সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার রাজপথে অপ্রত্যাশিত দৃশ্য। পুলিশের মোটরবাইকে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে পুলিশি হেনস্তার শিকার পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। যার প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূল। বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে শামিল হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সেখান থেকেই গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদরা। কিন্তু সেখান যাওয়ার সময়ই অসুস্থ হয়ে পড়েন এক চিত্র সাংবাদিক। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দেখতেই বাইকে চেপে হাসপাতালে রওনা দেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: স্নাতকের পাশাপাশি স্নাতকোত্তরেও সময়সীমায় বদল, কী জানালেন মুখ্যমন্ত্রী?]
Source: Sangbad Pratidin