গরুর দুধ সহ্য হয় না শিশুর, তাহলে উপায় কী? জানালেন বিশেষজ্ঞ

শিশুদের মূল খাদ্য দুধ। আর সেটাই যদি ব্রাত্য হয়! ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধ বন্ধ। তাহলে কী উপায়ে শিশুর পুষ্টি বজায় থাকবে? এই সমস্যার প্রতিকার কীভাবে সম্ভব, মৌমিতা চক্রবর্তীকে জানালেন কলকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের পেড্রিয়াটিক বিভাগের প্রধান ডা. নিকোলা ফ্লিন।
পুষ্টিকর খাদ্যতালিকায় সবার উপরের সারিতে দুধকে রাখা হয়। বিশেষত শিশুখাদ্যে দুধের ভূমিকা অপরিসীম। এতে উপস্থিত ক্যালশিয়াম ও প্রোটিন-সহ প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের জন্য জরুরি। কিন্তু অনেকের কাছেই এই উপকারী পানীয়টি অস্বস্তির কারণ। কেউ কেউ আবার দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন কিন্তু দুধ খেতে গেলেই তখন নানা সমস্যা দেখা দেয়। শুরু হয় বমিভাব, পেটে ব্যথা প্রভৃতি অসুবিধা। আসলে এই ধরনের সমস্যা ‘ল্যাকটোজ ইনটলারেন্স’ (Lactose Intolerance) থেকে দেখা দেয়।

কী হয় এতে?
ল্যাকটোজ ইনটলারেন্স এমন একটি শারীরিক অবস্থা যেখানে শরীরে ল্যাকটেজ নামক এনজাইম বা উৎসেচকের অভাবে দুধে উপস্থিত ল্যাকটোজ নামক সুগার হজম হতে চায় না। এই সমস্যা খুবই সাধারণ একটি ঘটনা। যেহেতু ল্যাকটেজ এনজাইম শরীরে তৈরি না হওয়ায় দুধের সুগার অপাচ্য থেকে যায়, তাই দুধ খাওয়ার পর নানা অস্বস্তির লক্ষণ শরীরে দেখা দেয়।
একজনের এই সমস্যা রয়েছে, বুঝবেন কী করে?
ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণগুলো আমাদের পাচনতন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে প্রভাবিত করে। সাধারণত পেট ফাঁপা, তলপেটে ব্যথা, গ্যাস অম্বল, পাতলা পায়খানা এবং বমি ভাবের মত লক্ষণ প্রথম দিকে দেখা দেয়। আমাদের সবার জানা যে জন্মের পর প্রথম ছয় মাস শিশু শুধুমাত্র দুধ খায়। এই বয়সের শিশুর দুধ খাওয়ানোর পর কোনও অভিভাবক যদি উপরিউক্ত লক্ষণগুলো আঁচ করেন তবে অতি শীঘ্রই তাদের শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
[আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই জ্বরে কাবু? দুর্বলতা কাটিয়ে আনন্দে মেতে উঠতে জোর দিন পুষ্টিকর খাবারে]
শুধু দুধ না দুগ্ধজাত খাবারেও সমস্যা হয়?
ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণ বা প্রতিক্রিয়া সব রোগীর সমান হয় না। যাদের শরীরে ল্যাকটেজ এনজাইমের ঘাটতি অর্থাৎ এনজাইম তৈরি হলেও পরিমাণে কম থাকে সে সব রোগী দুধ খেয়ে হজম না করতে পারলেও দুগ্ধজাত খাবার যেমন দই, ছানা ইত্যাদি অল্প খেয়ে হজম করতে পারেন। তখন ডাক্তাররা বুঝতে পারেন যে ল্যাকটোজ ইনটলারেন্স কম মাত্রায় আছে।
বড় বয়সে কি উপশম মেলে?
ছোট বয়সের এই অসুখ বড় বয়স পর্যন্ত থাকবে কি না তা নির্ভর করবে শিশুর কী ধরনের বা কতটা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তার উপর। ল্যাকটোজ ইন্টাররেন্স নানা ধরনের হয়। যেমন, কনজিনেটাল ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ জন্মগত ল্যাকটোজ ইনটলারেন্স। এক্ষেত্রে শিশু শরীরে ল্যাকটেজ এনজাইমটি উৎপন্ন হতে পারে না। ফলে ল্যাকটোজ একেবারেই হজম হয় না। যা একটি নবজাতক শিশুর পক্ষে মারাত্মক হতে পারে। ছোট থেকেই নবজাতকরা দুধ একেবারেই খেতে না পারলে শরীরে অর্গানিক অ্যাসিডগুলো জমা হতে থাকে। এক্ষেত্রে জেনেটিক টেস্ট করে চিকিৎসা করা প্রয়োজন, অন্যথায় শিশুর প্রাণহানির ভয় থাকে।

