সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মহাষ্টমীর দিন সংবাদ প্রতিদিন নিবেদিত স্কিপার পাইপস ‘আবাসনে আবাহন’-এর বিজয়ীদের নাম ঘোষণা হওয়া মাত্র খুশির জোয়ার আবাসনগুলিতে। এই উদ্যোগের আপ্যায়ক পোলো ফ্লোটেল, আউটডোর সহযোগী পিডি গ্রো টুগেদার, হেলদি পার্টনার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল, ভেহিক্যালস পার্টনার টাটা মোটরস, নিরাপত্তা সহযোগী এসপি নেটকম, চিয়ারিং পার্টনার সৃষ্টি মেড ফর গুড এবং রেডিও পার্টনার রেড এফএম ৯৩.৫। বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনার জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হল সেরা পাঁচটি আবাসনের পুজোকে। ঘোষিত হল সেরা প্রতিমা ও সেরা ভোগ, আবাসনের নিরাপদ পুজো- এই তিন বিভাগে বিজয়ীদের নামও।
বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা। তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত।
[আরও পড়ুন: Durga Puja 2023: অষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজোয় রাজ্যপাল, দিলেন অঞ্জলি]
কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা।
সংবাদ প্রতিদিন নিবেদিত স্কিপার পাইপস ‘আবাসনে আবাহন’-এর বিচারকরা ছিলেন রজতাভ দত্ত, দ্বিতিপ্রিয়া রায়, সুদেষ্ণা রায়, প্রেমেন্দুবিকাশ চাকী, অভিজিৎ গুহ, অতীন বসাক, অরুণাভ চট্টোপাধ্যায়, সর্বজিত চক্রবর্তী এবং ডাঃ তমোনাশ ভট্টাচার্য। তাঁদের বিচারেই সেরার স্বীকৃতি মিলল আবাসনের পুজোগুলিতে।
[আরও পড়ুন: Durga Puja: পুজোর বইয়ের স্টলেও সিপিএমকে টেক্কা তৃণমূলের, শুধু কলকাতা পুরসভা এলাকায় সংখ্যা ছাড়াল ১৫০]
এক নজরে দেখে নেওয়া যাক সে তালিকা:
সেরা পুজো:
জেনেক্স ভ্যালি (জোকা)
গলফ গ্রিন ফেজ টু
সুগম পার্ক (নরেন্দ্রপুর)
অভিদীপ্তা ফেজ ওয়ান (বাইপাস)
রেল বিহার (রুবি)
সেরা প্রতিমা:
শংকর টাওয়ার (অর্জুনপুর)
সেরা ভোগ:
সুগম পার্ক (নরেন্দ্রপুর)
গলফ গ্রিন ফেজ ওয়ান
সিলভার ওক (রাজারহাট)
আবাসনের নিরাপদ পুজো:
পি এস পানাচে (রাজারহাট নিউটাউন)
Source: Sangbad Pratidin