রাজ্যে শুরু পঞ্চায়েত নির্বাচন। ভোটাভুটির আগে থেকেই দফায় দফায় অশান্তি, উত্তেজনা। হয়েছে প্রাণহানিও। নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটির জন্য নজর রাখুন LIVE UPDATE-এ।
সকাল ৮.২৭: পূর্ব বর্ধমানে খণ্ডঘোষের উখরির ২১১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।
সকাল ৮.২৫: বাঁকুড়ার কোতুলপুরের মির্জাপুর ১০৫ নম্বর বুথে রাস্তার দাবিতে ভোট বয়কট।
সকাল ৮.২৩: কোচবিহারের ফলিমারি ৪/৩৮ বুথে বোমার ঘায়ে জখম সিপিএম প্রার্থী অনিতা অধিকারী। গুরুতর আহত অবস্থায় কোচবিহার হাসপাতালে ভরতি তিনি। কাঠগড়ায় তৃণমূল।
সকাল ৮.১০: ভাঙড়ের চকমরিচায় চলল গুলি। জখম ৪ আইএসএফ কর্মী। কাঠগড়ায় তৃণমূল। রাস্তার পাশেউদ্ধার তাজা বোমা।
সকাল ৮.০৮: মুর্শিদাবাদের রেজিনগর, খড়গ্রাম এবং কোচবিহারের তুফানগঞ্জে তিন তৃণমূল কর্মী খুন। প্রতিবাদে সরব দলীয় নেতৃত্ব। টুইটে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে খোঁচা। কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী, প্রশ্ন ঘাসফুল শিবিরের।
Shocking and tragic incidents send shockwaves through the voting community.
Three of our party workers have been murdered in Rejinagar, Tufanganj and Khargram and two have been left wounded from gunshots in Domkol.
The @BJP4Bengal, @CPIM_WESTBENGAL and @INCWestBengal have been…
— All India Trinamool Congress (@AITCofficial) July 8, 2023
সকাল ৮.০৪: হাওড়া গ্রামীণের বাগনান, আমতা, উলুবেড়িয়া ও শ্যামপুরে দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। আমতার ভাটোরা গ্রাম পঞ্চায়েতের ৯২ থেকে ৯৫ বুথে রাতেই ভোটাভুটির অভিযোগ।
সকাল ৮.০৩: পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামের ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮ এবং ৯৯ নম্বর বুথে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা। অবাধে ছাপ্পার অভিযোগ বিজেপির।
সকাল ৭.৫৮: ভোট শুরুর পরই সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ। বাঁকুড়ার সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথে তুমুল উত্তেজনা।
সকাল ৭.৫৭: তেহট্টর বেতাই জিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ ও ১৭১ নং বুথে দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।
সকাল ৭.৫২: কোচবিহারের মাথাভাঙার ১ নম্বর ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের ৫/৬৬ নম্বর বুথে বিজেপির প্রার্থীর এজেন্ট-সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল।
সকাল ৭.৪৬: কেতুগ্রামের ২ নম্বর ব্লকের তরণী সেনপাড়ার ২৫৬ নম্বর বুথে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে বাধা। গীতগ্রাম ২৬৭ নম্বর বুথ, সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে ২৭২, ২৭৩ নম্বর বুথ ও কাটোয়ার কোশিগ্রামে ২৭১ নম্বর বুথে বিরোধী দলের এজেন্টকে মারধরের অভিযোগ।
সকাল ৭.৩৭: কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারীতে বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ।
সকাল ৭.৩৫: নিউটাউনের বালিগুড়ি এলাকায় টেকনোসিটি থানার পুলিশকে ঘিরে ধরে ভোটকেন্দ্রে তালা। ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ বিরোধী দলের প্রার্থী, কর্মী ও স্থানীয়দের।
সকাল ৭.৩০: ভোটের দিন সাতসকাল থেকেই অ্যাকশন বোসের। নদিয়া যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৌঁছল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়। রাস্তায় দাঁড়িয়ে বিরোধীদের অভিযোগ শুনলেন তিনি।
সকাল ৭.২৫: মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুরে ফের বোমাবাজি। ভোটের বলি বাবর আলি নামে এক তৃণমূল কর্মী। কাঠগড়ায় কংগ্রেস।
সকাল ৭.১৫: মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ।
সকাল ৭.১২: কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকে বুথে আগুন। পুড়ে ছাই নথিপত্র।
সকাল ৭.১০: কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের মণ্ডলহাটের ১৮ ও ১৯ বুথে দীর্ঘ লাইন। সময়মতো ভোট শুরু না হওয়ায় ক্ষোভ ভোটারদের।
সকাল ৭.০৫: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গুলিবিদ্ধ এক মহিলা। রেবিনা বিবি নামে ওই মহিলার বুকে ও হাতে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। গুলিবিদ্ধ ওই মহিলা সিপিআইএম সমর্থক বলে দাবি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত বলে দাবি জেলা সিপিআইএমের।
সকাল ৬.৫৫: ডায়মন্ড হারবারের বাসুলডাঙা এলাকার একটি বুথে সশস্ত্র দুষ্কৃতী হামলা। মারধরে মাথা ফাটল অন্তত আটজনের।
সকাল ৬.৫৪: ডোমকলে চলল গুলি। ৮ নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা বিশ্বাসপাড়ায় গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী।
সকাল ৬.৫০: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের গঙ্গাটিকুরি অঞ্চলের মুরুন্দি গ্রামে ১৯২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল।
সকাল ৬.৪৭: পঞ্চায়েত ভোটের আগে থেকেই ভাঙড়ে তীব্র উত্তেজনা। আইএসএফ ও তৃণমূলে সংঘর্ষ তুলকালাম এলাকায়।
সকাল ৬.৪৫: কোচবিহারের তুফানগঞ্জের রামপুর ১ নম্বর পঞ্চায়েত তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ।
সকাল ৬.৪০: উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে খুন নির্দল সমর্থক। কাঠগড়ায় তৃণমূল। রাতভর এলাকায় সন্ত্রাস চলে বলেই অভিযোগ। নির্দল প্রার্থীর ক্যাম্প অফিসেও ভাঙচুর চালানো হয়। বছর একচল্লিশের নিহত নির্দল সমর্থক আবদুল্লাহ কদম্বগাছি পঞ্চায়েতের ৪২ ও ৪৩ নম্বর বুথের সদস্য। এই ঘটনার প্রতিবাদে টাকি রোড অবরোধ স্থানীয়দের। ভোটগ্রহণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভে শামিল নিহতের স্ত্রী।
সকাল ৬.৩০: বেলডাঙার পর রেজিনগরেও খুন তৃণমূল কর্মী। উত্তপ্ত গোটা এলাকা।
Source: Sangbad Pratidin