বক্তৃতা শুনে মাথাগরম হয়ে গিয়েছিল, বলছে ওয়েইসির গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধেয় উত্তরপ্রদেশে নির্বাচনী (UP election 2022) প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়েছে আসাদউদ্দিন ওয়েসির (Asaduddin Owaisi) গাড়ি। তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় গাড়ি লক্ষ্য করে। শেষ পর্যন্ত এআইএমআইএম সুপ্রিমোর গায়ে আঁচড়টি না লাগলেও ফেঁসে যায় গাড়ির চাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে সরগরম উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ওয়েইসির বক্তৃতা শুনে মাথাগরম হওয়ার পরেই তাঁকে হত্যার চক্রান্ত করে তারা, এমনটাই জানিয়েছে অন্যতম অভিযুক্ত শচীন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই হামলার পরিকল্পনা করছিল শচীন ও শুভম। তারা জানিয়েছে, এই ক’দিনে তারা ওয়েইসির সব জনসভা ও নির্বাচনী প্রচারের সাক্ষী থেকেছে। কিন্তু হামলার সুযোগ পায়নি। যেটা বৃহস্পতিবার সন্ধ্যায় মিলে যাওয়ায় তখনই গুলি চালাতে থাকে তারা। যদিও শেষ পর্যন্ত তাদের সব পরিকল্পনাই ভেস্তে গিয়েছে। পুলিশ তাদের জেরা করে বের করার চেষ্টা করছে আর কেউ এই হামলার সঙ্গে যুক্ত কিনা এবং তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিল। অভিযুক্তরা জানিয়েছে, তাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল ওয়েইসির উপরে গুলি চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করার।
[আরও পড়ুন: পাঞ্জাব ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোকে গ্রেপ্তার করল ED]
ঠিক কী হয়েছিল? আসাদউদ্দিন সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে বলতে গিয়ে জানান, ”আমি দিল্লি যাচ্ছিলাম মীরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়িতে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি।” পুলিশ মীরাটের জনসভার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
এদিকে এই ঘটনা সমাজবাদী পার্টি ও কংগ্রেস অভিযোগ তুলেছে, ওয়েইসির উপরে হামলায় তাঁর প্রতি সকলের সহমর্মিতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি! এই ভাবে বিরোধীদের মুসলিম ভোটকে ভাগ করার কৌশল অবলম্বন করছে গেরুয়া শিবির, এমনই অভিযোগ তাদের।
[আরও পড়ুন: পুণেতে নির্মীয়মাণ শপিং মলের একাংশ ভেঙে মৃত ৫ শ্রমিক, টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর]

Source: Sangbad Pratidin

Related News
ঘোষিত আইএসএলের ক্রীড়াসূচি, কবে কবে ডার্বি?
ঘোষিত আইএসএলের ক্রীড়াসূচি, কবে কবে ডার্বি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডের (Durand Cup) রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। আগামী ৭ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল (East Read more

Neeraj Chopra: অলিম্পিকের থেকেও কঠিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, পরেরবার আরও ভাল করব: নীরজ
Neeraj Chopra: অলিম্পিকের থেকেও কঠিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, পরেরবার আরও ভাল করব: নীরজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকে দেশকে এককভাবে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। এবার Read more

১০০ দিনের টাকা কোথায়? সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে বিক্ষোভ মহিলাদের
১০০ দিনের টাকা কোথায়? সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

টিটুন মল্লিক, বাঁকুড়া: মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদকে সামনে পেয়েই ঘিরে ধরলেন একদল মহিলা। তাঁর কাছে Read more

ইডি-সিবিআই ধরবে না, সেই শর্তেই বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! ‘সাক্ষী আমি’, বিস্ফোরক জয়প্রকাশ
ইডি-সিবিআই ধরবে না, সেই শর্তেই বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! ‘সাক্ষী আমি’, বিস্ফোরক জয়প্রকাশ

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একাধিক দুর্নীতিতে নাম জড়ালেও কেন একবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তলব করছে না ইডি- সিবিআই? বারবার Read more

বঙ্গ রাজনীতিতে ফের ‘মরিচঝাঁপি’র আবেগ, উদ্বাস্তু ভোট ঘরে টানতে নয়া কর্মসূচি বিজেপির
বঙ্গ রাজনীতিতে ফের ‘মরিচঝাঁপি’র আবেগ, উদ্বাস্তু ভোট ঘরে টানতে নয়া কর্মসূচি বিজেপির

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাম আমলের মরিচঝাঁপি কেলেঙ্কারিকে হাতিয়ার করে ফের বঙ্গ রাজনীতির লড়াইয়ে নামতে চলেছে বিজেপি। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার Read more

ঘুচবে রাজ্যের বঞ্চনার অভিযোগ? ষোড়শ অর্থ কমিশন গঠনে ছাড়পত্র কেন্দ্রের
ঘুচবে রাজ্যের বঞ্চনার অভিযোগ? ষোড়শ অর্থ কমিশন গঠনে ছাড়পত্র কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষোড়শ অর্থ কমিশন গঠনের যাবতীয় শর্ত এবং নিয়মাবলিতে ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্র। এই অর্থ কমিশনই ঠিক Read more