সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামধনুর মতো বাঁকানো ইনসুইং ইয়র্কার বেরল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) হাত থেকে। ওই মারণ ইয়র্কারে ছিটকে গেল ইংল্যান্ডের অলি পোপের স্টাম্প। কামিন্সের ইয়র্কারকে অ্যাশেজের অন্যতম সেরা ডেলিভারি বলে আখ্যায়িত করা হচ্ছে।
জমে উঠেছে অ্যাশেজের (The Ashes) প্রথম টেস্ট। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ২৮। ক্রিজে ছিলেন পোপ এবং জো রুট।
চতুর্থ দিনের শুরুতে অলি পোপ এবং জো রুট ৫০ রানের পার্টনারশিপ করার পরে কামিন্স আঘাত হানেন। ৭৭ রানে তিন উইকেট চলে যায় ইংল্যান্ডের। কামিন্সের হাত থেকে যে ডেলিভারিটা বের হয়, তার কোনও উত্তর ছিল না পোপের কাছে। কামিন্সের ইয়র্কার হঠাৎই ভিতরে ঢুকে আসে। ইংল্যান্ডের তিন নম্বর ব্যাটসম্যান যখন ব্যাট নামান, ততক্ষণে তাঁর অফস্টাম্প নড়ে গিয়েছে। কামিন্সের দুরন্ত ডেলিভারি দেখার পরে সমর্থকরা বলছেন, ‘বল অফ দ্য অ্যাশেজ’।
[আরও পড়ুন: ফেন্সিংয়ে নজির ভবানী দেবীর, প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে]
চতুর্থ দিনের শুরুতে পোপের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ধাক্কা দেয় অস্ট্রেলিয়া। পোপকে ফেরানোর পরে লাঞ্চ বিরতির আগে আরও দু’টি উইকেট নেয় অস্ট্রেলিয়া। নাথান লিয়ন ফেরান জো রুট ও হ্যারি ব্রুককে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে ২৭৩ রান। ইংরেজবাহিনী এগিয়ে রয়েছে ২৮০ রানে। ম্যাচের ভাগ্য কী হবে তা বলবে সময়। তবে কামিন্সের দুরন্ত ইয়র্কার নিয়েই চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
The ball of Ashes 2023.
Captain Cummins for Australia, He is a machine. pic.twitter.com/SzDHJ7glE6
— Johns. (@CricCrazyJohns) June 19, 2023
[আরও পড়ুন: ‘একটি হার মানেই রোহিত খারাপ অধিনায়ক নয়’, হিটম্যানের পাশে এবার প্রাক্তন অজি অধিনায়ক]
Source: Sangbad Pratidin