২০০০ টাকার নোট বদলির জন্য লাগবে পরিচয়পত্র? মামলার রায় স্থগিত দিল্লি হাই কোর্টে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিভিন্ন ব্যাংকে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোট বদল করতে লাগছে না প্যান বা আধারের মতো পরিচয়পত্র। আরবিআইয়ের (RBI) এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রাখল আদালত।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা মতো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নোট বদলের প্রক্রিয়া। এর জন্য কোনও রকম পরিচয়পত্র লাগবে। এমনকী ব্যাংকের কোনও ফর্মপূরণ করতে হবে না নোট জমা দিতে ইচ্ছুকদের। একথা স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো একাধিক প্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে। আরবিআইয়ের দাবি, গোটা প্রক্রিয়া যাতে সহজ ভাবে এবং দ্রুত সম্পন্ন হয়, তার জন্যই পরিচয়পত্র ছাড়াই নোট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিরুদ্ধেই মামলা হয়েছে দিল্লি হাই কোর্টে।
[আরও পড়ুন: কর্ণাটকের ছায়া মধ্যপ্রদেশে, গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগের ঢল]
২০০০ টাকার একটা নোট বদল করতেও যাতে পরিচয়পত্র চাওয়া হয় ব্যাংকের তরফে, এমন আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। ইতিমধ্যে এসবিআই জানিয়েছে, ২০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পর্যন্ত বদল করা যাবে পরিচয়পত্র ছাড়াই। এখানেই আপত্তি। অশ্বিনীর দাবি, পরচয়পত্র ছাড়া নোট বদলের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক। এমনকী তা ভারতীয় সংবিধানের ১৪ নং অনুচ্ছেদকে লঙ্ঘন করছে।
আদালতে নিজের আবেদনে অশ্বিনী উপাধ্যায় উল্লেখ করেছেন, এমনভাবে নোট বদল হওয়া উচিত, যাতে করে কালো টাকা এবং অসামঞ্জস্যপূর্ণ সম্পদ চিহ্নিত করা যায়। পরিচয়পত্র ছাড়া যা সম্ভব নয় কখনই। তিনি আরও দাবি করেছেন, অধিকাংশ মূদ্রা হয় ব্যক্তিগত সিন্দুকে রয়েছে, নতুবা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, মাওবাদী, মাদক চোরাচালানকারী, খনি মাফিয়াদের মতো দুর্নীতিবাজদের কাছে মজুত রয়েছে”। অতএব, পরিচয়পত্র ছাড়া নোট বদল অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এদিন জনস্বার্থ মামলার শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছে দিল্লি হাই কোর্ট।
[আরও পড়ুন: নতুন সংসদের উদ্বোধনে আমন্ত্রণ পাননি রাষ্ট্রপতি, বিজেপিকে বিঁধে বয়কটের পথে বিরোধীরা]
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, নোট বদলের জন্য কোনও অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন নেই। তবে আয়কর আইন অনুযায়ী ৫০,০০০ টাকার বেশি নগদ জমা করতে হলে টাকা প্যান কার্ড দেখাতে হবে। এ ক্ষেত্রে আগের নিয়মই প্রযোজ্য।

Source: Sangbad Pratidin

Related News
ফের জুটি বাঁধতে চলেছেন বনি ও কৌশানি, আসছে থ্রিলার ছবি ‘মরীচিকা’
ফের জুটি বাঁধতে চলেছেন বনি ও কৌশানি, আসছে থ্রিলার ছবি ‘মরীচিকা’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের মিষ্টি জুটি নামেই খ্যাত বনি-কৌশানি। সিনেমায় কেরিয়ারের শুরুর পর থেকেই তাঁদের প্রেমের শুরু। তাই তো Read more

‘বিয়ের দিনই মা হতে চাই!’, বয়ফ্রেন্ড আদিলকে উদ্দেশ্য করে বোমা ফাটালেন রাখি সাওয়ান্ত
‘বিয়ের দিনই মা হতে চাই!’, বয়ফ্রেন্ড আদিলকে উদ্দেশ্য করে বোমা ফাটালেন রাখি সাওয়ান্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্ত পারেন বটে। কখন যে টুক করে কী বলে দেবেন, তা ভাবনা চিন্তার বাইরে। এই Read more

একই দিনে দুই কাউন্সিলর খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি, বিধানসভায় ওয়াকআউট বিজেপির
একই দিনে দুই কাউন্সিলর খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি, বিধানসভায় ওয়াকআউট বিজেপির

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একই দিনে দুই দলের দুই নবনির্বাচিত কাউন্সিলর খুনের মতো ঘটনা ঘটে গিয়েছে রাজ্যে। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির Read more

দলের সঙ্গে সংঘাত? বিধায়ক পদ ছাড়লেন ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি নেতা সুদীপ রায়বর্মণ-সহ ২
দলের সঙ্গে সংঘাত? বিধায়ক পদ ছাড়লেন ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি নেতা সুদীপ রায়বর্মণ-সহ ২

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দলে থাকলেও বিপ্লব দেবের সঙ্গে তাঁর সম্পর্ক যে মোটেও ভাল নয়, তা প্রকাশ পেয়েছে একাধিকবার। Read more

আগামী মরশুমে আইপিএলে ফিরছেন, জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন ডিভিলিয়ার্স
আগামী মরশুমে আইপিএলে ফিরছেন, জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন ডিভিলিয়ার্স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে এবি ডিভিলিয়ার্সকে ভীষণ ভাবে মিস করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে তার মধ্যেই দলের প্রাক্তন Read more

অনলাইন পরীক্ষার দাবি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা
অনলাইন পরীক্ষার দাবি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা

শেখর চন্দ্র, আসানসোল: অনলাইন পরীক্ষার দাবিতে আবারও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে Read more