রাজ কুমার, আলিপুরদুয়ার: কার্গিলে তুষার ঝড়ে শহিদ কালচিনির জওয়ান। মঙ্গলবার দুপুরে কালচিনির দলসিংপাড়ার বাড়িতে ফিরল জওয়ানের কফিনবন্দি দেহ। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকস্তব্ধ এলাকা।
মৃত জওয়ানের নাম রানু মোঙ্গর। বয়স ৩৭ বছর। গোর্খা রেজিমেন্টের এই সেনা জওয়ানের বাড়ি কালচিনির দলসিংপাড়ায়। জানা গিয়েছে, ১১ নভেম্বর তুষার ঝড়ে বরফ চাপা পড়ে মৃত্যু হয় রানুর। ওই দিনই তাঁর দেহ উদ্ধার করে সেনা। ১৪ নভেম্বর দুপুরে জওয়ানের মৃতদেহ পৌঁছয় বাড়িতে। মঙ্গলবার দলসিংপাড়ায় জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন জেলা প্রশাসন কর্তারা। গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইকও।
[আরও পড়ুন: বিসর্জনের আগে ৩টি মন্দির থেকে চুরি প্রতিমার সোনা-রূপোর গয়না, শোরগোল ভাতারে]
জানা গিয়েছে, ১৬ নভেম্বর দলসিংপাড়ার বাড়িতে ফেরার কথা ছিল রানুর। আগামী ৪ ডিসেম্বর জওয়ানের ভাইয়ের বিয়ে। সেই কারণেই ছুটি নিয়েছিলেন রানু। কিন্তু এক লহমায় আনন্দ বদলে গিয়েছে বিষাদে। শহিদের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন বাবা, মা, ভাই, স্ত্রী। মৃতের ভাই বলেন, “আমার বিয়ের সব প্ল্যান করেছিল দাদা। ছুটি নিয়েছিল। কিন্তু ফিরল দাদার দেহ। এভাবে সবটা শেষ হয়ে যাবে কোনওদিন স্বপ্নেও ভাবিনি।” রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, “গোর্খা রেজিমেন্টের এই বীর সেনার মৃত্যু হবে না। তাঁর ভাবনা অমর হয়ে থাকবে। শোকস্তব্ধ পরিবারের পাশে আছি আমরা।”
[আরও পড়ুন: Jaynagar Murder: জয়নগর খুনে ‘দুই মাথা’র হদিশ, রহস্য ঘনীভূত ‘নাসির-বড় ভাই’কে ঘিরে]
Source: Sangbad Pratidin