Satabdi Roy: মদনের পর শতাব্দী, রামপুরহাট মেডিক্যালের পরিষেবা নিয়ে ‘ক্ষুব্ধ’ তৃণমূল সাংসদ

নন্দন দত্ত, সিউড়ি: মদন মিত্রের পর শতাব্দী রায়। এসএসকেএমের পর রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফের সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ। তিনি বারবার ফোন করা সত্ত্বেও একজন রোগীর চিকিৎসায় কোনও বন্দোবস্ত করা হয়নি বলেই অভিযোগ। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয় বলেই দাবি শতাব্দীর। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে বৈঠকে অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব চান সাংসদ। হাসপাতালে দালালরাজ বন্ধেরও আশ্বাস দেন।
শতাব্দী রায় বলেন, একজন রোগী ওই হাসপাতালে তাঁর সুপারিশে ভরতি হন। তা সত্ত্বেও কোনও পরিষেবা পাননি। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। সাংসদের প্রশ্ন, যদি সাংসদের সুপারিশের পরেও কোনও রোগী পরিষেবা না পান। তবে সাধারণ মানুষ কীভাবে পাবেন। “এরকম চলতে পারে না”, বলেও জানান তৃণমূল সাংসদ। এমনই নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে আলোচনা হয়।
[আরও পড়ুন: নীতীশের ‘দৌত্য’, কেজরির সঙ্গে কথা বলেই খাড়গের সাক্ষাৎপ্রার্থী বিহারের মুখ্যমন্ত্রী]
সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক বিধান রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে-সহ অনান্য প্রশাসক ও স্বাস্থ্য আধিকারিকরা সার্কিট হাউসের বৈঠকে যোগ দেন। বৈঠকে অসিত মাল সরাসরি অভিযোগ করেন, রোগী ভরতি হচ্ছেন। কিন্তু যে চিকিৎসকের দিনে তিনবার হাসপাতালে রাউন্ড দেওয়ার কথা, তিনি আসছেন পরের দিন সকাল ন’টায়। রোগীরা পরিষেবা না পেলে অভিযোগ করবেই। শতাব্দী রায়ও জানান, ‘‘আমি নিজে এসে দেখে গিয়েছি। এমনকি সুপারকে ফোন করে বলেছি। তারপরেও কোনও পরিবর্তন নেই।’’
রামপুরহাট মেডিক্যাল কলেজ হলেও সেখানে এমআরআই নেই। শিশু পরিচর্যা কেন্দ্রে আটজন চিকিৎসকের পরিবর্তে একজন আছেন। জেলাশাসক জানান, “কোথায় কি ঘাটতি আছে তা আমরা স্বাস্থ্য আধিকারিকদের কাছে জানতে চেয়েছি। যাতে আমরা বিষয়টি নিয়ে রাজ্যস্তরে কথা বলতে পারি। আরও কীভাবে উন্নতমানের পরিষেবা দেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়েছে।’’ আগামিদিনে হাসপাতালে দালালরাজ বন্ধ হবে বলেও আশ্বাস দেন তিনি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ইডি-সিবিআই ধরবে না, সেই শর্তেই বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! ‘সাক্ষী আমি’, বিস্ফোরক জয়প্রকাশ]

Source: Sangbad Pratidin

Related News
ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল বিজেপি
ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নামে মানুষকে বোকা বানান ব্রাহ্মণরা। বিভ্রান্ত করেন। এমনই মন্তব্য করেছিলেন তিনি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি Read more

গম্ভীরের সঙ্গে ঝামেলার রেশ কাটতে না কাটতে সস্ত্রীক মন্দিরে কোহলি, দিলেন পুজো
গম্ভীরের সঙ্গে ঝামেলার রেশ কাটতে না কাটতে সস্ত্রীক মন্দিরে কোহলি, দিলেন পুজো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই গৌতম গম্ভীরের সঙ্গে দক্ষযজ্ঞ বেঁধে গিয়েছিল বিরাট কোহলির। ম্য়াচ শেষে মাঠের মধ্যেই তেলে বেগুনে জ্বলে Read more

বরফে ঢাকা চতুর্দিক, অন্তঃসত্ত্বাকে কাঁধে চড়িয়ে হাসপাতালে পৌঁছে দিল ভারতীয় সেনা, ভাইরাল ভিডিও
বরফে ঢাকা চতুর্দিক, অন্তঃসত্ত্বাকে কাঁধে চড়িয়ে হাসপাতালে পৌঁছে দিল ভারতীয় সেনা, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার পরিজনের কথা ভুলে প্রাণের ঝুঁকি নিয়ে দেশরক্ষা করেন তাঁরা। তবে শুধু দেশরক্ষাই নয়, মানুষের বিপদে Read more

মমতার উদ্বোধন করা কামারকুণ্ডু রেল ওভারব্রিজের ফের উদ্বোধন করবেন রেলমন্ত্রী!
মমতার উদ্বোধন করা কামারকুণ্ডু রেল ওভারব্রিজের ফের উদ্বোধন করবেন রেলমন্ত্রী!

সুব্রত বিশ্বাস: মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা কামারকুণ্ডু রেল ওভারব্রিজ (Kamarkundu Overbridge) এবার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবে রেল। আগামী ১০ জুন দিল্লি Read more

COVID-19: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৯ হাজার, সংক্রমণ সামান্য কমল কলকাতায়
COVID-19: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৯ হাজার, সংক্রমণ সামান্য কমল কলকাতায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগামছাড়া সংক্রমণে যেন খানিকটা লাগাম পড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী। অল্প Read more

WB Panchayat Poll: আদিবাসীদের ‘ঘরের ছা’, অনর্গল সাঁওতালি ভাষায় ভোট প্রচার ঝাড়গ্রামের শিক্ষকের
WB Panchayat Poll: আদিবাসীদের ‘ঘরের ছা’, অনর্গল সাঁওতালি ভাষায় ভোট প্রচার ঝাড়গ্রামের শিক্ষকের

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ‘ঘরের ছা’ বটে। এভাবেই তাঁকে চেনেন আদিবাসী এলাকার মানুষজন। অনর্গল সাঁওতালি (Santhali) ভাষায় কথা বলার পাশাপাশি অলচিকি Read more