ফের তৃণমূলের নির্দেশকে উপেক্ষা! নতুন সংসদ উদ্বোধনে উপস্থিত দুই সাংসদ শিশির-দিব্যেন্দু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু দলের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে উদ্বোধনে যোগ দিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।
জানা গিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে শনিবার রাতেই নাকি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন বর্ষীয়ান নেতা শিশির অধিকারী এবং তাঁর ছেলে দিব্যেন্দু। তবে শুধু উদ্বোধনে যোগই নয় শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সৌজন্য বিনিময়ও করেছেন তাঁরা। খাতায় কলমে শিশির অধিকারী এবং দিব্যেন্দু এখনও তৃণমূল সাংসদ। ২০০৯ সাল থেকে টানা তিনবার তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভা ভোটে জয়ী শিশির। ছেলে দিব্যেন্দু আবার ২০১৬ সালে তমলুক লোকসভার উপনির্বাচন জিতে টানা দু’বার তৃণমূল সাংসদ হয়েছেন। এমনকী দু’জনই তৃণমূলের বিধায়কও ছিলেন।
[আরও পড়ুন: ‘পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত’, দিল্লিতে কুস্তিগিরদের হেনস্তায় মনখারাপ নীরজের]
কিন্তু ২০২০-র ডিসেম্বর মাসে শিশিরপুত্র শুভেন্দু অধিকারী ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে নাম লেখান। একুশের লোকসভায় বাংলার প্রধান বিরোধী দল হয় বিজেপি। বিরোধী দলনেতা করা হয় শুভেন্দুকে। পরবর্তীতে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হয় শিশিরকে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদও হারান তিনি। তাঁর সাংসদ পদ খারিজের দাবি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এর পর একাধিকবার তৃণমূলের নির্দেশ উপেক্ষা করতে দেখা গিয়েছে শিশির ও দিব্যেন্দুকে। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল যশবন্ত সিনহার নাম প্রস্তাব করলেও এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনকড়কে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন তাঁরা। এবারও ধরা পড়ল একই ছবি।
[আরও পড়ুন: ফের কথা রাখলেন অভিষেক, বিশেষ ক্ষমতা সম্পন্ন বালকের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য]

Source: Sangbad Pratidin

Related News
নতুন ভারতে কোনও স্থান নেই দ্বিতীয় পছন্দ বা বিকল্পের
নতুন ভারতে কোনও স্থান নেই দ্বিতীয় পছন্দ বা বিকল্পের

ভণিতাহীনভাবে শাসক বোঝাচ্ছে, সেই রাজত্ব, যা অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, তাতে সংখ্যাগরিষ্ঠ জনতার মানসিকতার প্রতিফলন ঘটবে। এবং সেটাই হবে প্রকৃত Read more

ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল! কর্ণাটকের ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের
ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল! কর্ণাটকের ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের (PFI) সঙ্গে বজরং দলকে (Bajrang Dal) একই আসনে বসাল কংগ্রেস। কর্ণাটকে ক্ষমতায় এলেই Read more

বাঁচার লড়াই থেকে জিমির জন্ম, প্রাণপ্রতিষ্ঠায় ‘বাপিদা’, বলেছিলেন মিঠুন চক্রবর্তী
বাঁচার লড়াই থেকে জিমির জন্ম, প্রাণপ্রতিষ্ঠায় ‘বাপিদা’, বলেছিলেন মিঠুন চক্রবর্তী

বিধাননগরে সি বি ব্লকের সেই গেস্ট হাউস। একটা সময়ে মধ্যরাত পর্যন্ত প্রাণখোলা আড্ডা। শ্রোতা সঞ্জয় বিশ্বাস এবং কুণাল ঘোষের সামনে Read more

অভিষেকের কর্মসূচির মাঝে কুড়মি বিক্ষোভে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আটক অন্তত ৪
অভিষেকের কর্মসূচির মাঝে কুড়মি বিক্ষোভে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আটক অন্তত ৪

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি চলাকালীন কুড়মি বিক্ষোভে গড় শালবনিতে ধুন্ধুমার। এই ঘটনার পর তৎপর প্রশাসন। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত Read more

আরএসএসের দায়িত্ব নিয়ে কাটিয়েছেন সাড়ে ৮ বছর, সেই চেনা আন্দামানে গিয়ে নস্ট্যালজিক দিলীপ ঘোষ
আরএসএসের দায়িত্ব নিয়ে কাটিয়েছেন সাড়ে ৮ বছর, সেই চেনা আন্দামানে গিয়ে নস্ট্যালজিক দিলীপ ঘোষ

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রায় সাড়ে আট বছর আন্দামানে (Andaman) আরএসএসের দায়িত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আন্দামানে সংগঠন Read more

ভিড়ে ঠাসা মেট্রোয় শ্লীলতাহানি তরুণীর! নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিলেন বান্ধবী
ভিড়ে ঠাসা মেট্রোয় শ্লীলতাহানি তরুণীর! নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিলেন বান্ধবী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড়ে ঠাসা বেঙ্গালুরু (Bengaluru) মেট্রোর ভিতরে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। তাঁরই বান্ধবী এই ভয়ংকর অভিজ্ঞতার Read more