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা হারিয়ে তারা জয়ে ফেরে। পরপর সাত ম্যাচ জিতে তিন নম্বরে থেকে সেমিফাইনালে উঠে যায় অজিরা।
দক্ষিণ আফ্রিকার লিগ পর্বের পারফরম্যান্স
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শুরু থেকে বেশ ভালো ছন্দে ছিল। গোটা লিগ পর্বেই তারা ভালো খেলেছে। দুটি হার বাদ দিয়ে। প্রথমবার নেদারল্যান্ডসের কাছে হেরে পচা শামুকে পা কেটেছিল। দ্বিতীয়বার ভারতের কাছে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল ২৪৩ রানে। ৯ ম্যাচের মধ্যে বাকি সাত ম্যাচ অবশ্য জিতেছে প্রোটিয়ারা। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থেকে তারা লিগ পর্ব শেষ করেছে।
Source: Sangbad Pratidin