গরমেও বিয়ের হিড়িক বাঙালির, সাড়ে ৪ মাসেই ছাদনাতলায় পৌনে এক লাখ!

নব্যেন্দু হাজরা: গলার সাদা রজনীর মালা গরমে হলুদ হয়ে যাচ্ছে নিমেষে। কনের মেক-আপ গলে বদলে যাচ্ছে চেহারা। যেখানে পাতলা সুতির জামাও গায়ে রাখা দায়, সেখানে চড়েছে তসরের পাঞ্জাবি, মাথায় টোপর। তবুও দরদর করে ঘামতে ঘামতে বিয়ের মন্ত্রোচ্চারণে এতটুকু ক্লান্ত হচ্ছে না তঁারা। বরং মেনে নিচ্ছেন হাসিমুখেই।
গত কয়েক মাস ধরেই তীব্র দাবদাহ গায়ে জ্বালা ধরাচ্ছে বঙ্গে। তবে সেই গরমেও বিয়েতে বিরাম নেই বাঙালির। চলতি বছরে ১৬ মে পর্যন্ত প্রায় পৌনে এক লক্ষ বিয়ে হয়েছে রাজে‌্য। তবে এ পরিসংখ‌্যান নেহাতই রেজিস্ট্রি বিয়ে। এর বাইরেও বহু বিয়ে হয়েছে রেজিস্ট্রি না করেই। অর্থাৎ সংখ‌্যাটা সেক্ষেত্রে বলা যেতে পারে প্রায় এক লাখ ছুঁইছুঁই। গত কয়েক বছরে এতো বিয়ে এই কয়েক মাসে হয়নি বলেই জানাচ্ছেন ম‌্যারেজ রেজিস্টাররা।
অন‌্যবার বিয়ের তারিখ থাকলেও এবার শ্রাবণ মাস মল মাস। তারপর ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসেও কোনও বিয়ে হয় না। তাই শ্রাবণের আগেই বিয়ে সেরে ফেলেছে জোড়ায় জোড়ায়। ‘কে বলেছে গরমে বিয়ে হয় না!’ বিয়ের ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নবদম্পতিরা। রেজিস্টাররা বলছেন, গতবছর বিয়ের প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত হাজার পঞ্চাশেক বিয়ে হয়েছিল। কিন্তু এবার সেখানে ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত বঙ্গে মোট ৭৩,৪৮৪ জনের বিয়ে হয়েছে। চলতি মাসে হয়েছে ৯,২৯১ জনের। হিসেব বলছে, এবার সবথেকে বেশি বিয়ে হয়েছে উত্তর চব্বিশ পরগনায়। ১২,২২১ টি। তারপর আছে দক্ষিণ ২৪ পরগনায় ৬,৯৭৪টি। আর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেছেন ৫,৯৮৭ পাত্র-পাত্রী। সবথেকে কম বিয়ে হয়েছে কালিম্পংয়ে। ২৭৯টি।
আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]
এদিকে বিয়ের অনুপাতে চলতি বছরটা ভালোই যাচ্ছে ক‌্যাটারারদেরও। দক্ষিণ কলকাতার ক‌্যাটারিং সংস্থার এক মালিকের কথায়, কোভিডের সময়ে যে লোকসান টানা দু’বছর হয়েছিল, এবার তার অনেকটাই পুষিয়ে গিয়েছে। কোনও কোনও বিয়ের তারিখে তিন জায়গাতেও খাবারের দায়িত্ব সামলাতে হয়েছে। একইঅবস্থা ব‌্যাঙ্কোয়েট এবং ভাড়া বাড়িরও। এক বছর আগে থেকে বুকিং করে বহু লোক পাননি। তাই অনেকেরই বউভাত পিছিয়ে দিতে হয়েছে দু’একদিন। ব‌্যাঙ্কোয়েটের মালিকদের কথায়, আসলে কোভিড সময়ে জমে থাকা বিয়ে হয়ে যাচ্ছে এখন। মে থেকে জুন মাস পর্যন্ত এখনও ১৫ টার বেশি বিয়ের তারিখ রয়েছে। ফলে রেজিস্ট্রি বিয়ের সংখ‌্যাটাই এক লাখ পেরিয়ে যাবে এবারের প্রথমার্ধে। নব দম্পতিদের কথায়, আগে লোকে বলতেন, শীতে বিয়ে করতে। তারপর হানিমুন। কিন্তু গরমে বিয়ে করে একটু ঠান্ডার জায়গায় গেলে বিয়ের রোমান্টিসিস যেন আরেকটু বেড়ে যায়। অল বেঙ্গল ম‌্যারেজ রেজিস্ট্রার অরগানাইজেশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র বলেন, ‘‘এবছর রেকর্ড বিয়ে হয়েছে গরমে। যেহেতু শ্রাবণ মাসে বিয়ে নেই এবার, তাই তার আগেই প্রচুর বিয়ে হয়ে যাচ্ছে। জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত প্রায় পৌনে এক লাখ রেজিস্ট্রি বিয়ে হয়েছে বঙ্গে।’’
[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

