সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মাঝরাতে দুর্গাপুরের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (ADDA) অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ইঞ্জিনের সংখ্যা বাড়তে বাড়তে ১৩-তে পৌঁছয়। এমনকী আনা হয় হাইড্রলিক ল্যাডার (Hydrolic Ladar)। আগুন খানিকটা নিয়ন্ত্রণে এলেও তা এখনও জ্বলছে বলে খবর। কীভাবে এত বড় আগুন (Fire) লাগল, তা এখনও অজানা। দমকল কর্মীরা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। প্রচুর নথি নষ্ট হয়েছে বলে প্রাথমিক অনুমান ADDA আধিকারিকদের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin