কোহলির সঙ্গে তুলনা টেনে প্রশ্ন, মোক্ষম জবাবে সঞ্চালককে থামালেন শচীন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) না শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)? কে শ্রেষ্ঠ? এমন তুলনা বহুবারই হয়েছে। দুই তারকাকেও নিশ্চয় এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাঁদের দিকে ধেয়ে আসা এমন প্রশ্নবাণে দু’ জনকেই হয়তো বিড়ম্বনায় পড়তে হয়েছে। সরাসরি কেউই এই প্রশ্নের উত্তর দেননি। আর দিলেও বা কী দিতেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টারকে ফের এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। মোক্ষম জবাব দিয়ে শচীন থামিয়ে দেন প্রশ্নকর্তাকে। তাঁর ও কোহলিকে নিয়ে ওঠা তুলনাতেও হয়তো যবনিকা টেনে দিলেন। 
শচীন ও কোহলির অনুরাগীর সংখ্যা অংসখ্য। একসময়ে কোহলি একের পর এক সেঞ্চুরি করতে থাকায় আশঙ্কিত হয়েছিলেন শচীন ভক্তরা। ভেবেছিলেন মাস্টারের রেকর্ড বুঝি অক্ষত থাকবে না। কিন্তু কোহলি সাম্প্রতিককালে ফর্ম হারিয়েছেন। প্রায় দু’ বছরের কাছাকাছি হয়ে গেল সেঞ্চুরি নেই কোহলির। 
[আরও পড়ুন: ১২.২৫ কোটিতে কেকেআর নিলেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ব্রাত্যই, শ্রেয়সের জন্য বিশেষ কী বার্তা রোহিতের?]
এরকম পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে গ্রাহাম বেনসিংগার ফের একই ধরনের প্রশ্ন করেছিলেন শচীনকে। সেই প্রশ্নের উত্তরে শচীন বলেন, ”আমরা দু’ জনেই যদি এক দলে থাকতাম।” সযত্নে প্রসঙ্গ এড়িয়ে গেলেন শচীন। মাস্টার ও কোহলি দু’ জনে খুব অল্প সময় একসঙ্গে খেলেছেন জাতীয় দলের হয়ে। 
কয়েক বছর আগে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে গৌরব কাপুর একই রকমের প্রশ্ন করেছিলেন বিরাট কোহলিকে। সেই সময়ে ভারত অধিনায়ক ছিলেন কোহলি। সেই প্রশ্নের জবাবে বিরাট জানিয়েছিলেন স্কিলের নিরিখে বিচার করলে তিনি শচীনের ধারেপাশেও আসেন না। কোহলি বলেছিলেন, ”যাঁরা তুলনার যোগ্য তাঁদেরই কেবল তুলনা করা চলে। আমার সঙ্গে এমন একজনের তুলনা করা হচ্ছে যাঁকে দেখে আমি ক্রিকেট খেলতে শুরু করি। স্কিলের দিক থেকে আমার সঙ্গে কোনও তুলনাই চলে না। কমপ্লিট ব্যাটসম্যান বলতে যা বোঝায় শচীন তেণ্ডুলকর তাই। তাহলে কীভাবে তুলনা সম্ভব? আমি সবসময়েই বলে আসছি শচীনের সঙ্গে তুলনা করা অন্যায়। আমাদের যা দিয়ে গিয়েছে, তার পরও ওর সঙ্গে তুলনা করা চলে না।”
[আরও পড়ুন: ঘোষিত আইএসএলের সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ]

Source: Sangbad Pratidin

Related News
IAS খুনে দোষী গ্যাংস্টারকে মুক্তি কেন? বিহার সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট
IAS খুনে দোষী গ্যাংস্টারকে মুক্তি কেন? বিহার সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাহুবলী নেতাকে মুক্তি দেওয়ার জের। বিহার সরকারকে কড়া ভাষায় নোটিস সুপ্রিম কোর্টের। দলিত আমলাকে খুনে দোষী Read more

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন কারা?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁত বা বয়নশিল্পের অতিথি শিক্ষক Read more

এভাবেও কেউ আঘাত পায়! জাদেজার চোট নিয়ে ফুঁসছেন বিসিসিআই কর্তা
এভাবেও কেউ আঘাত পায়! জাদেজার চোট নিয়ে ফুঁসছেন বিসিসিআই কর্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জাদেজার উপর ক্ষুব্ধ বিসিসিআই। যেভাবে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার চোট পেয়েছেন সেটা নাকি একেবারেই Read more

মেয়ে হয়ে জন্মানোই কাল! পুরশুড়ায় বাবার মারে প্রাণ গেল একরত্তির
মেয়ে হয়ে জন্মানোই কাল! পুরশুড়ায় বাবার মারে প্রাণ গেল একরত্তির

সুব্রত যশ, আরামবাগ: দেশজুড়ে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রচার চলছে। মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারও নানা প্রকল্প আনছে। Read more

এশিয়া কাপ ফাইনালে ডাক পেয়েও যাননি রবিচন্দ্রন অশ্বিন, কেন?
এশিয়া কাপ ফাইনালে ডাক পেয়েও যাননি রবিচন্দ্রন অশ্বিন, কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনালে ডাকা হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। কিন্তু ম্যাচের মধ্যে ছিলেন Read more

বিশ্বজুড়ে স্তব্ধ ইনস্টাগ্রাম, সমস্যার মুখে হাজার হাজার ইউজার
বিশ্বজুড়ে স্তব্ধ ইনস্টাগ্রাম, সমস্যার মুখে হাজার হাজার ইউজার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে বিভ্রাটের শিকার হলেন ইনস্টাগ্রাম (Instagram) ইউজাররা। এক সঙ্গে প্রায় ৪৬ হাজার গ্রাহকের ইনস্টাগ্রাম বন্ধ Read more