‘ব্যস্ত হবেন না, সময় রয়েছে’, ২ হাজারের নোট বদল নিয়ে আশ্বস্ত করলেন RBI প্রধান   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ হাজার টাকার নোট (2 Thousand Rupee) বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে আরবিআই (RBI)। ব্যাংকে গিয়ে নোট বদলের জন্য আগামী সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। তা সত্বেও আমজনতার একাংশ আশঙ্কায় ভুগছেন। দ্রুত নোট বদলাতে চাইছেন তাঁরা। ঠিক কীভাবে ব্যাংকে গিয়ে নোট বদল করতে হবে, সেই প্রক্রিয়া নিয়েও ধন্দে সাধারণ মানুষ। এই অবস্থায় আশ্বস্ত করলেন রিজার্ভ ব্যাংকের গভার্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। তাঁর কথায়, হুড়োহুড়ির প্রয়োজন নেই। যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে নোট বদল করতে পারেন, তার জন্যই সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় সব রকম সহযোগিতা করবে আরবিআই এবং দেশের সমস্ত ব্যাংক। আশঙ্কার কারণ নেই।
আরবিআই ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ থাকছে৷ তার আগে ব্যাংক থেকে ২০০০ টাকার নোট বদলে নিতে হবে৷ ব্যাংকগুলি নোট বদল করবে ২৩ মে থেকে। সোমবার আরবিআই গভার্নর বলেন, আগামিকাল থেকে নোট বদল শুরু হচ্ছে মানে, আগামিকালই কাজটা সেরে ফেলতে হবে, এমন নয়। সেপ্টেম্বর মাস অবধি এই জন্যই সময় দেওয়া হয়েছে। যাতে ধীরে সুস্থে নিজের সময় মতো মানুষ নোট বদলাতে পারেন। শক্তিকান্ত বলেন, “সেপ্টেম্বর অবধি সময় দেওয়ার কারণ নির্দিষ্ট সময়সীমা না থাকলে লোকে বিষয়টির গুরুত্ব অনুভব করেন না।”
[আরও পড়ুন: নীতীশের ‘দৌত্য’, কেজরির সঙ্গে কথা বলেই খাড়গের সাক্ষাৎপ্রার্থী বিহারের মুখ্যমন্ত্রী]
আরবিআই গভার্নর বলেন, “এই প্রবল গরমে মানুষকে যাতে বেশিক্ষণ দাঁড়ায়ে থাকতে না হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলিকে।” কেন ফের নোট বদল? শক্তিকান্তর উত্তর, “২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের ‘কারেন্সি ম্যানেজমেন্ট অপারেশনে’র অংশ।” এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও তাতে আমল দিতে রাজি নন আইবিআই প্রধান। তিনি জানান, যাঁরা বিদেশে রয়েছেন তাঁদের অসুবিধার বিষয়ে অবগত আরবিআই। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
[আরও পড়ুন: বুধবার ভোটমুখী চার রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক খাড়গের, প্রিয়াঙ্কাই দলের মুখ]
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে আচমকা ৫০০, ১০০০ টাকার নোটবাতিলের (Demonitization) ঘোষণায় জনতার মাথায় যে আকাশ ভেঙে পড়েছিল, সে কথা কেউ ভোলেননি। কেন্দ্রের সেই সিদ্ধান্তে উপকার কতটা হয়েছে, তা নিয়ে বিতর্কের অবকাশ আছেই। এবার ৭ বছর পর ফের ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত আশঙ্কায় ভুগছেন আমজনতা। যতই আইরবিআই এই বিষয়ে আশ্বস্ত করুক।

Source: Sangbad Pratidin

Related News
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকল গাড়ি, মালদহে মৃত এক দম্পতি-সহ ৪
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকল গাড়ি, মালদহে মৃত এক দম্পতি-সহ ৪

বাবুল হক, মালদহ: রাতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার জের। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকল গাড়ি। রবিবার গভীর Read more

‘তুই মুসলিম নাকি?’ আধার কার্ড দেখাতে না পারায় বৃদ্ধকে পিটিয়ে খুন! অভিযুক্ত BJP কর্মী
‘তুই মুসলিম নাকি?’ আধার কার্ড দেখাতে না পারায় বৃদ্ধকে পিটিয়ে খুন! অভিযুক্ত BJP কর্মী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড (Aadhar Card) দেখাতে পারেননি। এই অপরাধেই পিটিয়ে খুন করা হয়েছে ৬০ বছরের বৃদ্ধকে। এমনই Read more

অভিষেককে জেরা করতে পারবে CBI-ED, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল বিচারপতি অমৃতা সিনহার
অভিষেককে জেরা করতে পারবে CBI-ED, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল বিচারপতি অমৃতা সিনহার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঞ্চ বদলেও রায় বদলাল না। বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) রায়। সিবিআই জেরা Read more

‘বিজেপির রাজ্য সভাপতি ভাল’, সুকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল
‘বিজেপির রাজ্য সভাপতি ভাল’, সুকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: রাজনীতির অন্দরে কখন যে কী ঘটে, তা বোঝা তো ভগবানেরও সাধ্যি নেই! বঙ্গের রাজনৈতিক মহলও সাক্ষী রইল Read more

ইউজারদের জন্য় দুঃসংবাদ, এবার জিও সিনেমা দেখতে গেলেও লাগবে টাকা!
ইউজারদের জন্য় দুঃসংবাদ, এবার জিও সিনেমা দেখতে গেলেও লাগবে টাকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের স্বর্গরাজ্য জিও সিনেমা। পছন্দের সিরিয়াল থেকে সিনেমা, খেলা থেকে রিয়ালিটি শো- এই ওয়েব প্ল্যাটফর্মে সবকিছুই Read more

দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয় বিয়ে পরিণীতির! ফাঁস অনুষ্ঠানের ভেন্যু ও দিনক্ষণ
দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয় বিয়ে পরিণীতির! ফাঁস অনুষ্ঠানের ভেন্যু ও দিনক্ষণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদির পথেই হাঁটতে চলেছেন বোন পরিণীতি। হ্যাঁ, জমকালো বাগদান পর্বের পর এবার বিয়ের পালা। আর এ Read more