১১ মার্চ বাজারে আসতে পারে LIC’র শেয়ার, দাম জানলে চমকে যাবেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) তৃতীয় তরঙ্গ নিয়ে দেশ তোলপাড় হলেও কোনওভাবেই থেমে নেই অর্থনীতির চাকা। নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার হয় বেসরকারিকরণ নাহয় বিকেন্দ্রিকরণের টার্গেট নিয়েছে অর্থমন্ত্রক। সেই লক্ষ্যে নতুন আর্থিক বছরের শুরুতেই লগ্নিক্ষেত্রে আসছে একাধিক বড় সংস্থার আইপিও। তার মধ্যে অধিকাংশ লগ্নিকারীর নজর একটি সংস্থার দিকে। সেটি হল দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (LICI)।

সূত্রের খবর, আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার আইপিও। তবে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে। অন্তত তিনটি সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’দিন বাদে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন।
[আরও পড়ুন: ফের আতঙ্ক ছড়াচ্ছে Bird flu! এবার মহারাষ্ট্রে ২৫ হাজার মুরগি নিধনের নির্দেশ]
প্রাথমিকভাবে খবর, এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন এত বড় অঙ্কের আইপিও এর আগে বাজারে আসেনি। ইতিমধ্যেই এলআইসির আইপিওর খসড়া প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন সংস্থার আধিকারিকরা। মার্চের প্রথম সপ্তাহেই সেবির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে সেই খসড়া। অনুমোদন পেলেই বাজারে পা রাখবে এলআইসির এই ইনিশিয়াল পাবলিক অফারিং।
[আরও পড়ুন: ‘তসলিমা ঘৃণার প্রতীক’, হিজাবপন্থীদের আক্রমণ করে ওয়েইসির তোপের মুখে লেখিকা]
কেন্দ্র জানিয়েছে, এই আইপিওর আওতায় জারি করা শেয়ারের প্রায় ১০ শতাংশ সংস্থার পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা কিছুটা বাড়তি ছাড়ও পাবেন। অন্য লগ্নিকারীদের তুলনায় সস্তাতে এই শেয়ার (LIC Share) কিনতে পারবেন তাঁরা। বিমা গ্রাহকদের শেয়ারে উৎসাহী করতেই সংস্থার এমন উদ্যোগ। কারণ গত কয়েক বছরে মানুষের মধ্যে শেয়ারে লগ্নির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২১-এর ডিসেম্বরে সংস্থার ওয়েবসাইটে আইপিও সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে এলআইসি। যেখানে বলা হয়েছে, আলাদা করে পলিসি হোল্ডারদের জন্য আইপিও রাখা হবে। কোম্পানির পলিসি হোল্ডাররা চাইলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সরাসরি এই শেয়ার কিনতে পারেন। তবে যিনি শেয়ার কিনতে চান তাঁর আধার নম্বরের সঙ্গে এলআইসি-র লিঙ্ক থাকতে হবে। এবং প্যান কার্ডের বিষয়ে আপডেট থাকতে হবে। কিন্তু এর শেয়ারের মূল্য কত হবে? মনে করা হচ্ছে, সরকার এই শেয়ারের মূল্য সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রাখতে চলেছে।

Source: Sangbad Pratidin

Related News
‘স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত’, বার্তা কেন্দ্রের
‘স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত’, বার্তা কেন্দ্রের

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভারত (India) প্যালেস্টাইনের (Palestine) সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্যালেস্তাইন নিয়ে প্রথমবার Read more

প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর
প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর

দীপঙ্কর মণ্ডল: পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল। প্রথম স্থানে মালদহের ছাত্রী সারিফা খাতুন। শুধু তাই নয়, Read more

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়, ‘হিন্দু ভাই-বোন’দের কাছে ক্ষমা চাইলেন লাকি আলি
ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়, ‘হিন্দু ভাই-বোন’দের কাছে ক্ষমা চাইলেন লাকি আলি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাহ্মণদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে লাকি আলি (Lucky Ali)। নেটদুনিয়ায় তুমুল সমালোচিত সংগীতশিল্পী। চাপের মুখে Read more

বহুবর্ণের প্রিয়দা
বহুবর্ণের প্রিয়দা

যে-কয়েকজন নেতার বিদায়জনিত শূন্যতায় বাংলার কংগ্রেসটাই নজিরবিহীনভাবে শূন্য স্পর্শ করেছিল, তাঁদের অন্যতম প্রিয়রঞ্জন দাশমুন্সি। লড়াকু ছাত্রনেতা, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, সুবক্তা, Read more

ICC ODI World Cup 2023: বিরাটের ৩৫তম জন্মদিনে রোহিতের পয়া ইডেনে আসছেন অমিত শাহ
ICC ODI World Cup 2023: বিরাটের ৩৫তম জন্মদিনে রোহিতের পয়া ইডেনে আসছেন অমিত শাহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) Read more

Asia Cup: প্রাপ্তি বিরাট-সূর্যর অনবদ্য ইনিংস, হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত
Asia Cup: প্রাপ্তি বিরাট-সূর্যর অনবদ্য ইনিংস, হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত

ভারত: ১৯২-২ (সূর্যকুমার ৬৮, কোহলি ৫৯) হংকং: ১৫২-৫ (বাবর হায়াত ৪১, কিঞ্চিত শাহ ৩০) ভারত ৪০ রানে জয়ী। সংবাদ প্রতিদিন Read more