Source: Sangbad Pratidin

Related News
সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা পেশ, ৭ দিনের মধ্যে ইস্তফা দিতে পারেন পাক প্রধানমন্ত্রী
সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা পেশ, ৭ দিনের মধ্যে ইস্তফা দিতে পারেন পাক প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যাত্রায় বোধ হয় আর গদি বাঁচানো সম্ভব নয় ইমরানের (Imran Khan) পক্ষে। যতই বিদেশি অর্থে Read more

জলে গেল অ্যালেক্সিসের গোল, ডিফেন্সের ভুলে গোকুলামের বিরুদ্ধে ড্র করল মহামেডান
জলে গেল অ্যালেক্সিসের গোল, ডিফেন্সের ভুলে গোকুলামের বিরুদ্ধে ড্র করল মহামেডান

মহামেডান – ১ (‘৪০ অ্যালেক্সিস গোমেজ) গোকুলাম কেরালা – ১ (‘৬৪ শ্রীকুটন) সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল Read more

Shubman Gill: ‘আমার স্বপ্ন সত্যি হল!’, কেন এমন মন্তব্য করলেন তরুণ ওপেনার শুভমান?
Shubman Gill: ‘আমার স্বপ্ন সত্যি হল!’, কেন এমন মন্তব্য করলেন তরুণ ওপেনার শুভমান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ও সেই সময় অখ্যাত। বয়স মাত্র সাত। বাবা লখবিন্দর সিংয়ের (Lakhwinder Singh) হাত ধরে সেই প্রথম Read more

‘ধর্ষণ বন্ধ হোক!’ টপলেস হয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রতিবাদ ইউক্রেনের মহিলার
‘ধর্ষণ বন্ধ হোক!’ টপলেস হয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রতিবাদ ইউক্রেনের মহিলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival ) রেড কার্পেটের দিকে নজর থাকে গোটা বিশ্বের। কোন সেলিব্রিটি Read more

প্রেমের টানে লুকিয়ে বাংলাদেশ পাড়ি, ১৬ মাস জেলে কাটিয়ে বাড়ি ফিরলেন নদিয়ার তরুণী
প্রেমের টানে লুকিয়ে বাংলাদেশ পাড়ি, ১৬ মাস জেলে কাটিয়ে বাড়ি ফিরলেন নদিয়ার তরুণী

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: প্রেমের অমোঘ টান। সেই টানেই লুকিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) ঢুকে পড়েছিলেন তরুণী। চোখে স্বপ্ন, প্রেমিকের সঙ্গে Read more

চাকরিতে বঞ্চনার অভিযোগ, হাই কোর্টে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার পাওয়া বিশেষভাবে সক্ষম সাঁতারু
চাকরিতে বঞ্চনার অভিযোগ, হাই কোর্টে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার পাওয়া বিশেষভাবে সক্ষম সাঁতারু

রাহুল রায়: প্রতিবন্ধকতাকে জয় করে প্যারা অলিম্পিক সাঁতারে অংশগ্রহণ করেছিলেন। দেশের হয়ে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার পুরস্কার হিসাবে শ্রেষ্ঠ Read more