‘সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল’, অভিযোগ বিজেপির, ‘টাকার জন্যই ত্রিপুরায়’, বলছেন সৌগত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দায়িত্ব নেওয়ার পরই তাঁকে নিয়ে ফের শুরু রাজনৈতিক উচাটন। বিজেপি (BJP) বলছে, বাংলার মহারাজকে সম্মান করতে পারেনি তৃণমূল (TMC) সরকার। আবার পালটা দিতে গিয়ে তৃণমূল নেতা সৌগত রায় রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছেন। সৌগতর সাফ কথা, টাকা পেয়েছে তাই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সৌরভ।
মঙ্গলবার ত্রিপুরা সরকারের প্রস্তাবে সায় দিয়ে সেরাজ্যের পর্যটনের শুভেচ্ছা দূত হতে রাজি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তার পরই আসরে নেমে গিয়েছে বিজেপি। খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলে দিচ্ছেন,”তৃণমূল সরকার সৌরভকে ধরে রাখতে পারেনি। বাংলার সরকারের উচিত ছিল তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো। বাংলার সরকার তা করেনি, তাই তিনি ত্রিপুরায়। আর সেখানেও তো বহু বাঙালি থাকে। তাই উনি বাঙালির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।” এরপরই সুকান্ত বলেন, ‘কলকাতার শেরিফ পদ ফাঁকা আছে। আমি দাবি করব, অবিলম্বে সেই পদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া উচিত।’ সৌরভের ত্রিপুরার (Tripura) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া নিয়ে বাংলার শাসকদলকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষও। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলছেন, ‘ত্রিপুরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সেটা চোখে দেখা যাচ্ছে। তিনি যদি যুক্ত হন তাহলে ভালো। বাঙালি সেন্টিমেন্ট আছে’।
[আরও পড়ুন: ১৯ বিরোধী দলের বয়কট সত্ত্বেও সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন মোদিই, ঘোষণা শাহর]
বিজেপির এই ‘তৃণমূলের ব্যর্থতা’র তত্ত্ব অবশ্য মানতে নারাজ তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Sougata Roy)। পালটা দিতে গিয়ে অবশ্য তিনি খানিকটা বিতর্কিত মন্তব্য করে বসেছেন। সৌগত বলছেন, “আমার মনে হয় না এর কোনও রাজনৈতিক তাৎপর্য আছে। অবসর গ্রহণের পর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজ্ঞাপন জগতে। কোটি কোটি টাকা রোজগার করছে। আরেকটা রোজগার করার পথ খুলে গেল। সৌরভের সঙ্গে এখন ক্রিকেটের সম্পর্ক কম, রাজনীতির সম্পর্ক আরও কম। ওকে ত্রিপুরার লোকেরা ধরেছে। হয়তো বলেছে অনেক টাকা দেব। তাই উনি করছেন।’
[আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!]
বস্তুত, সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রেও দাবি করা হচ্ছে, মহারাজের এই পদক্ষেপের পিছনে কোনও রাজনীতি নেই। নিতান্তই বাণিজ্যিক ব্যাপার। এর আগেও বহু তারকা ভিনরাজ্যের পর্যটন বিজ্ঞাপনের মুখ হয়েছেন।

Source: Sangbad Pratidin

Related News
প্রেমিকাকে পেতে তামিলনাড়ু থেকে বাংলাদেশে পাড়ি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আদালতে যুবক
প্রেমিকাকে পেতে তামিলনাড়ু থেকে বাংলাদেশে পাড়ি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আদালতে যুবক

সুকুমার সরকার, ঢাকা: প্রেমিকার দেখা করতে পাসপোট-ভিসা সংগ্রহ করে সুদূর তামিলনাড়ু (Tamil Nadu) থেকে বাংলাদেশের বরগুণা জেলায় গিয়েছিলেন যুবক প্রেমকান্ত। Read more

সংস্কারমুখী নয়, পাঁচ রাজ্যের ভোটের আগে বাজেট হবে জনমোহিনী! বাড়ছে গুঞ্জন
সংস্কারমুখী নয়, পাঁচ রাজ্যের ভোটের আগে বাজেট হবে জনমোহিনী! বাড়ছে গুঞ্জন

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংস্কারমুখী নয়, কেন্দ্রীয় বাজেট এবার জনমোহিনীই হতে চলেছে। যাকে বলে, ভোটবাজারের বাজেট (Budget)। এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় Read more

কিষান মান্ডিতে ধানের ওজনে গরমিল, অভিযোগ পেতেই সরকারি আধিকারিকদের তীব্র ভর্ৎসনা মমতার
কিষান মান্ডিতে ধানের ওজনে গরমিল, অভিযোগ পেতেই সরকারি আধিকারিকদের তীব্র ভর্ৎসনা মমতার

টিটুন মল্লিক, বাঁকুড়া: কিষান মান্ডিতে (Kishan Mandi) ধান কেনায় বিস্তর গরমিলের অভিযোগ। কোথাও চাষিদের কাছ থেকে কেনা হচ্ছে ধান তো Read more

ক্লিভেজ ঢাকা পোশাক পরলেই শুটিংয়ে এন্ট্রি! সলমনের ফতোয়া নিয়ে মুখ খুললেন পলক তিওয়ারি
ক্লিভেজ ঢাকা পোশাক পরলেই শুটিংয়ে এন্ট্রি! সলমনের ফতোয়া নিয়ে মুখ খুললেন পলক তিওয়ারি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরে সলমনের রাজত্ব চলে। সলমনের বিনা অনুমতিতে পাতাও নড়ে না। হ্য়াঁ, এরকম তথ্যই ফাঁস করলেন Read more

আগামী ৪-৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরে বৃষ্টির সম্ভাবনা
আগামী ৪-৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরে বৃষ্টির সম্ভাবনা

নিরুখা খাতুন: সিকিমের তুষারধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ পর্যটক। তারই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ Read more

দুর্নীতি নিয়ে সিপিএমের ‘লড়াইয়ের সহজপাঠ’, কবিগুরুর সৃষ্টি বিকৃতির অভিযোগে সরব তৃণমূল
দুর্নীতি নিয়ে সিপিএমের ‘লড়াইয়ের সহজপাঠ’, কবিগুরুর সৃষ্টি বিকৃতির অভিযোগে সরব তৃণমূল

শেখর চন্দ্র, আসানসোল: বিকৃতি করা হয়েছে শিশুদের জন্য রচিত কবিগুরুর সহজপাঠকে। বিকৃত করা হয়েছে নন্দলাল বসুর আঁকাকে। বাংলার শিশু পাঠ্যপুস্তককে Read more