২১ গান স্যালুটে মোদিকে স্বাগত জানাবে আমেরিকা, নমো ম্যাজিকে মাত মার্কিন মুলুক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্প জমানায় ‘হাউডি মোদি’ দেখেছে বিশ্ব। এবার বাইডেন আমলেও নমো ম্যাজিক দেখতে চলেছে মার্কিন মুলুক। দুই দেশের সম্পর্ক যে কতটা গুরুত্বপূর্ণ তা বারবার স্পষ্ট করে দিচ্ছে ওয়াশিংটন। জানা গিয়েছে, আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ২১ বার গান স্যালুট দেওয়া হবে।
আগামী ২২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেখানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ২১ বার গান স্যালুট দেওয়া হবে। এর আগে ২০১৪ সালে নেপাল সফরে এভাবেই মোদিকে স্বাগত জানানো হয়েছিল। সেবার মোদিকে স্বাগত জানাতে হাজির ছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ত্রিভূবন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল। নেপাল সেনা বাহিনীর তরফে দেওয়া হয়েছিল ১৯ বার গান স্যালুট।
জুনের ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই সফরে দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই সফরের আগেই ভারত ও মোদি স্তুতি শোনা যাচ্ছে শীর্ষ মার্কিন কর্তাদের মুখে। যার মধ্যে অন্যতম হোয়াইট হাউসের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সমন্বয়কারী পদে থাকা কার্ট ক্যাম্পবেল। এবার মোদি প্রশস্তি শোনা গেল মার্কিন নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কারবির মুখে।
[আরও পড়ুন: রূপান্তরকামীদের সমর্থন করতে গিয়ে জাতীয় পতাকার অবমাননা! বিতর্কে বাইডেন প্রশাসন]
সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জন কারবি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উৎসুক আমেরিকা। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়াড জোটে ভারত ও আমেরিকার সম্পর্ক খুবই ভাল।”
বিশ্লেষকদের মতে, কৌশলী শব্দচয়নের নেপথ্যে বাইডেন প্রশাসনের চিন উদ্বেগ লুকিয়ে রয়েছে। বিশেষ করে, ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ড্রাগনে’র আগ্রাসনে ওয়াশিংটন যে সিদুঁরে মেঘ দেখছে তা স্পষ্ট। আর তাই চিনকে শায়েস্তা করতে ভারতই এখন আমেরিকার তুরুপের তাস।
মূলত চিনকে নজরে রেখেই একজোট হয়েছে কোয়াডের চার দেশ। মার্চে দিল্লিতে জি-২০ বৈঠকের ফাঁকে আলোচনায় বসেন কোয়াডের বিদেশমন্ত্রীরা। ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের তত্ত্বাবধানে ওই বৈঠকে অংশ নেন জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এক যৌথ বিবৃতিতে কোয়াড সাফ জানায়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর কোয়াড।
[আরও পড়ুন: পিছু হঠল রুশ সেনা! এই প্রথম ‘রক্তের স্বাদ’ পেল ইউক্রেন]

Source: Sangbad Pratidin

Related News
মোদি ম্যাজিকে পূরণ হবে ‘আমেরিকান ড্রিম’, ভিসা নীতিতে নতুন চমক
মোদি ম্যাজিকে পূরণ হবে ‘আমেরিকান ড্রিম’, ভিসা নীতিতে নতুন চমক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও সহজে পূরণ হবে ‘আমেরিকান ড্রিম’! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে ভিসা নীতিতে নতুন চমক। এবার আমেরিকায় Read more

দালাল চক্র ঠেকাতে এবার ‘দুয়ারে পুরসভা’, সামান্য টাকায় বাড়ি বসেই মিলবে পরিষেবা
দালাল চক্র ঠেকাতে এবার ‘দুয়ারে পুরসভা’, সামান্য টাকায় বাড়ি বসেই মিলবে পরিষেবা

অভিরূপ দাস: জরুরি কাজের জন‌্য খুঁজতে হবে না পুরসভার কর্মীদের। খোদ পুরসভা পৌঁছে যাবে বাড়ির দোরগোড়ায়। মিউটেশন করতে হবে অথবা Read more

Abhishek Banerjee: ‘১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে ১০০ দিনের টাকা ছিনিয়ে আনব’, হুঙ্কার অভিষেকের
Abhishek Banerjee: ‘১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে ১০০ দিনের টাকা ছিনিয়ে আনব’, হুঙ্কার অভিষেকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা আদায় করতে দিল্লিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন অভিষেক Read more

ডাইন অপবাদে মারধর, সালিশি সভার নিদানে গ্রামছাড়া আদিবাসী দম্পতি! শোরগোল বাঁকুড়ায়
ডাইন অপবাদে মারধর, সালিশি সভার নিদানে গ্রামছাড়া আদিবাসী দম্পতি! শোরগোল বাঁকুড়ায়

টিটুন মল্লিক, বাঁকুড়া: ডাইন অপবাদে মারধর করে পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগে সরগরম বাঁকুড়ার (Bankura) ডাকাই গ্রাম। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই Read more

চিত্রনাট্য ছাপিয়ে গেল বিদ্য়া ও শেফালির দারুণ অভিনয়! কতটা জমল ‘জলসা’?
চিত্রনাট্য ছাপিয়ে গেল বিদ্য়া ও শেফালির দারুণ অভিনয়! কতটা জমল ‘জলসা’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্য়া বালান (Vidya Balan) ও শেফালি শাহ (Shefali Shah)। এই দুটো নামই ছবি দেখার জন্য যথেষ্ট। Read more

পুলিশ দেখেই লুকিয়েছিলেন ফ্রিজে, সেখানেই আটকে পড়ে বেঘোরে প্রাণ গেল যুবকের
পুলিশ দেখেই লুকিয়েছিলেন ফ্রিজে, সেখানেই আটকে পড়ে বেঘোরে প্রাণ গেল যুবকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ সন্ধানে ছিল তাঁর। গ্রেপ্তারি এড়াতে একটি পরিত্যক্ত বাড়ির Read more