সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের চাকচিক্য থেকে দূরে থাকতেই পছন্দ করেন মনোজ বাজপেয়ী। শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শুরু করে অনেক বলিউড সুপারস্টাররাই তাঁকে সমীহ করে চলেন। তবে একবার বিটাউনের এই তাবড় অভিনেতাকেই সকলের সামনে বিড়ম্বনায় ফেলেন ক্যাটরিন কাইফ। অভিনেত্রীর আচরণ দেখে সকলেই তাজ্জব হয়ে যান।
ক্যাটরিনার সঙ্গে এখনও পর্যন্ত একটি ছবিতেই অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ‘রাজনীতি’। ২০১০ সালে সেই সিনেমার প্রিমিয়ারেই গোটা টিমের সামনে অভিনেতার সঙ্গে যে আচরণ করেন ক্যাট-সুন্দরী, তাতে লজ্জায় লাল হয়ে যান মনোজ।
[আরও পড়ুন: দরগায় গিয়েও শান্তি নেই! ভক্তদের ভিড়ে আজমেঢ় শরিফে অতিষ্ঠ সারা আলি খান]
‘রাজনীতি’র প্রিমিয়ারের দিন প্রকাশ ঝাঁ যখন টিমের সকলকে একসঙ্গে ডেকে নেন ছবি তোলার জন্য, তখন সাংবাদিকদের উপস্থিতিতে সকলের সামনে মনোজ বাজপেয়ীর পা ছুঁয়ে প্রণাম করেন ক্যাটরিনা কাইফ। বলেন- “আপনি অসাধারণ একজন অভিনেতা।” নায়িকার এমন কাণ্ড দেখে তো হতবাক হয়ে যান মনোজ। তৎক্ষণাৎ তাঁকে আলিঙ্গন করেন। শুধু ক্যাটরিনাই নন, বলিউডের আরেক অভিনেত্রীও সেই একই কাণ্ড করেছিলেন মনোজ বাজপেয়ীর সঙ্গে।
[আরও পড়ুন: কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা]
তিনি তাব্বু। ১৯৯৮ সালে সত্যা রিলিজ করে। সেই ছবি দেখার পর মনোজ বাজপেয়ীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তাব্বুও। সেইপ্রসঙ্গে ‘আপ কি আদালত’-এ মনোজ বলেন, “তাব্বু ছবিটা দেখার পর সেটে এসে সকলের সামনে আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। ক্যাটরিনা আর তাব্বু- দু’জনের এই ঘটনাই আমাকে বিড়ম্বনায় ফেলে দেয়।” এরপরই রসিকতা করে তাঁর সংযোজন, “এরকম সুন্দরী অভিনেত্রীরা যদি পা ছুঁয়ে প্রণাম করলে, নিজেকে বয়স্ক মনে হয়।”
Source: Sangbad Pratidin