ডেভলপমেন্টাল ল্যাকটোজ ইনটলারেন্স হল, যদি শিশু নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই জন্মায় তাহলে তার ছোট অন্ত্র থেকে ল্যাকটেজ নিঃসৃত হতে শুরু হয় না। কিন্তু
সময়ের সঙ্গে সঙ্গে শিশুদের বৃদ্ধি হতে থাকলে ল্যাকটেজ নিঃসরণ হতে শুরু করে এবং পরিণত বয়সে এসে দুধ এবং দুগ্ধজাত খাবার খেয়ে হজম করতে পারে।
সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্স হল, শিশুর কোনও শারীরিক সমস্যার কারণে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনও ওষুধ খেলে তখন শিশুর ল্যাকটেজ এনজাইম অন্ত্র থেকে কম ক্ষরিত হয় এবং তা বেরিয়ে যেতে থাকে। আবার শিশুদের ডায়েরিয়া হলেও ল্যাকটেজের ঘাটতি হয় এবং ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণ প্রকাশ পায়।
উপযুক্ত টেস্ট ও চিকিৎসা কী রয়েছে?
সাধারণভাবে মল পরীক্ষা সব রোগীদের করা হয়। যদি মলে রিডিইসিং সাবটেন্স পাওয়া যায় তবে বুঝতে হবে এই সমস্যা ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য হচ্ছে। সঙ্গে জেনেটিক টেস্টও করা হয়। জন্মগত কারণে এই সমস্যা যাদের তাদের চিকিৎসা জন্য জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধ পান থেকে বিরত রাখতে বলা হয়। তার পরিবর্তে ল্যাকটোজ ফ্রি দুধ বাজারে পাওয়া যায়, সেটি খাওয়ানো যেতে পারে। একটু বড় বাচ্চাদের দুধের পরিবর্তে দুগ্ধজাত খাবার বা চাল আটা দিয়ে তৈরি খাবার দেওয়া হয়।
[আরও পড়ুন: মাথাঘোরা নিয়ে ছেলেখেলা নয়, অবহেলা করলে তা প্রাণঘাতী হতে পারে, সতর্কবার্তা বিশেষজ্ঞর]

Source: Sangbad Pratidin

Related News
দমছেন না মহুয়া, বিতর্কের মধ্যে ফের আদানিদের নিশানা তৃণমূল সাংসদের
দমছেন না মহুয়া, বিতর্কের মধ্যে ফের আদানিদের নিশানা তৃণমূল সাংসদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ ওঠায় তিনি কোণঠাসা। যত দিন যাচ্ছে তত চাপ বাড়াচ্ছে বিজেপি। দলও Read more

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, ফের ভেন্টিলেশনে সংগীতসম্রাজ্ঞী
লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, ফের ভেন্টিলেশনে সংগীতসম্রাজ্ঞী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শারীরিক অবস্থার অবনতি। ফের ভেন্টিলেশনে দিতে হল কিংবদন্তি শিল্পীকে। কড়া পর্যবেক্ষণে Read more

শুভেচ্ছা বা অভিনন্দন নয়, বলুন শুভনন্দন! নতুন শব্দ শেখালেন মুখ্যমন্ত্রী
শুভেচ্ছা বা অভিনন্দন নয়, বলুন শুভনন্দন! নতুন শব্দ শেখালেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির পাশাপাশি একাধিক নানা বিষয়ের চর্চা যে তিনি করেন, তা সকলেরই জানা। রাজ্যের বহু সামাজিক প্রকল্পের Read more

ফের বিপাকে চিদম্বরমপুত্র কার্তি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নয়া মামলা দায়ের করল CBI
ফের বিপাকে চিদম্বরমপুত্র কার্তি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নয়া মামলা দায়ের করল CBI

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে বিপাকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) পুত্র কার্তি। তাঁর বিরুদ্ধে নতুন করে Read more

প্রতিমা অষ্টভুজা, ৩০০ বছরের ঐতিহ্য মেনে বালুরঘাটে শুরু অকাল কালীপুজো
প্রতিমা অষ্টভুজা, ৩০০ বছরের ঐতিহ্য মেনে বালুরঘাটে শুরু অকাল কালীপুজো

রাজা দাস, বালুরঘাট: করোনার (Coronavirus) দাপট অনেকটা কমেছে বাংলায়। এখনও প্রতিদিনই রাজ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়লেও সংখ্যা অত্যন্ত কম। Read more

বাংলাদেশে মোদি বিরোধী হিংসার হোতা হেফাজত নেতা মামুনুলের জামিন
বাংলাদেশে মোদি বিরোধী হিংসার হোতা হেফাজত নেতা মামুনুলের জামিন

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে মোদি বিরোধী হিংসার হোতা হেফাজত নেতা মামুনুল হকের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও Read more